পঞ্চগড়ে পরকীয়ায় বাধা দেওয়ায় যুবকদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ, আটক ৪
পঞ্চগড়ে পরকীয়ায় বাধা দেওয়ায় যুবকদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন এক নারী। পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার পাঁচ যুবককে ফাঁসাতে একটি কুচক্রী মহলের পরামর্শে এই গণধর্ষণের অভিযোগ আনা হয়েছে বলে স্থানীয়দের দাবি। এই মামলায় পুলিশ চার যুবককে আটক করেছে এবং পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় খলিলুর রহমান, মোছা. আলেয়া বেগম, মনোয়ারা বেগম, রওশনআরা প্রমুখ জানান, সতরং পাড়া এলাকার আইবুল ইসলাম গোয়াল পাড়ায় বাড়ি কিনে ভাড়া দেয়। ওই বাড়িতে রুবেল দম্পতি ভাড়া থাকত। আইবুলের সাথে ওই নারীর অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়। বাড়ির মালিক আইবুল রুবেলকে মারধর করে কয়েক মাস আগে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু রুবেলের স্ত্রী ওই বাড়িতেই অবস্থান করে। পরবর্তীতে আইবুল ও ওই নারীর সম্পর্ক বেপরোয়াভাবে চলতে থাকলে গত জুন মাসের ২২ তারিখে অনৈতিক কাজে স্থানীয় যুবকদের হাতে আইবুলসহ ঐ নারী আটক হন। রাতেই স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেনসহ স্থানীয় ও দলীয় লোকজনকে নিয়ে আপোষ করা হয়। কিন্তু ওই নারীর কোনো অভিযোগ না থাকায়, আইবুল ইসলাম স্থানীয়দের কাছে এবারের মতো ক্ষমা চায়। পরে আইবুল ওই নারীকে জেমজুট এলাকায় ভাড়া বাড়িতে রাখেন। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের দাবি, আইবুলের বিরুদ্ধে কথা বলায় তাকে দিয়ে গণধর্ষণের এমন নাটক মঞ্চস্থ করা হয়েছে। ওই নারীর সাথে সাদেকুল নামে আরেক যুবকের পরকীয়া শুরু হলে, আইবুল তাকে ডেকে মারধর করে। স্থানীয়দের অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের দোসর আইবুল এর আগেও এমন ঘটনা করেছে এবং আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপটে প্রকাশ্যে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করতো। আইবুল সাতমেরা সতরং পাড়া এলাকার মৃত আফিজ উদ্দিনের ছেলে। সেখানে তার স্ত্রী-সন্তানও রয়েছে।
শনিবার (৫ জুন) গণধর্ষণের মামলায় সদর উপজেলার জগদল গোয়াল পাড়া এলাকার জনি ইসলাম, বিপ্লব হোসেন, মোকছেদুল ইসলাম, সাদেকুল ইসলামকে পুলিশ বাড়ি থেকে আটক করে। মামলায় উল্লেখ করা হয়েছে, ৪ জুন ধর্ষণের শিকার ওই নারী ছেলের হঠাৎ ডায়রিয়া হওয়ার কারণে রাত ৮টায় বাবার বাড়ি জগদলের উদ্দেশ্যে বোদা উপজেলার জেমজুট এলাকা থেকে গাড়িতে করে পঞ্চগড়ে আসেন। বৃষ্টির কারণে তিনি আটকে যান। পরে বৃষ্টি থেমে গেলে রাত সোয়া ১০টায় জগদলের অটোতে তিনমাইল পর্যন্ত আসেন। এসময় অটোর পেছন থেকে ফুফাতো ভাই খায়রুল ডাক দিলে, তিনি অটো থেকে নামেন। খয়রুলের অটোতে থাকা ৫-৬ জন যাত্রী তার মুখ চেপে ধরে জোর করে নালার ধারে নিয়ে যায়। ছেলের গলায় চাকু ধরে ভয় দেখিয়ে আসামিরাসহ আরও ২-৩ জন জোরপূর্বক ধর্ষণ করে। অজ্ঞান হয়ে গেলে আসামিরা পালিয়ে যায়। ছেলের কান্নার শব্দ শুনে এক ব্যক্তি জরুরি সেবায় ফোন দিলে, পুলিশ প্রায় রাত একটার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই নারী সদর থানায় গণধর্ষণের মামলা করেন।
জগদল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন দুলু বলেন, আইবুলকে অনৈতিক কাজে আটকের সালিশে তিনিও ছিলেন। এই লোক এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে। স্থানীয় যুবকরা অনৈতিক কাজে আইবুলকে আটক করার কারণে, ওই নারীকে দিয়ে তাদেরকে গণধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে। আইবুলসহ ওই নারীর বাবা তাকে আপোষ করে দেওয়ার কথাও বলেছেন। তিনি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানাচ্ছেন।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. বেলাল হোসেন বলেন, গত কয়েকদিন আগে ওই নারীর সাথে আইবুলকে অনৈতিক কাজে আটক করা হয়। তিনি এসে বিকালে সালিশের কথা বলে, ঘর থেকে বের করে দেন। রাতে স্থানীয় লোকজন ও বিএনপি নেতাদের সহযোগিতায় সালিশ হয়। সালিশে এবারের মতো ক্ষমা চায় আইবুল। তাকে বলা হয়েছিল, এ বাড়িতে থাকতে হলে স্ত্রী-সন্তান নিয়ে থাকতে হবে।
এ বিষয়ে আইবুলের সাথে যোগাযোগ করে তাকে বাড়িতে ও মুঠোফোনেও পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, ঘটনার পর থেকে তাকে এলাকায় দেখা যায় না।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান বলেন, ধর্ষণ মামলায় ৪ জনকে আটক করা হয়েছে এবং মামলাটির সত্য উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
পত্রিকা পরিবেশক শফির পিতার সুস্থ্যতা কামনা
জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামীর যাবজ্জীবন
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
নবীনগরে ডাকাতি হওয়া সারের জাহাজ উদ্ধার
পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ
নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের আটপাড়া উপজেলা পরিদর্শন
অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরাঃ মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা