ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

দেবীগঞ্জ এলজিইডি প্রকৌশলীর প্রকল্পের টাকা আত্মসাৎ, তদন্তে প্রমানিত


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ১২:৫৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিলের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক অভ্যন্তরীণ তদন্তে এই তথ্য উঠে এসেছে। বিভিন্ন প্রকল্পে বাস্তবায়নের প্রমাণ না পাওয়া ও জাল ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগে তদন্ত কর্মকর্তা বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক ও রাজস্ব উন্নয়ন কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরের আওতায় আরএফকিউ পদ্ধতিতে করা প্রকল্পগুলোর মধ্যে দেবীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমিতে সাউন্ড সিস্টেম ও বাদ্যযন্ত্র ক্রয়ে ৫ লাখ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে সেখানে কোনো যন্ত্রপাতি পাওয়া যায়নি। ঘরটি পরিত্যক্ত, জানালাবিহীন এবং দীর্ঘদিন ধরে বন্ধ। ঠিক একইভাবে উপজেলা পরিষদের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ক্লাবেও বরাদ্দকৃত আসবাবপত্রের কোনো অস্তিত্ব মেলেনি। ক্লাবটি দীর্ঘ দুই বছর ধরে বন্ধ। ক্লাবের সভাপতি ও সম্পাদক—দুইজনেই কোনো বরাদ্দ পাওয়ার কথা অস্বীকার করেছেন।

তদন্তে আরও উঠে এসেছে, উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণের কথা বলা হলেও বাস্তবে ১৪টি প্রতিষ্ঠানে যাচাই করে দেখা গেছে মাত্র ৭টিতে সামগ্রী দেওয়া হয়েছে, ৩টিতে আংশিকভাবে এবং ৪টি প্রতিষ্ঠানে কিছুই দেওয়া হয়নি। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা জানিয়েছেন, তারা প্রকল্প বা বরাদ্দের বিষয়ে কিছুই জানেন না।

বিশেষ করে এই প্রকল্পগুলোর কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে অনিহা ও অজ্ঞতা প্রকাশ করেছেন। যেমন, শিল্পকলা একাডেমির প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান “মেসার্স অন্যন্যা ট্রেডার্স”-এর মালিক দেলোয়ার হোসেন দেলু স্বীকার করেছেন, প্রকৌশলী তার লাইসেন্স ব্যবহার করেন, মালামাল সরবরাহ করা হয়েছে কিনা—সে বিষয়ে তিনি দায়িত্ব নেননি, বরং জানান তার লাভ বা কমিশন ছিল না। অন্যদিকে, ক্লাবের আসবাবপত্র ক্রয় প্রকল্পের ঠিকাদার “মেসার্স প্রাপ্তী ট্রেডার্স”-এর মালিক রফিকুল ইসলাম জানান, তিনি প্রকল্পটির বিষয়ে কিছু জানেন না এবং পরে জানাবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, এসব অনিয়ম প্রথমে গণমাধ্যমে উঠে এলে এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান ঘটনাটি আমলে নিয়ে সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মতিনকে তদন্তের দায়িত্ব দেন। তদন্তে প্রকল্প বাস্তবায়নে চরম অনিয়ম, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির প্রমাণ মেলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই অনিয়মের সঙ্গে আরও উচ্চপর্যায়ের ব্যক্তি বা কর্মকর্তার সংশ্লিষ্টতা থাকতে পারে, যা আরও বিস্তৃত তদন্তের দাবি রাখে। এলাকাবাসী প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিলকে অবিলম্বে প্রত্যাহার ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের নামে সরকারি অর্থ আত্মসাৎকারী সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, প্রতিবেদন ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করা হয়েছে এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য অপেক্ষমান। এলজিইডির দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান বাস্তবায়ন হলে এমন অনিয়মের পুনরাবৃত্তি অনেকাংশে রোধ করা সম্ভব হবে বলে অভিমত সংশ্লিষ্টদের।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

‎নবাবগঞ্জে রাতের আঁধারে সানজিদা আক্তার নামে এক নারীর উপর হামলা