রংপুর বিভাগে সামাজিক উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সাথে আশার মতবিনিময়
আজ (১২/১২/২৪)বৃহস্পতিবার আশা রংপুর বিভাগের উদ্যোগে এনজিও ফোরাম, আরকে রোড, রংপুর মিলনায়তনে এ আশা বিভাগীয় পর্যায়ে সাংবাদিক মতবিনিময় সভা'২০২৪ অনুষ্ঠিত হয়। সভায় ঋণ ও সঞ্চয় কর্মসূচির পাশাপাশি আশা'র শিক্ষা, শিক্ষা বৃত্তি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি, স্যানিটেশন ও দুর্যোগকালীন সহায়তা ইত্যাদি সামাজিক উন্নয়ন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। আশা-রংপুর বিভাগের ২১৫ টি ব্রাঞ্চে ২০২৩-২০২৪ অর্থ বছরে মোট ঋণ বিতরন ৫,২৯,৪৬৩ জন, ৩২৩৪.২৭ কোটি টাকা।
এছাড়া আশা-রংপুর বিভাগে ১৩৬ টি ব্রাঞ্চে শিক্ষা কার্যক্রম, ৭টি ব্রাঞ্চে সমন্বিত স্বাস্থ্যকেন্দ্র এবং রংপুর শহরে ১টি ফিজিওথেরাপি সেন্টার চলমান রয়েছে, সেখানে আশা ঋণী সদস্যদের জন্য কম খরচে স্বাস্থ্য সেবা ও বিনা খরচে শিক্ষা প্রদান করা হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে আশা ৭৯.৭ কোটি টাকা ব্যয় করেছে এবং ২০২৪-২০২৫ অর্থ বছরে উক্ত খাতে ১৮৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ রুহুল আমিন, ডেপুটি সিভিল সার্জন, রংপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাঁওলী ঝর্ণা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, শেখ ওবায়দুল্লাহ-জয়েন্ট ডেপুটি ডিরেক্টর-আশা এবং মোনাব্বর হোসেন মনা সভাপতি প্রেসক্লাব রংপুর, মেরিনা লাভলী, সাধারণ সম্পাদক-প্রেসক্লাব, রংপুর। সভায় সভাপতিত্ব করেন এস এম বেলাল হোসেন, ডিভিশনাল ম্যানেজার, আশা রংপুর ডিভিশন। মতবিনিময় সভায় রংপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ সংস্থার বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবগত হন।
প্রধান অতিথি সাংবাদিকদের মাঝে সংস্থার চলমান কার্যক্রম অবহিত করার মাধ্যমে প্রতিষ্ঠানের সচ্ছতা ও জবাবদিহিতার এক সাহসী উদ্যোগ বলে অবহিত করেন এবং বিশেষ অতিথি প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সহ উপস্থিত সকলে আগামীতে এ সকল কর্মসূচির পরিধি বৃদ্ধি করে সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
T.A.S / T.A.S