ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

'ইয়াস' আতঙ্কে উপকূলীয় এলাকার মানুষ


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৪-৫-২০২১ বিকাল ৫:১৪
খুলনার উপকূলীয় এলাকার মানুষের কাছে আতঙ্কের নাম বেড়িবাঁধ। গত এক যুগের মধ্যে ঘূর্ণিঝড় আইলা, ফনির তাণ্ডব দেখেছে ‍উপকূলবাসী। সর্বশেষ গত বছর বুলবুল আঘাত হানে। এই একই সময়ে সুপার সাইক্লোন আম্পান লণ্ডভণ্ড করে দেয় দক্ষিণ উপকূল। উপকূলীয় উপজেলা কয়রার চারটি ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের চৌদ্দটি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে গোটা এলাকা নোনা পানিতে নিমজ্জিত হয়। বিধ্বস্ত হয় হাজার হাজার ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা, মৎস্য ঘের, জমির ফসল ‍আর গবাদি পশুর মৃত্যুতে সর্বস্বান্ত হয় এই জনপদের মানুষ। সরকারের ব্যাপক সহযোগিতায় আম্পানে বিধ্বস্ত বাঁধগুলো মেরামত চলমান। এরমধ্যে ঘূর্ণিঝড় ইয়াস আতঙ্ক কাটা ঘা শুকাতে না শুকাতেই আরো একটি বিপর্যয়ের আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছে উপকূলবাসী।
 
আজো আগের  সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছে ‍উপকূলবাসী। কাটিয়ে উঠতে পারেনি সেই ক্ষতি। জনপদে চলছে অন্ন, বস্ত্র, বাসস্থান ও সুপেয় পানির তীব্র হাহাকার। সব হারিয়ে নিজের কিংবা অন্যের জমিতে কোনোরকমে মাথা গোঁজার মনো ঘর বে‍ঁধে বাস করছেন অনেকেই। নদীভাঙন সংস্কার করা হলেও কয়েকটি স্থানের বেঁড়িবাধ এখনো রয়েছে জরাজীর্ণ অবস্থায়।
 
খুলনার কয়রা উপজেলার চারদিক নদীবেষ্টিত। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ১৩-১৪/২ ও ১৪/১ দুটি পোল্ডারের মোট ১১৭ কিলোমিটার বেড়িবাঁধই ভরসা উপকূলবাসীর। দেখা গেছে, আম্পানে ভেঙে যাওয়া বাঁধ মেরামত হলেও ক্ষতিগ্রস্ত ও দুর্বল বাঁধ অনেক স্থানে মেরামত করা হয়নি। গত অমাবস্যার জোয়ারে দুর্বল বাঁধ ছাপিয়ে অনেক স্থানে পানি ঢোকে। এতে এলাকার মানুষের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। দুশিন্তায় আছেন উপকূলীয় অঞ্চলের হাজার হাজার মানুষ। 
 
কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক এসএম বাহারুল ইসলাম বলেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে কয়রার ২০ কিলোমিটারের মতো বেড়িবাঁধ জীর্ণশীর্ণ হয়ে পড়েছে। বেড়িবাঁধের কোথাও কোথাও মাত্র দেড় থেকে দুই হাত মাটি অবশিষ্ট রয়েছে। অবস্থা এতটাই খারাপ যে, বাঁধের অনেক জায়গা ছিদ্র হয়ে পানি প্রবেশ করছে। জোড়াতালির বেড়িবাঁধ, দীর্ঘমেয়াদি ও সুপরিকল্পিত কার্যক্রমের অভাব এখনো দৃশ্যমান। এরমধ্যে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। এতে আতঙ্ক বেড়ে গেছে এসব এলাকার মানুষের। বিশেষ করে ঝুঁকির মুখে রয়েছে কয়রা সদর ইউনিয়নের ২ নম্বর কয়রা ক্লোজারের দক্ষিণ পার্শ্ব হতে উত্তর বেদকাশী স্লুইসগেট পর্যন্ত প্রায় আধা কিলোমিটার, মদিনাবা লঞ্চঘাট হতে লোকা পর্যন্ত এক কি.মি, কাশি খালের গোড়া থেকে কাঠমারচর পর্যন্ত ‍এক কি.মি, মাটিয়া ভাঙ্গা আধা কি.মি, আংটিহারা এক কি.মি, বীণাপাণি গাতির ঘেরি ২ কি.মি, দশালীয়া থেকে হোগলা ৩ কি.মি, মহেশ্বরীপুর নয়নী আধা কি.মি মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
 
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদুর রহমান বলেন, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। বেড়িবাঁধের যেসব স্থান ঝুঁকিপূর্ণ, সেসব স্থানে পাউবো ও স্থানীয়দের মাধ্যমে সাময়িকভাবে প্রতিরক্ষার কাজ চলমান রয়েছে।
 
তবে কয়রা উপজেলা প্রশাসন বলছে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শারীরিক নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘূর্ণিঝড়ে কয়রার মানুষকে আশ্রয় কেন্দ্রে আনতে ব্যবস্থা নেয়া হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম, প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। এরই মধ্যে কয়রাবাসীকে সতর্ক করতে মাইকিং অব্যাহত রয়েছে।
 
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এ অবস্থায় ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে ক্ষয়ক্ষতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে। করোনার মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা ও ১১৮টি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠাকে কাজে লাগানো হবে। পর্যাপ্ত চাল, শুকনা খাবার, নিরাপদ পানি ও নগদ টাকা মজুদ রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতি এড়াতে কাজ করছেন রেড ক্রিসেন্ট, সিপিপি, বেসরকারি এনজিওর স্বেচ্ছাসেবকরা। 
 
স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো, আক্তারুজ্জামান বাবু জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় উপজেলা প্রশাসনসহ দলীয় নেতাকর্মীদের জনগণের জানমাল রক্ষাসহ সকলকে আতঙ্কিত না হয়ে সাহস জোগানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে পর্যাপ্ত শুকনা খাবার ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরো জানান, গত আম্পানেও তিনি ঘূর্ণিঝড়ের রাতে এলাকায় জনগণের পাশে ছিলেন, এবারো থাকবেন।

এমএসএম / জামান

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা