ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

অব্যাহত পদ্মার ভাঙনে এবার হুমকিতে আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ভবন


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৩১-৮-২০২১ বিকাল ৫:২

পদ্মা-যুমনার অব্যাহত পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোতে এবার ভাঙনের হুমকিতে দুর্গম পদ্মার চরের তিনটি ইউনিয়নের একমাত্র এমপিওভুক্ত আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে মাত্র ১৩০ মিটার দূরে রয়েছে পদ্মা।

প্রশঙ্গত, গত ২৮ আগস্ট শনিবার রাতে চরাঞ্চলের তিনটি ইউনিয়নের জনগণের একমাত্র চিকিৎসা সেবার অবলম্বন হাতিঘাটা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 

এদিকে, আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৭টায় আজিমনগর ইউনিয়নের চরাঞ্চল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন। এ সময় জেলা প্রশাসকের সাথে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হরিরামপুর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. সবুজ হোসেন, আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়নের হাতিঘাটায় ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। ওই সময় বিদ্যালয়টি এডিবির অর্থায়নে টিনশেডের ১৫টি রুম তৈরির মধ্যদিয়ে যাত্রা শুরু হলেও প্রায় দুই কোটি টাকা ব্যয়ে স্কুল ভবন নির্মিত হচ্ছে। 

হরিরামপুর উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরে ৬৬ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে শিক্ষা অধিদপ্তরের অধীনে একতলা ভবন (চারতলা ফাউন্ডেশন) নির্মাণ করা হয়। এরপর ২০১৯-২০ অর্থবছরের ১ কোটি ২৩ লাখ  ৫০ হাজার বরাদ্দে পুনরায় শিক্ষা অধিদপ্তর থেকে ওই একতলা ভবনটির উপরে আরো তিনতলা ভবনের অনুমোদন দেয়া হয়। অনুমোদিত নতুন ভবনের কাজ চলমান রয়েছে। 

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হরিরামপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. সবুজ হোসেন জানান, আজ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক বিদ্যালয়টি রক্ষায় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, জেলা প্রশাসক ও জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আজিমনগর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক জিওব্যাগ ফেলে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের ভাঙন পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী বরাবর রিপোর্টও পাঠিয়ে দেয়া হয়েছে জানিয়ে মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন জানান, আজ সকালে জেলা প্রশাসকসহ আজিমনগর ইউনিয়নে ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছি। তীব্র স্রোতের কারণে এই মুহূর্তে বলগেট নিয়ে ভাঙন এলাকায় বালু ফেলা সম্ভব হবে না। তবে মন্ত্রী মহোদয় আমার চিফ ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করে যে সিদ্ধান্ত জানাবেন আমরা সেভাবেই ব্যবস্থা নেব। বর্তমান ঝুঁকিপূর্ণ নদীর তীরবর্তী থেকে প্রায় ১৩০ মিটার অদূরে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ রাখার জন্য তিন দিন আগে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চিঠি দিয়েছেন বলেও তিনি জানান।

উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত আজিমনগর ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের হাতিঘাটায় দুটি আশ্রয়ণ কেন্দ্র ভাঙনের হুমকিতে রয়েছে। সেখানে ১৯০টি পরিবার বসবাস করে। শোয়াখাড়া আদর্শ গ্রামে ৫০টি পরিবার বসবাস করে। ‍এছাড়া হাতিঘাটা বাজার, ৫৭নং হারুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইব্রাহিমপুর জামে মসজিদ ও মাদ্রাসা ঝুঁকিতে রয়েছে।

এমএসএম / জামান

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী

নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের পাওনা বেতন প্রাপ্তির লক্ষ্যে যৌথ আলোচনা সভা

অ্যাকুয়াকালচার নীতির প্রয়োজনীয়তা বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে চার লাখ মানুষের সুপেয় খাবার পানির অভাব

রৌমারী উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সেও ছের গাছের কি দোশ

দুর্গাপূজায় কোন ঝুকি নাই, নিরাপত্তা আমরা দিব, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মহোৎসব

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ

কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-৩

কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক পেলেন ইয়েস কার্ড'

আত্রাইয়ে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন