ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

কর্ণফুলীতে শহিদ ওয়াসিম স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ১৬-২-২০২৫ দুপুর ১:৪৪

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল- মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলীতে জাহেদ স্মৃতি রংধনু ক্লাবের উদ্যোগে ১ম বারের অনুষ্ঠিত হয়েছে শহিদ ওয়াসিম আকরাম স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের গ্রেন্ড ফাইনাল।


গতকাল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের পূর্ব ডাকপাড়া এলাকার হামিদ আলী খানের বাড়ি সংলগ্ন মাঠে এহসান এ খান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিডি রংধনু ফুটবল একাদশ'কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাবিদ জুনাইদ ফুটবল একাদশ।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কর্ণফুলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: হোসেন বাবুল এর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মো: জাফর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহবায়ক এস এম মামুন মিয়া,বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মো: ওসমান।

প্রধান অতিথির বক্ত্যবে এস এম মামুন মিয়া বলেন,তরুণ ও যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ সংস্কৃতির পথে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।বর্তমান সময়ে সমাজে মাদক ও জুয়া যে আকার ধারণ করেছে সেখান থেকে একমাত্র ক্রীড়াই পারে তরুণ ও যুব সমাজ'কে রক্ষা করতে।খেলার মাঠে যেমন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে খেলি,তেমনি সমাজেও মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখবেন খেলাধুলা শুধুমাত্র বিনোদন নয়,এটি আমাদের সমাজ গঠনের অন্যতম মাধ্যম,তাই বেশি বেশি খেলার ধুলার আয়োজন করতে হবে।

এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম আকরামের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় পরিচালনা কমিটির সকলকে ধন্যবাদ  ধন্যবাদ জানান সাবেক এই ছাত্রনেতা। 

 সম্মানিত অতিথি ছিলেন,বড়উঠান ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস হায়দার,সাধারণ সম্পাদক এস এম ফারুক হোসাইন, সাংগঠনিক সম্পাদক আলমগীর বিন হোসাইন, কর্ণফুলী উপজেলা যুবদলের আহবায়ক মো: নুরুল ইসলাম (মেম্বার), সিনিয়র যুগ্ম আহবায়ক জাহেদুল ইসলাম শামিম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দিদারুল আলম দিদার,উপজেলা ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন মিশু,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস এম রিদুয়ান,যুবদল নেতা শাহেদুল আলম টিটু,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: লিটন,ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব এসকান্দর বাবুল,ছাত্রদল নেতা জালালউদ্দিন, ইমতিয়াজ,আরফাত প্রমূখ।

টুর্নামেন্টে পরিচালনা কমিটির সদস্যরা হলেন,এরফান হক মিন্টু,ওয়াজেদ আলী টিপু,মো: ইমন,শাকিল, আবেদ,সায়েম সাউদ প্রমূখ।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান