ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বোয়ালমারীতে সরকারী হালটে ইউপি সদস্যের ঘর দুর্ভোগে এলাকাবাসী


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১৪-৩-২০২৫ দুপুর ৩:৫৯

 ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের পাইকহাটি গ্রামে সরকারি হালট দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মোঃ জিয়াউর রহমানের বিরুদ্ধে। জনগুরুত্বপূর্ণ হালটটির মাঝ বরাবর তিনি বারান্দা সহ একটি টিনশেড ছাপড়া ঘর তোলার কারণে এলাকা বাসীর চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানাগেছে। সরেজমিন অনুসন্ধান কালে এলাকাবাসী জানান,গ্রামের অভ্যান্তরে আলিম শেখের বাড়ি  হতে পাগলা ঠাকুরের পুকুর পর্যন্ত ২০ ফুট চওড়া ৮ শত ফুট দৈর্ঘ্যের একটি বহু পুরাতন সরকারি হালট রয়েছে। এর দুই পাশ থেকে দুই -তিন ফুট করে জায়গা আগে থেকেই বেদখল হয়ে আছে। আর এতে সংকীর্ণ হয়ে পড়া সেই হালটটির মাঝ খানে সম্প্রতি কাঁচা ছাপড়া ঘর তুলে হালটটির একটি অংশের পুরোটাই দখল নিয়েছেন জিয়া মেম্বার। একারণে হালটটির এক মাথা থেকে অপর মাথায় পৌঁছানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। ভেঙে পরেছে স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা। একটি সূত্র জানায়,জিয়া মেম্বার নিজ তত্ত্বাবধানে এই ঘর তুললেও তা এখন মোটা অংকের টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন বলে শোনা যাচ্ছে। ব্যবসায়ীক উদ্দেশ্যেই জিয়া সরকারি হালটে বসতি গড়ে তোলার চেষ্টা করছেন বলে দাবী ভুক্তভোগী সূত্রটির। গৌতম সরকার নামে এলাকার একজন ভ্যান চালক বলেন, আমার বাড়ি হালটটির শেষ প্রান্তে। প্রতিদিন আমার ভ্যান নিয়ে এই হালট দিয়ে  যাতায়াত করতে হয়। কিন্তু জিয়া মেম্বার হালটের উপর ঘর তোলায় আমি এখন বাড়ি থেকে ভ্যান নিয়ে  এই হালট দিয়ে বের হতে পারি না। শুধু আমি একাই নই, আমার মত আরো অনেকেই এ সমস্যার মুখোমুখি হচ্ছেন। গৌতম আরো বলেন,মেম্বার জিয়াউর রহমান জিয়া খুবই প্রভাবশালী। তার এ ধরনের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করার সাহস আমাদের নেই। জিয়া মেম্বার দাবি করেন,এলাকার সরকারি সব সম্পত্তি নাকি তার নিজের? মোহাম্মদ রফিকুল ইসলাম নামের একজন এলাকাবাসী বলেন,জিয়া মেম্বার ঘর তুলতে গেলে আমি বাধা প্রদান করি। এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ সহ আমার হাত-পা ভেঙ্গে গুড়িয়ে দেয়ার,এমনকি মেরে ফেলার হুমকি দেয়। এরপর আমি আর সামনে এগোয়নি। সরকারি হালট দখলের ঘটনায় মুঠোফোনে জানতে চাইলে ইউপি সদস্য জিয়াউর রহমান বেশ কর্কশ কন্ঠে  বলেন,এ সব ছোট-খাটো বিষয় নিয়ে আপনারা কেন মাথা ঘামান? একজন জনপ্রতিনিধি হিসেবে মানবিক কারণে সরকারি জায়গায় একজন গরীবের থাকার ব্যবস্থা করে দিয়েছি,এতে সমস্যা কোথায়? আপনাদের যা ইচ্ছে হয় তাই করতে পারেন। এ ব্যাপারে স্থানীয়  ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,সংবাদ পেয়ে অফিস থেকে লোক পাঠিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি। জিয়া মেম্বারকে ঘর সরিয়ে নিতে ৭ দিনের  আল্টিমেটাম দিয়েছি। এতে কাজ না হলে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকতার আড়ালে দেহব্যবসা ব্ল্যাকমেইলিং কথিত ৩ সাংবাদিককে গণপিটুনী

ধামইরহাটে বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

ফেসবুকে পোষ্ট দিয়ে সাতকানিয়ার তরুণের ট্রেনে ঝাপ দিয়ে মৃত্যু

কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

তামাক ক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ

শেখ হাসিনা সেনানিবাসের নাম 'পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন

ভাটা মালিকরা সরকারী কাজে ইট বিক্রি করবেন না

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ

টিসিবি পন্য পরিমাপে ডিলারের চুরি

বারহাট্টায় কেজি দরে তরমুজ বিক্রিতে নিরুপায় ক্রেতারা