নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছাকিনা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু তৈয়ব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন, যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দেক আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল জলিল, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মিয়াজী, ডা. সালমা আকতার, তথ্যসেবা কর্মকর্তা ফাতেমা আকতার, ব্র্যাক প্রতিনিধি পলাশ কুমার দাস, এইড কুমিল্লা প্রতিনিধি জাফর উল্যাহ শেকু প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান