সংবাদ প্রকাশের জের
কয়রায় অবৈধ শুঁটকি খুঁটি উচ্ছেদ
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর এলাকার বিভিন্ন স্থানে গড়ে ওঠা ৪টি অবৈধ শুঁটকি খুঁটি উচ্ছেদ করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে খুঁটি উচ্ছেদ করে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, খুলনাৱ সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. আখতারুজ্জামান, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নির্মলন্দ সরকার, নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, খুলনা রেঞ্জের স্মার্ট টিমের প্রধান মো. জহিরুল ইসলাম এবং কয়রা থানা পুলিশের একটি টিম।
সুন্দরবন থেকে বিষ দিয়ে মারা চিংড়ি মাছ জ্বালানি কাঠ ব্যবহার করে আগুনের তাপে তা শুকানো হয়। যেসব জায়গায় এ কাজ করা হয় সেগুলোই শুঁটকি খুঁটি।
এ সময় কর্মকর্তারা বলেন, সুন্দরবনের চিংড়ির ওপর নির্ভর করে গড়ে ওঠা আরো কয়েকটি অবৈধ শুটঁকি খুঁটি দ্রুত উচ্ছেদ করা হবে।
গত কয়েক দিন যাবৎ স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়- বিষ দিয়ে ধরা সুন্দরবনের চিংড়ির ওপর নির্ভর করে উপজেলা প্রশাসনের নাকের ডগায় লোকালয়ে গড়ে ওঠা এ সকল অবৈধ শুঁটকি খুঁটিতে কাঠ পুড়িয়ে চিংড়ি শুকানোর কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছিল। ধ্বংসের মুখে পড়েছিল সুন্দরবনের জীববৈচিত্র্য।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ বলেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের পেছনে একটি বড় ভূমিকা রাখে শুঁটকি ডিপোগুলোর মালিকরা। বিষ দিয়ে ধরা মাছ অন্য কোথাও বিক্রি হয় না। সেগুলো সাধারণত ডিপোগুলো কম দামে কিনে শুঁটকি করে বেশি দামে বিক্রি করে। লাভজনক হওয়ায় অবৈধভাবে গড়ে ওঠা ওই শুঁটকির ডিপোগুলো কখনো বন্ধ করা যেত না। তবে পশ্চিম বন বিভাগের বিভাগীয় প্রধান আবু নাসের মোহসিন হোসেন যোগদান করার পর থেকে ওই শুঁটকি ডিপোগুলো উচ্ছেদের উদ্যোগ নেন। তারই সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসনের সহায়তায় ডিপোগুলো উচ্ছেদ করা হচ্ছে। এর ফলে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা অনেকাংশে কমে যাবে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন বলেন, সুন্দরবনকে ভালো রাখতে বন বিভাগের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের সহয়তায় বন বিভাগের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
এমএসএম / জামান
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)