জমি ক্রয়ের নামে ভাইয়ের বিরুদ্ধে প্রবাসি স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগ

রাজধানীর বসুন্ধরায় জমি ক্রয় করে দেওয়ার নামে প্রতারনা এবং জাল-জালিয়াতির মাধ্যমে আপন বোন ও প্রবাসী বোন জামাইয়ের প্রায় কোটি টাকা আত্মসাত করার গুরুতর অভিযোগ উঠেছে। এখন ভুক্তভোগির কর্ষ্টাজিত টাকা ফেরত পেতে নানা জায়গায় দর্না দিয়েও কারো কোন প্রকার সহযোগিতা পাচ্ছেন না। এ ঘটনায় আদালতে মামলা দায়ের, চাঁদপুরের পুলিশ সপারসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, প্রবাসী স্বামীর কর্ষ্টাজিত প্রায় কোটি টাকার আপন ভাইয়ের কাছে ফেরত চাইতে গিয়ে এখন জীবন বিপন্নের মুখে পড়েছে। প্রতিনিয়ত হামলা ছাড়াও স্বপরিবারের হত্যার হুমকিও দেওয়ার হচ্ছে। আর এক ঘটনায় হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগি সুলতানা আক্তার লাখীর অভিযোগে বলা হয়েছে, তার স্বামী মো. সেলিম হোসেন দীর্ঘ প্রায় ১৮ থেকে ১৯ বছর দুবাইয়ে চাকরি করতে প্রবাস জীবন কাটিয়ে আসছেন। তিনি হাজীগঞ্জ স্টেশন রোডস্থ জনকল্যাণ ভবনে সন্তানদের নিয়ে বসবাস করছেন।
উক্ত সময়ে স্বামীর উপর্জিত অর্থ তার নামীয় এনসিসি ব্যাংক পিএলসি, হাজীগঞ্জ শাখা, চাঁদপুর এর সঞ্চয়ী হিসাব- ০০৪৬-০৩১০০০২৬৫০ এ প্রেরণ করতেন। আর কিছু টাকা তার স্বামীর নামীয় সোনালী ব্যাংক, হাজীগঞ্জ শাখায় সঞ্চয় করে, যাহাতে সর্বশেষ স্থিতি ছিল পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা। অভিযুক্তরা সুলতানা আক্তারের আপন ভাই হওয়ার কারনে তার স্বামী সেলিম ও তার মধ্যে অগাধ বিশ্বাস ছিল। যার প্রেক্ষিতে তার ভাই সেলিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন। তার স্বামীর সরলতার সুযোগ নিয়ে মাঝে মধ্যেই এলাকায় তার বোনের নামে জায়গা ক্রয় করে দিবে এবং বাড়ি নির্মাণের প্রলোভন দেন। তাদের প্রতি অগাধ বিশ্বাস থাকার কারণে অভিযক্তিদের কথায় তিনি সম্মত হয়ে বোনের নামীয় উক্ত এনসিসি ব্যাংক পিএলসি হাজীগঞ্জ শাখা, চাঁদপুর এর সঞ্চয়ী হিসাব নং- ০০৪৬-০৩১০০০২৬৫০ এ প্রেরিত অর্থ হতে তার ভাই কামাল হোসেনকে টাকা দিতে বলে। সুলতানা আক্তার তার স্বামীর কথায় বিভিন্ন তারিখে চেক প্রদান করেন।
তার মধ্যে বিভিন্ন সময়ে কামাল হোসেন রাজধানীর বসুন্ধরা এবং এলাকায় জমি ক্রয় ও বাড়ি নির্মাণ করে দেওয়ার কথা বলে সর্বমোট ব্যাংকের মাধ্যমে বত্রিশ লক্ষ পাঁচ হাজার টাকা নেয়।
এরপর এলাকায় ব্রিজ নির্মানের সময় তার স্বামী সেলিমের জায়গার উপর দিয়ে যাতে ব্রিজ না নেয়া হয়ে সেজন্য তার স্বামীর কাছ থেকে প্রথমে ৮ লাখ পরে আরো ১ লাখ টাকা হাতিয়ে নেন। আবার বিদ্যুৎ লাইনের কথা বলে ১ লাখ ২০ হাজার খারিজ করার কথা বলে ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। এভাবে বিভিন্ন অজুহাতে সুলতানা আক্তারের স্বামী প্রবাসী সেলিমের কাছ থেকে মোট বাষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিয়ে আত্মসাত করে। কামাল হোসেনের প্রতারণার বিষয়টি বুঝতে পেলে স্বামীর প্রদানকৃত টাকা বহুবার ফেরৎ চান। কিন্তু কামাল হোসেন তার স্বামীর উপর ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন। আমার ভুক্তভোগি জানান, তার স্বামীর পাওনাকৃত টাকার কথা অস্বীকার করে তার স্বামীকে জীবনে মারিয়া ফেলার হুমকি ধর্মকি প্রদান করে আসছে।প্রতারণায় অভিযুক্ত কামাল হোসেনের বাবার নাম নুরুল হক। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মধ্য বড়কুল গ্রামে তাদের বাড়ি।
সুলতানা আক্তার লাখী তার ভাই কামালের কাছে স্বাক্ষীদের নিয়ে পাওয়া টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের সমূদয় টাকা ৩ মাসের মধ্যে ফেরত দেওয়অর অঙ্গীকার করে। এরপর ৩ মাস অতিক্রম হওয়ার পরও পাওনা টাকা ফেরত দেয়নি। পরে ঘটনাস্থানে উপস্থিত হয়ে সুলতানা তাদের পাওনা টাকা দাবি করেন। এসময় কামাল হোসেন তাকে জানান যে, তারা কোন প্রকার টাকা পাইবে না। তিনি সুলতান ও তার স্বামীর কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। আর পুনরায় টাকা চাইলে গেলে তাদেরকে খুনের পর শুম করার হুমকি দেন। এরপর এ ঘটনায় চাঁদপুর হাজীগঞ্জের বিজ্ঞ বিচারক আমলী আদালতে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
ভুক্তভোগি নারী সুলতানা আক্তার ওরফে লাখীর স্বামী প্রবাসী মো. সেলিম গত ২০২০ সালের ৭ ডিসেম্বর দুবাই থেকে দেশে আসেন। সুলতানার আপন দুই ভাই কামাল হোসেন ও ময়েজুর রহমানের সঙ্গে জমি ও বাড়ি নির্মাণের নাম তার স্বামীর সঙ্গে বিরোধ চলে আসছে। এনিয়ে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হচ্ছে। তার জেরে তাদের ভাই বোনের মধ্যে পুনরায় ঝগড়া হলে তার স্বামী এসে বাঁধা প্রদাণ করে ঝগড়া থামিয়ে দেয়ার চেষ্টা করে। এসময় তার স্বামীসহ তাদরেকে হত্যাসহ বিভিন্ন প্রকার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত ২১/০২/২০২৫ তারিখে চাঁদপুরের হাজীগঞ্জ থানায় সাধারণ ডাইরি করেছেন। ডাইরি নম্বর ১১২৫, ডাইরি ট্র্যাকিং নম্বর ই-৪ ইউজেজেডি।
এ ব্যপারে জিডির তদন্তকারী কর্মকর্তা হাজীগঞ্জ থানার এ এস আই মো. মহিউদ্দিন বেগ জানান, জিডি তদন্ত ছিল। এ খন আমি ওই থানায় থেকে বদলী হয়ে চলে আসছি।
এমএসএম / এমএসএম

বিসিক মুদ্রণ শিল্পনগরী প্রকল্পের মাটি ভরাটের প্রিলেভেল সার্ভে কাজে প্রকল্প পরিচালকের অনিয়ম-দুর্নীতি

মাদারীপুরের আলোচিত মিথ্যা মুক্তিযোদ্ধার কোটায় একই পরিবারের চারজন করছেন সরকারি চাকরি

নিষিদ্ধ হলেও হিযবুত তাহরীরের প্রকাশ্যে কর্মসূচী ঘোষণা

মিরপুর ফায়ার সার্ভিসের ট্রেনিং কমপ্লেক্সের অফিসার তৌহিদুলের শাস্তি দাবি

বিসিকের প্রকল্প পরিচালক মোঃ রাকিবুল হাসানের ঘুস-দুর্নীতি সমাচার

জমি ক্রয়ের নামে ভাইয়ের বিরুদ্ধে প্রবাসি স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগ

বিআইডব্লিউটিএ বন্দর শাখার সাবেক পরিচালক সাইফুলের টাকার উৎস কি?

নার্গিসকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ট্রফি দেওয়া হোক

গাজীপুর গণপূর্তের সাবেক নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আতিকের ঢাকায় ১৯ বছরের লুটপাটের রাজত্ব

মসজিদের নামে জমি দখলের চেষ্টা করছে মল্লিক বিল্ডার্স

প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি আবু সুফিয়ান এর বিরুদ্ধে অবৈধভাবে টেন্ডার বাতিল এর অভিযোগ
