ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বোয়ালমারীতে গবাদিপশুর এলএসডি রোগ নিরাময়ে টিকাদান কর্মসূচি


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ১২:২৭

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় ৫ দিনব্যাপী লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় এডিবির (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বরাদ্দের আওতায় ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত এই কর্মসূচি পালন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ।

বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামে কর্মসূচির প্রথম কার্যদিবসে এর উদ্বোধন করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের সার্বিক তদারকি করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি খামারিদের উদ্দেশ্যে এলএসডি ভ্যাকসিনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন এবং তাদের গবাদিপশু পালনে উৎসাহিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী পরিস্থিতি মোকাবিলায় খামারিদের বিভিন্ন পরামর্শ প্রদানের পাশাপাশি এলএসডি রোগ ও তার প্রতিকারে ভ্যাকসিন কার্যক্রমের যাবতীয় দিক তুলে ধরেন। তিনি বলেন, "লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) গবাদিপশুর, বিশেষ করে গরুর, মারাত্মক একটি চর্মরোগ। যা মশা-মাছি বাহিত ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। আক্রান্ত গরুতে তীব্র জ্বর, প্রদাহ, জয়েন্ট ফুলে যাওয়া সহ সারা শরীরে গুটি দেখা যায় এবং পরবর্তীতে তা শরীরে ক্ষত হয়ে যায়। প্রাণী খাদ্য অনিহার কারণে দুর্বল হয়ে আরও অসুস্থ হয়ে পড়ে। যেহেতু রোগটি ভাইরাস দ্বারা সৃষ্ট, সেজন্য প্রতিরোধ ব্যবস্থা হিসাবে ভ্যাকসিনই একমাত্র উপায়।"

তিনি আরও বলেন, রোগটির ভ্যাকসিন সরকারিভাবে প্রাণিসম্পদ অফিসে সরবরাহ না থাকায় বর্তমানে বোয়ালমারী উপজেলা সহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে লাম্পি স্কিন ডিজিজ ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষিতে খামারিদের ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এডিবির তহবিলের সহায়তা নিয়ে বিনামূল্যে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জানা গেছে, ৫ দিনে পাঁচটি কেন্দ্রের মাধ্যমে প্রায় ৬ শতাধিক গরুকে টিকা দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

লাকসামে লুটপাট-সহিংসতার জুলুম নির্যাতনের বিপক্ষে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

নরসিংদীর শিবপুরে অফিস সহকারীর বাসা থেকে ৫২ লাখ টাকা উদ্ধার

অনলাইন প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, খালাস-২

দুমকীতে মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

টাকার অভাবে অপারেশন করতে পারছেন না ঠাকুরগাঁওয়ের আখতারী বেগম: সহায়তার আবেদন

ঠাকুরগাঁও জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল হকের ইন্তেকাল

রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

সোনারগাঁয়ে বিএনপি নেতা মান্নানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

শালিখায় ২৪টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বরগুনায় হাতুড়ে চিকিৎসায় শিশুর মৃত্যু, অভিযানে ধরা পড়লেন ভুয়া চিকিৎসক

রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

মেহেরপুরের সন্তান ইমরান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপ-কমিটির সদস্য