ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

পর্ব- দ্বিতীয়

তৃত্বীয় শ্রেনীর কর্মচারীর সম্পদের পাহাড়


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ৩:৩২

সড়ক ও জনপদের সার্ভেয়ার আব্দুল আজিজ তৃত্বীয় শ্রেণীর একজন কর্মচারী হয়েও গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। নামে-বেনামে দৃশ্যমান কয়েক কোটি টাকার সম্পদের তিনি মালিক হয়েছেন। আজিজ মান্দা উপজেলার কুসুম্বা ইউপির হাজী গবিন্দপুর ঠনঠনিয়া পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। তার বাবা একজন সাধারণ কৃষক ও সাবেক ইউপি সদস্য ।পৈত্রিক সুত্রে সার্ভেয়ার আব্দুল আজিজের বাবা মাত্র ৫ বিঘা সম্পত্তির মালিক। টানা পোড়নের মধ্যে দিয়ে কোনভাবে চলতো তার বাবার সংসার।

ওই পরিবারের একমাত্র ছেলে আজিজ। টানাপোড়নের সংসারে অনেক কষ্টে সে লেখাপড়া করে।এসএসসি পাশ করার পর, সে রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট কলেজ থেকে ২০০৭-২০০৮ সালের দিকে পাশ করেন।এর কিছুদিন পরই তিনি সড়ক ও জনপথের সার্ভেয়ারের চাকরিতে যোগদান করেন। যোগদানের পরপরই চাকরির নামে সোনার হরিণ হাতে পেয়ে যান তিনি। শুরু হয় তার অবৈধ উপার্জনের তেলেসমাতি। মাত্র ১৪ বছরের চাকরি জীবনে প্রায় ২০ কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। তৃত্বীয় শ্রেণীর একজন কর্মচারী সার্ভেয়ার আব্দুল আজিজ বনে গেছেন কোটিপতি। বর্তমানে তিনি সওজের উপ-সহকারি প্রকৌশলী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর অফিসে কর্মরত আছেন। 

২০০৯ সালের অক্টোবর মাসে তিনি চাকরিতে যোগদান করেন। ১৪ তম গ্রেডের চাকরি করে তিনি কিভাবে এত সম্পদের পাহাড় গড়ে তুলেছেন এমন প্রশ্ন এলাকার সচেতন মহলের। অনুসন্ধান করে দেখাগেছে, রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে নিজ এলাকায় গড়ে তুলেছেন মেসার্স এস কে নামে এলপিজি ফিলিং স্টেশন পাম্প, যার অনুমানিক ব্যয় ১ কোটি টাকা। ফেরিঘাট শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইন্সটিটিউটের সামনে দোকানঘরসহ জমিরক্রয় করেছেন। যার অনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। রাজশাহী শহরের হেতেমখাঁ ঘোষপাড়া মোড় এলাকায় "ক্ষণিকের আশ্রয়" নামে ৫তলা বিলামবহুল ভবন ক্রয় করেছেন। যার হোর্ডিং নং ৮০/৪। যার আনুমানিক মূল্য জমিসহ ১০ কোটি টাকা, শহরে রয়েছে তার আরো একটি তিন তলা  বাড়ি ও রাজশাহী শহরে আরডিএ ভবনের পাশে ক্রয়কৃত কোটি টাকা মূল্যের প্লট, গ্রামের ঠনঠনিয়া পাড়াতেও গড়েছেন আরো একটি আলিসান বাড়ি, উপজেলার বিল উতরাইল মৌজায় তার বাবার নামে কিনেছেন ১০বিঘা জমি। এভাবে নামে বেনামে বিভিন্ন এলাকায় জমি ক্রয় ও কোটি টাকার স্থাপনা গড়ে তুলেছেন তিনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানান, শহরের পাশাপাশি গ্রামেও জায়গা জমি কিনেছেন অনেক। দাদার জমি ৫ বিঘার মতো হলেও তা ছাড়িয়েছে কয়েক গুণ। এর আগে দুর্নীতি দমন কমিশন অফিসে ইউএনও অফিসের পিয়ন মিরাজুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। কিন্তু তা বিভিন্ন মাধ্যমে ধামাচাপা দেন সার্ভেয়ার আজিজ।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় একজন স্কুল শিক্ষক বলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে সার্ভেয়ার পদে যোগদানের পরপরই বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। যেন আলাউদ্দিনের চেরাগ হাতে পেয়েছেন।
 নওগাঁতে চাকরি করা অবস্থায় সার্ভেয়ার আজিজ, মহাসড়কের পাশে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান অথবা বাড়ির মালিকদের সড়ক ও জনপদের অধিগ্রহণকৃত জমি লিজের কাগজ করে দেওয়ার নামে লক্ষ লক্ষ  টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। 
মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল হোসেন জানান, তিনি নওগাঁ সড়ক ও জনপথে চাকরি করার সময় আমার জমির সামনের অংশ তার নিকট থেকে লিজ নিয়েছি। তিনি লিজের কাগজপত্রও করে দিয়েছেন। এভাবে জেলার শত শত ব্যক্তির কাছ থেকে লিজের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও সড়ক ও জনপথের জমির পজিশন মৌখিক ভাবে লিজ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন জমি মালিকদের নিকট থেকে। 

নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক ও জনপথের এক কর্মাচারী জানান, উপজেলার এক মেয়ের বাবার বহুতল ভবন সওজের আংশিক জমিতে পড়ে। পরে ভবন ভেঙ্গে দেওযার ভয় দেখিয়ে ভবন মালিকের মেয়েকে বিবাহ করেন। তার সাথে কিছুদিন ঘর সংসার করার পর তালাক দেওয়া হয় সেই মেয়েকে। সেখান থেকেও হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা। এভাবেই অনেক শিক্ষক, জনপ্রতিনিধি, কৃষক, রাজনৈতিক ব্যক্তি বর্গের নিকট থেকে জমি মৌখিক ও কাগজ করে লিজ দেওয়ার অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি। এছাড়াও তার পরিবারের নিকট থেকে ৫২ ভরি স্বর্ণ মজুদের হিসাব পাওয়া গেছে। 

এবিষয়ে সড়ক ও জনপথের চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্ভার (বর্তমান কর্মস্থল) আব্দুল আজিজ জানান, বাড়ি বাদে শহরে তার কোন কিছু নেই। তবে আরডিএর ভবনের পাশে একটি প্লট কিনেছি। সেটিও একক নয় শেয়ারে কিনেছি। 

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে শিক্ষকদের কর্মবিরতি ,অভিভাকগণ দিশেহারা

বিজয় দিবস উদযাপনে কোটালীপাড়ায় প্রশাসনের প্রস্তুতি সভা

বাঘায় তারুণ্যের সমাবেশ ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত

ভূঞাপুরে দ্বিতীয় দফায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি, চরম ভোগান্তিতে রোগীরা

আত্রাইয়ে তমালের মৎস্য খামারে বিষ প্রয়োগে প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষতি

জয়পুরহাটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

টাঙ্গাইলে মক্কা টাওয়ার'সহ অসংখ্য প্ল্যানবিহীন ভবন নির্মাণে প্রতিবেশীদের ভোগান্তি

চট্টগ্রামে রেলের স্ক্র্যাপ বিক্রি করছে বন্দর কর্তৃপক্ষ

মাদারীপুরে ক্লিনিকের বাথরুমে রক্তাক্ত নবজাতক উদ্ধার

গোসাইরহাট ও ডামুড্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসংযোগ

বাউফলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সাদকা হিসেবে গরু জবাই করে গোশত বিতরণ

রাণীনগরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি

রাজশাহীতে এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন