ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

বোয়ালমারীতে গবাদিপশুর এলএসডি রোগ নিরাময়ে টিকাদান কর্মসূচি


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ১২:২৭

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় ৫ দিনব্যাপী লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় এডিবির (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বরাদ্দের আওতায় ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত এই কর্মসূচি পালন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ।

বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামে কর্মসূচির প্রথম কার্যদিবসে এর উদ্বোধন করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের সার্বিক তদারকি করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি খামারিদের উদ্দেশ্যে এলএসডি ভ্যাকসিনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন এবং তাদের গবাদিপশু পালনে উৎসাহিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী পরিস্থিতি মোকাবিলায় খামারিদের বিভিন্ন পরামর্শ প্রদানের পাশাপাশি এলএসডি রোগ ও তার প্রতিকারে ভ্যাকসিন কার্যক্রমের যাবতীয় দিক তুলে ধরেন। তিনি বলেন, "লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) গবাদিপশুর, বিশেষ করে গরুর, মারাত্মক একটি চর্মরোগ। যা মশা-মাছি বাহিত ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। আক্রান্ত গরুতে তীব্র জ্বর, প্রদাহ, জয়েন্ট ফুলে যাওয়া সহ সারা শরীরে গুটি দেখা যায় এবং পরবর্তীতে তা শরীরে ক্ষত হয়ে যায়। প্রাণী খাদ্য অনিহার কারণে দুর্বল হয়ে আরও অসুস্থ হয়ে পড়ে। যেহেতু রোগটি ভাইরাস দ্বারা সৃষ্ট, সেজন্য প্রতিরোধ ব্যবস্থা হিসাবে ভ্যাকসিনই একমাত্র উপায়।"

তিনি আরও বলেন, রোগটির ভ্যাকসিন সরকারিভাবে প্রাণিসম্পদ অফিসে সরবরাহ না থাকায় বর্তমানে বোয়ালমারী উপজেলা সহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে লাম্পি স্কিন ডিজিজ ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষিতে খামারিদের ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এডিবির তহবিলের সহায়তা নিয়ে বিনামূল্যে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জানা গেছে, ৫ দিনে পাঁচটি কেন্দ্রের মাধ্যমে প্রায় ৬ শতাধিক গরুকে টিকা দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক

সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা