কালিয়ায় প্রতিপক্ষের বাড়ির পাশে মিললো যুবকের পা বাঁধা মরদেহ!
নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে প্রতিপক্ষের বাড়ির পাশে মিললো রফিকুল মোল্যা (৩৮) নামে এক যুবকের মরদেহ। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্রামের রিকাইল শেখের বাড়ির পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রফিকুল মোল্যা ওই গ্রামের আজিজুল মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখ, পিকুল শেখ গ্রুপের সাথে একই গ্রামের মিলন মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গত শুক্রবার (১১ এপ্রিল) দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে রিকাইল শেখ, পিকুল শেখ গ্রুপের ফরিদ মোল্যা (৫৭) নামে একজন নিহত হন। এ ঘটনায় কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। হত্যা পরবর্তীতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অতঃপর মিলন মোল্লা গ্রুপের ফাতেমা বেগম বাদি হয়ে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। তার দুইদিন পর আজ মঙ্গলবার সকালে বাদী ফাতেমা বেগমের ছোট ছেলে রফিকুল ইসলামের পা বাঁধা মরদেহ প্রতিপক্ষ রিকাইল শেখের বাড়ির পাশে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।
নিহতের স্ত্রী ওযুফা বেগম, মেয়ে খাদিজা খাতুন, ও মা ফাতেমা বেগমের দাবী রিকাইল শেখ, পিকুল শেখ ও সাইদ মোল্লা সহ ১৫/২০ জন মিলে জঘন্য ভাবে রফিকুলকে হত্যা করেছে। এ নৃশংস হত্যাকান্ডের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁশি চাই আমরা।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা
বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি
রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ
কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি
পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি
সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশার কম্বল হস্তান্তর
সিংড়া ভরা মৌসুমেও সবজির দাম আকাশছোঁয়া