ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

৩৩ নং ওয়ার্ড বিএনপিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই : মোহাম্মদ আলী


সালাহউদ্দিন আহমেদ, বাসন photo সালাহউদ্দিন আহমেদ, বাসন
প্রকাশিত: ১৩-১২-২০২৪ রাত ১০:১

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর  সকল রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে গণসংযোগ,সভা সমাবেশ নিয়ে ব্যস্ত সময় করছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভা সমাবেশ  গুলোয় মানুষে টইটুম্বুর থাকে বিগত সময়ের চেয়ে বেশি।

গাজীপুর মহানগরের গাছা থানার ৩৩ নং ওয়ার্ড  বিএনপি নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীনভাবে রাজনৈতিক সমাবেশে ব্যস্ত সময় পার করছে । জনগণের স্বার্থে এবং দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে জনসেবার  কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন  ৩৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও গাছা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। 

তিনি আরও বলেন, আওয়ামী সরকারের বিদায়ের পর ৩৩ নং ওয়ার্ড ও গাছা থানা  বিএনপি  এখন সবচেয়ে বেশি শক্তিশালী এবং দেশের মানুষের কাছে সবচেয়ে প্রিয় একটি দল। একাধিক বার ওয়ার্ড বিএনপির সভাপতি ও থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।৩৩ নং ওয়ার্ড ও থানা বিএনপি সব সময় সন্ত্রাসী, চাঁদাবাজি, মানুষকে বাকরুদ্ধ করে রাখা এই ধরনের প্রেক্ষাপট থেকে সব সময় বিরত ছিলো।

বিএনপির নেতা হিসেবে কিভাবে জনগণের সেবা দিতে পারা যায় সে ক্ষেত্রে সব সময় জনগণের পাশে থেকে গনসংযোগ এবং যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষার জন্য বিভিন্ন প্রচার প্রচারণা করে যাচ্ছি। তিনি আরো বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে বিএনপি অনেক পরিশ্রমি এবং দলের নীতি নির্ধারকের কাছ থেকে যে ধরনের আদেশ আসে সেই মোতাবেক  কাজ করে যাচ্ছি।

৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী আরও বলেন,৩৩ নং ওয়ার্ড এ  গত ১৭ বছরে আওয়ামী ফ্যাছিস্ট সরকারের আমলে  সবচেয়ে লাঞ্চনা এবং বঞ্চনার শিকার হয়েছি আমি এছাড়া বিভিন্ন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকারে বিপর্যস্ত ছিলাম । আওয়ামী ফ্যাসিস্ট বর্বরতার জ্বলন্ত উদাহরণ  হলো আমাকে না পেয়ে আমাকে ছেলের উপর হামলা  অথচ আমার এই ছেলে কোন রাজনৈতিক দলের না হয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি সম্পৃক্ত থেকে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে। আমি বিশ্বাস করি আগামী জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে একটি নতুন সরকার উপহার দেবে বলে আমি মনে করি।

T.A.S / T.A.S

কুলাউড়ায় ১০ কোটি টাকার সরকারি জমি দখল করে ইকোপার্ক, গুঁড়িয়ে দিলো প্রশাসন

চৌগাছার রাবেয়া হত্যা মামলার আসামী তামিম অবশেষে আটক

মির্জাগঞ্জে টাকার অভাবে চিকিৎসা বন্ধ নিজাম মিয়ার

খুলনা নড়াইল মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সওজের জমি লীজের নামে সার্ভেয়ার আজিজের অবৈধ সম্পদ অর্জন

গোপালগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রী ডেন্টাল ক্যাম্পেইন আয়োজনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন

বিএনপি ক্ষমতায় আসলে কৃষকের মুখে হাসি ফুটবে: হাসান জাফির তুহিন

বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে: ডা. শাহাদাত

উলিপুরে ভালো ফলনের সম্ভাবনা কপি চাষে বেশি দামে বিক্রির আশায় পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা

শান্তিগঞ্জে পিআইসি সদস্যদের নিয়ে কর্মশালা

শান্তিগঞ্জের পাগলায় পিকআপের ধাক্কায় যুবক নিহত

৩৩ নং ওয়ার্ড বিএনপিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই : মোহাম্মদ আলী

বাঁশখালীতে চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি ত্রাস রাসেল রাহী গ্রেফতার