ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

টেকসই অবকাঠামো বিনির্মাণে সরকার বদ্ধপরিকর : খুলনা বিভাগীয় কমিশনার


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৪-৯-২০২১ বিকাল ৫:২৭

খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন বলেছেন, এসডিজির লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সরকার সকল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড প্রণয়ন ও বাস্তবায়ন করছে। দারিদ্র ও ক্ষুধা দূরীকরণ, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, নিরাপদ আবাসন, টেকসই অবকাঠামো নির্মাণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাসমূহ কাজ করছে। তিনি প্রকৌশলী ও বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে আপনারা টেকসই ব্যবস্থার কথা মাথায় রাখবেন। শনিবার (৪ সেপ্টেম্বর) কয়রা উপজেলার বিভিন্ন স্থানে খাবার পানির ট্যাংকি বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তন করাই হলো বর্তমান সরকারের মুখ্য উদ্দেশ্য। এ কারণে সারাদেশে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা হচ্ছে। শহর ও গ্রামের মানুষকে সমান সুযোগ তৈরি করে দিতে সরকার কাজ করছে। তিনি (বিভাগীয় কমিশনার) শনিবার বেলা ১১টায় উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদে এলজিএসপি প্রকল্পের আওতায় হতদরিদ্র মানুষের মাঝে ১০০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ১৮০টি খাবার পানির ট্যাংকি বিতরণ করেন। দুপুর ১২টায় একই ইউনিয়নের সদ্য সংস্কারকৃত সাতহালিয়া সরকারি মিষ্টি পানির পুকুর পরিদর্শন করেন। ১টায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে  নির্মাণাধীন  বাগালি ইউনিয়নের মালিখালি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। দেড়টায় মহারাজপুর ইউনিয়নের গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এলজিএসপি প্রকল্পের আওতায় দরিদ্র ও হতদরিদ্রদের মাঝে ১০০০ লিটারের ৪৫টি খাবার পানির ট্যাংকি ও ৩২টি সেলাই মেশিন বিতরণ করেন। ২টায় কয়রা উপজেলা পরিষদের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। বিকেল ৫টায় ৪ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের গাতিরঘেরি পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ পরিদর্শন করেন এবং কর্তৃপক্ষকে দ্রুত বাঁধ নির্মাণের তাগিদ দেন।

পরিদর্শন ও বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, এলজিএসপি প্রকল্প-৩-এর খুলনার ডিএফ শ্যামল কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাগর হোসেন সৈকত, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইউপি সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন।

এমএসএম / জামান

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা