দুমকিতে দুই বছরেও মেরামত হয়নি বিধ্বস্ত ব্রীজ; ভোগান্তিতে বিদ্যালয়গামী শিক্ষার্থীসহ এলাকাবাসী

পটুয়াখালীর দুমকি উপজেলার সরকারি লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ভাড়ানী খালের উপর নির্মিত আয়রন ব্রীজটি প্রায় দুই বছর আগে ভেঙ্গে গেলেও মেরামত না করায় ভোগান্তিতে পরেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীসহ এলাকাবাসী। ব্রিজটি মেরামত না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে ছোট খেয়া নৌকায় পারাপার হতে হচ্ছে স্থানীয় হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধীক শিক্ষার্থীকে। মাঝে মাঝে পারাপারের খেয়া না থাকায় প্রায় দুই কিলোমিটারের অধিক অতিরিক্ত পথ ঘুরে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে ভোগান্তির কারণে দিনদিন কমে যাচ্ছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী।
স্থানীয়রা জানান, লেবুখালীর পায়রা নদী থেকে পটুয়াখালীর লাউকাঠি নদীর সাথে সংযুক্ত ভাড়ানী খালের উপর লেবুখালী হাবিবুল্লাহ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ২০০৯ সালের দিকে তৈরি করা হয় আয়রন ব্রীজ। বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় লোকজন এই ব্রীজ দিয়ে পারাপার হতো। ২০১৫ সালে পন্যবাহী কার্গোর ধাক্কায় ব্রীজটি একাংশ বিধ্বস্ত হলে কয়েকদিন শিক্ষার্থীসহ স্থানীয়রা দুর্ভোগে পড়ে ভারানি খালটি পারাপার হতে হয় খেয়া নৌকায়। কয়েক মাসের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ব্রীজটি মেরামত করলেও পূনরায় ২০২২ সালের জানুয়ারি মাসে বালুভর্তি একটি কার্গোর ধাক্কায় ব্রীজের অর্ধেকটা দুমড়ে মুছড়ে খালে পড়ে যায়। তখন থেকেই দুই পারের লোকজনের যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়। দীর্ঘ দুই বছরেও ব্রীজটি মেরামত না হওয়ায় বিদ্যালয়ের সহস্রাধীক শিক্ষার্থী ও এলাকাবাসীকে খেয়া নৌকায় পারাপার হতে হয়।
সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী মোঃ সাফিন বলেন, ব্রীজটি ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হতে হয়। মাঝে মাঝে খেয়া না থাকায় দুই কিলোমিটার পথ ঘুরে আসতে হয়।এটা খুবই কষ্টকর।
নবম শ্রেণীর শিক্ষার্থী ফারহানা জাবিন বলেন, ব্রীজটি ভেঙে যাওয়ায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, তাই দ্রুত একটি নতুন ব্রীজ নির্মান করা দরকার ।
লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ বলেন , ১৯৬১ সালে স্থাপিত হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়টি ২০১৮ সনে জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় এক হাজারের অধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। তিনি বলেন, ব্রীজটি বিধ্বস্ত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে খেয়া পারাপার হয়ে আসতে হয় অথবা দুই কিলোমিটার ঘুরে পাগলা এলাকায় নির্মিত ব্রীজ পারাপার হয়ে আসতে হয় । এতে শিক্ষার্থীদের চরম ভোগান্তি হয়। ব্রীজটি বিধ্বস্ত হওয়ার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী কমে গেছে বলেও জানান তিনি।তাই দ্রুত ব্রীজটি মেরামত কিংবা নতুনভাবে একটি ব্রীজ নির্মানের দাবী জানান তিনি।
দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ বলেন, ব্রীজটি নির্মানের জন্য একটি বড় প্রকল্প দরকার, এ ব্যাপারে ইতিমধ্যেই এলজিইডি অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে ।
এ ব্যাপারে পটুয়াখালী এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মীর আলী হোসেন জানান, বিধ্বস্ত হওয়া ব্রীজটি সরিয়ে সেখানে একটি নতুন ব্রীজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেতুটির ডিজাইনের কাজ চলমান আছে দ্রুতই টেন্ডার আহ্বান করে নতুন ব্রীজ নির্মাণ করা হবে।
এমএসএম / এমএসএম

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত
