ঢাকা শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

শ্রীনগরে রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি photo শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২১ বিকাল ৭:৪৮

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণপাইকশা ফুলকুচি যাওয়ার রাস্তার হারুন মিয়ার বাড়ির সামনে (এলজিএসপি বরাদ্দকৃত) ইট সলিংয়ের রাস্তা দখল করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। ওই এলাকার মো. শাজাহান হাজীর বিরুদ্ধে এই প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। রাস্তা দখলের ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। 

সরেজমিন দেখা গেছে, ব্রাহ্মণপাইকাশা গ্রাম থেকে ফুলকুচি স্কুলে যাওয়ার ইট সলিং রাস্তার হারুন মিয়ার বাড়িসংলগ্ন দৃশ্যমান রাস্তার দক্ষিণ-উত্তরমুখী প্রায় ৪০-৫০ ফুটের একটি সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন প্রাচীরের উত্তর দিকে রাস্তার মোড়ে প্রাচীর বাড়ানো হয়েছে। এতে মোড়টির মধ্যে নির্মাণাধীন অতিরিক্ত দেয়ালের বাড়ন্ত অংশ থাকার কারণে রাস্তায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 

স্থানীয়রা জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান রাস্তা ছেড়ে দেয়াল নির্মাণের জন্য তাদের বলেছিলেন। এতেও তারা কথা রাখেননি। প্রভাব খাটিয়ে শাজাহান হাজী দেয়াল নির্মাণের কাজ চালিয়ে যান। এলাকায় তারা প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে সাহস পান না। 

একটি সূত্র জানায়, শাজাহান হাজীর ভাই হারুন মিয়াও কিছুদিন আগে ব্রাহ্মণপাইকশা গ্রামের কোলাপাড়া উচ্চ বিদ্যালয়সংলগ্ন মালিকানা সম্পত্তি দাবি করে রাতের আঁধারে সরকারি খালে মাটি ভরাট শুরু করেন। মাটি ভরাট করতে গিয়ে খালে থাকা একটি সেতুর অ্যাপ্রোচ ও গাইডওয়াল ভাঙা হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধভাবে ভরাট কাজ বন্ধ করে দেন। তার ভাই শাজাহান হাজীও ফুলকুচি রাস্তা দখল করে সীমান প্রাচীর নির্মাণ করছেন। তারা এলাকায় প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড করলেও কেউ মুখ খুলতে চান না।

শাজাহান হাজীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দম্ভ করে বলেন, রাস্তা আমার জায়গায়। পুকুরও আমার। তাই দেয়াল নির্মাণ করছি।

এ ব্যাপারে জানতে কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নেছারউল্লাহ সুজনের কাছে জানতে চাইলে তিনি বলেন, দেয়ালটি নির্মাণের সময় আমি বাধা প্রদান করেছিলাম। কিন্তু শাজাহান হাজী তা মানেননি। এতে রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটবে।

জামান / জামান

চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন

লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম

শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক

শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক

গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪

সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ

চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫

নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার

‎গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২

কুড়িগ্রামে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১০