ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ঔষধ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্কছাড় ও ভ্যাট অব্যাহতিকে ইতিবাচক মনে করছে বিএপিআই


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ৪-৬-২০২৫ রাত ৮:৫৬

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ঔষধ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর অব্যাহতির সুযোগ বাড়ানোর প্রস্তাবকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) বা বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের এই সিদ্ধান্ত দেশের ঔষধ শিল্পকে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অগ্রগামী করে তুলবে।

দেশে ঔষধের অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) প্রায় ৯০ শতাংশ আমদানি করা হয়। শুল্কছাড় প্রণোদনা এই আমদানীকৃত কাঁচামালের উপর নির্ভরতা কমিয়ে দেশীয় এপিআই শিল্পের বিকাশে সহায়ক হবে। বিশেষ করে উচ্চমূল্যের ক্যান্সার নিরোধী ঔষধ বাজারজাত করার পথ সুগম হবে। এতে ঔষধের দাম স্থিতিশীল থাকবে এবং সাধারণ জনগণের জন্য মানসম্পন্ন ঔষধ সহজলভ্য হবে।

বিএপিআই আরও জানায়, ঔষধ শিল্পে ব্যবহৃত স্যান্ডউইচ প্যানেল ও ল্যাবরেটরি ফার্নিচারের উপর এখনও উচ্চ শুল্ক আরোপ রয়েছে, যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আগে এটি মাত্র ১ শতাংশ ছিল। সমিতি সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়ে শুল্ক পুনঃস্থাপনের দাবি করেছে যাতে নতুন ঔষধ শিল্পের বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধি পায়।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন, ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সেবার পরিধি বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ জনবল নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চিকিৎসক, সেবিকা, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগ দ্রুততর করতে এবং প্রয়োজনীয় পদ সৃষ্টির জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রেফারেল হাসপাতাল ও ৫০ শয্যার বেশি হাসপাতাল স্থাপনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক ও কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। বিএপিআই মনে করে, এই সুযোগ দেশীয় চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করবে এবং রোগীদের উপকারে আসবে।

এ ছাড়া এবারের বাজেটে সাধারণ ও আইসিইউ অ্যাম্বুলেন্সসহ হাইব্রিড ও ইলেকট্রিক যানবাহনে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এই প্রণোদনা দেশের স্বাস্থ্যসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সমিতি আশাবাদী।

বিএপিআই আশা প্রকাশ করেছে, সরকারের এই নীতিমালা ও প্রণোদনার মাধ্যমে দেশের ঔষধ শিল্প শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের অর্থনীতিতে অবদান বাড়াবে।

এমএসএম / এমএসএম

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র‍্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা

বাড়তি টাকা দিলে কাগজপত্র ছাড়াই বাসায় পৌঁছে যায় ট্রেড লাইসেন্স