ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

শ্রীপুরে হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২৫-১২-২০২৪ বিকাল ৫:৪৫

মাগুরার শ্রীপুরে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসলি জমিতে দলবেঁধে পেয়াঁজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পেঁয়াজ চাষে সারাদেশের ভিতর মাগুরা জেলা একটি অনন্য নাম হিসেবে পরিচিত। জেলার কৃষকদের প্রধান অর্থকরী মসলা জাতীয় ফসল পেঁয়াজ।মাগুরার শ্রীপুর উপজেলায় এখন চলছে হালি পেঁয়াজের চারা রোপণের ভর মৌসুম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসলি জমিতে দলবেঁধে পেয়াঁজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাঠে মাঠে হালি পেঁয়াজ রোপণের ধুম পড়েছে।

শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর শ্রীপুর উপজেলায় শীতকালীন পিঁয়াজ মোট ৬ হাজার ১৮০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ৮৫০ শত হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ সম্পূর্ণ হয়েছে। এ বছর উপজেলার ৮টি ইউনিয়নে প্রান্তিক চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে পেঁয়াজের আবাদ হবে। এ উপজেলায় লাল তীর কিং, তাহেরপুরী, ফরিদপুরী,সুখসাগর, বারি-১সহ বিভিন্ন জাতের পেঁয়াজ রোপণ করা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা তীব্র শীত উপেক্ষা করে পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার আমলসার ইউনিয়নের পেঁয়াজ রোপণকারী মালেক মন্ডল , গয়েশপুর ইউনিয়নের বদিয়ার রহমান, শ্রীপুর ইউনিয়নের মামুন জোয়াদ্দার বলেন, এ বছর দাম ভালো পাওয়ায় কৃষকরা পেঁয়াজ চাষে ঝুঁকেছেন। উপজেলার প্রতিটি গ্রামের মাঠেই পেঁয়াজ চারা রোপণের ধুম পড়ে গেছে। প্রতিদিন ভোর থেকে পেঁয়াজের চারা উত্তোলনের পর জমিতে রোপণ করা হয়। জনপ্রতি ৫০০ টাকা থেকে ৬০০ টাকা করে কাজ করা হচ্ছে। তবে একযোগে কাজ শুরু হওয়ায় শ্রমিকের চাহিদা বেশি থাকায় দাম একটু বেশি নেওয়া হচ্ছে। আগামী ১৫-২০ দিনের মধ্যেই পেঁয়াজ রোপণ সম্পন্ন হবে।
পেঁয়াজ চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত কয়েক বছর ধরে পেঁয়াজের দাম কিছুটা লাভজনক রয়েছে। অন্য ফসলের তুলনায় পেঁয়াজ চাষে বেশি লাভবান হচ্ছেন তারা। এ কারণে মাঠে পেঁয়াজ চাষ অনেক বেড়েছে। তবে সার ওষুধের দাম বৃদ্ধি পাওয়ায় বিগত বছরের তুলনায় পেঁয়াজ চাষে খরচ অনেক বেড়েছে। 
সরেজমিনে দেখা যায়, প্রস্তুতকৃত জমিতে সারিবদ্ধভাবে শ্রমিকরা পেঁয়াজের চারা রোপণ করছে। একজন শ্রমিক লোহারপাত ও বাঁশের হাতলের তৈরি লাঙ্গলে দিয়ে লাইন কেটে দিচ্ছেন। জমিতে পেঁয়াজের হালির আঁটি ছেটানো রয়েছে। দুইজন বস্তায় করে পেঁয়াজের হালি নিয়ে আসছেন। একজন রোপণ করা পেঁয়াজের উপর স্প্রে মেশিন দিয়ে ঘাস নিধনের ওষুধ ছেটাচ্ছেন। পাশেই চারা রোপণের জন্য আরেকটি জমি প্রস্তুত করা হচ্ছে।
শ্রীপুর উপজেলার পিয়াজ চাষি বাপ্পী বলেন, এ বছর  ৬০ শতাংশ জমিতে পেঁয়াজ আবাদ করছি। এখন পর্যন্ত অর্ধেকের বেশি জমিতে পেঁয়াজ রোপণ সম্পূর্ণ হয়েছে। এবছর পেঁয়াজের দানার দাম কম কিন্তু শ্রমিকের দাম অনেক বেশি।আবহাওয়া ভালো আছে আশা করি ভালো ফলন পাবো।
উপজেলার গয়েশপুর ইউনিয়নের পেঁয়াজ চাষি মো. রবিউল ইসলাম বলেন, আগে এসব জমিতে গম, মসুরি, জাতীয় ফসল আবাদ করতাম। তাতে খুব একটা লাভ থাকতো না। পেঁয়াজের দাম বেশি থাকায় কয়েক বছর ধরে পেঁয়াজ চাষ করছি। এক পাকি (২০ শতাংশ) জমিতে পেঁয়াজ আবাদ করতে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হচ্ছে। ভালো ফলন হলে পাকিতে ৩০ থেকে ৪০ মণ পর্যন্ত পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে। এখন বাজারে যে দাম রয়েছে এভাবে থাকলে লাভ হবে বলে তিনি জানান।
আকাশ,মুসা,রনি,রবি,শফিক,সাগর ২০ জন শ্রমিক পেঁয়াজ রোপণের কাজ করছেন। তারা বলেন, আমরা ছাত্র। স্কুল বন্ধ থাকায় আমরা পেঁয়াজ রোপণের শ্রমিক হিসেবে কাজ করছি। একজন শ্রমিক পারিশ্রমিক হিসেবে ৫০০ টাকা পান। আমাদের ৫০০ টাকা দেয়। কৃষক জামাল মিয়া বলেন,এসময় স্কুল,কলেজের ছাত্ররা শ্রমিক হিসেবে কাজ করে যার কারণে শ্রমিকের দাম কম থাকে।আমি স্কুলের ছাত্রদের দিয়ে পিঁয়াজ রোপন করি প্রতিবছর।

উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা বলেন, পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা যাতে সঠিকভাবে অর্জিত হয় সেজন্য সরকার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এবছর উপজেলার  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে বিনা মূল্যে বীজ ও সার প্রদান করেছে। পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু