কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিন বাংলাদেশী

কুয়েত ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩ তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তিন বাংলাদেশি অংশ নিয়েছেন। যেখানে বিশ্বের ৭৪ দেশের সাথে লড়বেন বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারি আবু যর গিফারী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতার উদ্বোধন হয়। কুয়েতের ক্রাউন প্লাজায় ১৪ নভেম্বর শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ২০ নভেম্বর পর্যন্ত। তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে চলবে এ প্রতিযোগিতা।
ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ আনাস মাহফুজ, বড় গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ সালেহ আহমেদ তাকরিম এবং ক্বারি গ্রুপে প্রতিনিধিত্ব করবে ক্বারি আবু যর গিফারী।
টাঙ্গাইলের হাফেজ সালেহ আহমেদ তাকরিম এরই মধ্যে কোরআন প্রতিযোগিতায় ইরানে প্রথম স্থান, সৌদি আরবে তৃতীয় স্থান এবং দুবাইয়ে প্রথম স্থান অধিকার করে। অন্যদিকে গোপালগঞ্জের হাফেজ আনাস মাহফুজ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করে। কুয়েতের কোরআন প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে বাংলাদেশের অসংখ্য হাফেজ থেকে দেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা।
প্রতিযোগী হাফেজ সালেহ আহমেদ তাকরিম বলেন, ‘আমি বাংলাদেশের প্রতিনিধি হয়ে কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এর আগে আরো কয়েকটি দেশে অংশ নিয়ে বিজয় হয়েছি। আজকে আমার তিলাওয়াত ছিল। সবাই দোয়া করবেন আমি যেন বাংলাদেশ আবারও বিশ্বজয় করতে পারে"।
প্রতিযোগী ক্বারি আবু যর গিফারী বলেন, "বাংলাদেশ হতে নির্বাচিত হয়ে কুয়েতে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। এর আগে জাতীয়ভাবে ২০১৪ সালে আরটিভিতে সেকেন্ড রানার আপ এবং ২০১৬/১৭ তে এটিএন বাংলায় চ্যাম্পিয়ন হয়েছি। আমরা যে তিনজন প্রতিযোগী এসেছি আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন দেশে সম্মান বয়ে বয়ে নিয়ে আসতে পারি"।
তাদের সাথে আসা ক্বারি আব্দুল্লাহ আল মামুন বলেন, "বাংলাদেশ থেকে তিনজন প্রতিনিধি নির্বাচিত হয়ে কুয়েত এসেছে। আমরা আশা করি অন্যান্যবারের ন্যায় এবারও বাংলাদেশ ভালো কিছু করবে ইনশাআল্লাহ"।
T.A.S / T.A.S

কোরআনে কল্যাণের পথে অগ্রগামী বলা হয়েছে যাদের

মন্দ কাজ থেকে নিজেকে বাঁচাবেন যেভাবে

কৃতজ্ঞতা প্রকাশে জীবন-জীবিকার প্রশস্ততা

কিবলা পরিবর্তনের নির্দেশ এসেছে কোরআনের যে আয়াতে

মানুষের ওপর আল্লাহর রহমত নিয়ে যা বলেছেন মসজিদুল হারামের খতিব

পবিত্র আশুরা আজ

আশুরার রোজা কবে-কয়টি রাখতে হবে

কারবালার মর্মান্তিক ইতিহাস ও শিক্ষা

পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা

কোরবানির পশু জবেহ করার বিধান

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

কুরবানির শিক্ষা গুরুত্ব ও তাৎপর্য
