ঠাকুরগাঁও পৌরসভার শহীদ মোহাম্মদ আলী সড়কের বেহালদশায় ভোগান্তি
ঠাকুরগাঁও পৌরসভার শহীদ মোহাম্মদ আলী সড়কটির বেহালদশা। শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা থেকে সত্যপীর ব্রিজ পর্যন্ত রাস্তাটির অবস্থা বেহাল। এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। এই সড়কের পাশাপাশি সরকারপাড়া (বলাকা থেকে মডেল স্কুল পর্যন্ত) সড়কটিও বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে থাকায় চলাচলে অসুবিধার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বৃষ্টির পানিতে এই দুটি সড়কে চলাচল করতে বেশি সমস্যার সম্মুখীন হন পথচারীরা।
সোমবার (৬ সেপ্টেম্বর) পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে রাস্তায় দেখা যায়, বেশ কয়েকটি বড় খানাখন্দ তৈরি হয়েছে সেখানে। যানবাহনগুলো কষ্ট করে যাতায়াত করছে। তবে আশপাশের দোকানদাররা জানান, বৃষ্টির পানিতে সেখানে পানি ভর্তি থাকার কারণে যানবাহন মাঝেমধ্যেই দুর্ঘটনার শিকার হয়। এছাড়াও জনসাধারণের যাতায়াতেও মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। একই অবস্থা আমাদের বাজারের সামনে, সেখানেও বেশ কয়েকটি বড় খাল তৈরি হয়েছে। সেগুলো দিয়ে পারাপারে মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। এছাড়াও চাঁনমারিপাড়া ভাঙ্গারিপট্টির সামনেও একই অবস্থা চোখে পড়ে।
অন্যদিকে সরকারপাড়ার একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগন্তিতে সেখানকার জনসাধারণ। বলাকা সিনেমা হলের সামনে থেকে শুরু করে মডেল স্কুলের সংযোগ সড়ক পর্যন্ত রাস্তাটি খানাখন্দে ভরা। বৃষ্টির পানিতে সেখানে কাঁদা এত পরিমাণে জমে থাকে যে, জনসাধারণ চলাচল করতে পারে না। ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটতে দেখা যায়। সেখানকার ড্রেনটিও ছোট হওয়ায় পানি নিষ্কাশন না হওয়ার ফলে এমন কাদার সৃষ্টি হয় বেশি করে। এতে সামান্য বৃষ্টিতেই এ সড়কও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই সরকারপাড়াবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কটি।
শহীদ মোহাম্মদ আলী সড়কের ফল ব্যবসায়ী নুরন্নবী বলেন, সড়কটির এই অংশটুকু চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টির পানিতেই এখানে কয়েক দিন ধরে পানি জমে থাকে। মাঝেমধ্যেই রিকসা-অটোরিকসা দুর্ঘটনার শিকার হতে দেখা যায়।
পথচারী আব্দুর রাজ্জাক বলেন, কয়েক দিন আগে এখানে পানি জমে থাকায় খালের গভীরতা বুঝতে না পেরে পারাপারের সময় সামনের চাকা খালে ঢুকে আটকে গেলে আমি পড়ে যাই। আশপাশের দোকানদাররা এসে আমাকে ও মোটরসাইকেলটিকে ওঠান। মাঝেমধ্যেই সেখানে দুর্ঘটনা ঘটে বলে জেনেছি।
ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র সুদাম সরকার জানান, বিষয়টি পৌর কর্তৃপক্ষ জেনেছে। শীঘ্রই যাচাই-বাছাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও সরকারপাড়া মহল্লার ওই সড়কটি সংস্কার বা নতুন করে যাতে হয় সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামান / জামান
১৯ মাসের শিশু অপহরণ, ১৮ ঘণ্টায় উদ্ধার
সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে কেউ রুখতে পারবে নাঃ শফিকুল আলম
জেলা প্রশাসকের উদ্বোধনে চালু হলো মধুমতির জয়নগর ফেরী ঘাট
ভোলা-৪ আসনের এমপি প্রার্থী নয়নের আগমন উপলক্ষে মনপুরায় উৎসবমুখর পরিবেশ
রায়গঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল!
রাণীনগরে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
হৃদরোগে আক্রান্ত ঠাকুরগাঁও-৩ এর বিএনপির প্রার্থী জাহিদুর রহমান, নেওয়া হলো ঢাকায়
রাজশাহীতে ৩ দিনব্যাপী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের উদ্বোধন
নড়াইল-২ আসনে গণঅধিকারের প্রার্থী লায়ন নূর ইসলামের ব্যাপক প্রচার
৬ মাস পর বিএসএফ থেকে ব্যাগ ফেরত পেলেন বাংলাদেশি দম্পতি
আশুলিয়ার মামলাবাজ গাজী নাছরিন, উপরে টিকটকার, ভেতরে আওয়ামীলীগার
কাপাসিয়ার টোক বিএনপির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত