কালিয়ায় সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ, উচ্ছেদ করতে ইউএনও'র নিকট অভিযোগ
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের পূর্ব খড়রীয়া গ্রামে কয়েকজন প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি রাস্তা ও হালট দখল করে পাঁকা বাড়ী ও অন্যান্য স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গণস্বাক্ষরে বেশ কিছু এলাকাবাসী সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং অনুলিপি ইউএনও ও সহকারী কমিশনার (ভুমি), কালিয়া ও
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট অনুলিপি প্রদান করেছেন। অভিযোগ ও ভুক্তভোগী এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের রবিউল শেখ এর বাড়ী হইতে জহুর মন্ডল এর বাড়ী পর্যন্ত সরকারি রাস্তায় মৃত পাচু মোন্ডলের ছেলে হাজী জহুরুল হক মোন্ডল (৭০), গফুর মোন্ডলের ছেলে সেলিম মন্ডল, কলম মন্ডল ও নাসির মন্ডল, মালেক মোল্যার ছেলে আব্বাসউদ্দীন মোল্যা, মৃত সত্তার শেখের ছেলে ইরাদ শেখ, মৃত আফজাল মোল্যার ছেলে দাউদ মোল্যা, মৃত জামাল মোল্যার ছেলে রবিউল মোল্যা, মৃত আঃ সামাদ শেখের ছেলে লতিফ শেখ ও মৃত জুলফিকার শেখের ছেলে রবিউল শেখসহ অনেকে সরকারি রাস্তার পাশে দঘল করে ঘরবাড়ি নির্মাণ করেছে। ফলে রাস্তাটি অকার্যকর হয়ে পড়েছে এবং এলাকার কৃষকের ধান মৌসুমে ফসল আনা নেওয়া হয়ে পড়েছে দুঃসাধ্য।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা হায়দার আলী বলেন, ওই এলাকায় সার্ভেয়ার নিয়ে পরিমাপ করে সরকারী জায়গা চিহ্নিত করেছি এবং যাদের স্থাপনা আছে নিজ খরচে সরিয়ে নিতে বলা হয়েছে। তবে তারা বলেছে উচ্ছেদের বিষয়টি স্থগিতের জন্য তারা আবেদন করেছে কিন্তু সে ধরনের কোন আবেদন তিনি পাননি। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) না থাকায় ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান।
এদিকে অভিযুক্ত সকলে নায়েবের পরিমাপ মানলেও কলম মন্ডল ওই মাপ মানেন না বলে জানান। স্থানীয় অনেকের ধারনা বিষয়টি আশু সমাধান না করলে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।এ বিষয়ে ইউএনও মোঃ রাশেদুজ্জামানকে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা
বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি
রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ
কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি
পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি
সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশার কম্বল হস্তান্তর
সিংড়া ভরা মৌসুমেও সবজির দাম আকাশছোঁয়া