সিরাজুল ইসলামকে সভাপতি সঞ্জয় সাহাকে সাধারণ সম্পাদক দেখতে চান অনুসারীরা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির আসন্ন কাউন্সিলে সভাপতি প্রার্থী হচ্ছেন এডভোকেট সিরাজুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সঞ্জয় সাহা। দলের তৃণমূল নেতাকর্মীদের কাছে বেশ জনপ্রিয় এই দুই নেতার মধ্যে এডভোকেট সিরাজুল ইসলাম বর্তমানে বোয়ালমারী উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এবং সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। সঞ্জয় সাহা বর্তমানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় বিভিন্ন সূত্রে জানা যায়, দ্বিধা বিভক্ত বোয়ালমারী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন দলের একটি বড় অংশের শীর্ষ নেতা সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী উপজেলা কাউন্সিলে তিনি আর সভাপতি প্রার্থী হতে পারবেন না। যদিও তাকেই বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চেয়েছিলেন এই অংশটির নেতাকর্মীরা। এক্ষেত্রে দলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ নেতা এডভোকেট সিরাজুল ইসলামকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চেয়েছিলেন তারা। কিন্তু খন্দকার নাসিরুল ইসলাম যেহেতু সভাপতি প্রার্থী হতে পারছেন না, সেহেতু এডভোকেট সিরাজুল ইসলামকেই সভাপতি হিসেবে দেখতে চাইছেন বর্তমান আহ্বায়ক খন্দকার নাসিরুল ইসলাম সমর্থিত এই গ্রুপটি। এই অংশের সঞ্জয় সমর্থকরা মনে করেন, এডভোকেট সিরাজুল ইসলাম যেহেতু সভাপতি প্রার্থী হচ্ছেন, সেখানে সাধারণ সম্পাদক পদে সঞ্জয় সাহাই সর্বাধিক উপযুক্ত ও গ্রহণযোগ্য প্রার্থী। তাদের দাবি, সঞ্জয় সাহা বিএনপির দুর্দিনের লড়াকু যোদ্ধা। ১৭ বছরের ফ্যাসিস্ট আমলে তিনি সামনের কাতারে থেকে রাজপথে লড়াই-সংগ্রাম করেছেন এবং অনেক মামলা-হামলার শিকার হয়েছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ উপহার দিয়ে সঞ্জয় সাহার এই ত্যাগ-তিতিক্ষার সঠিক মূল্যায়ন বিএনপির করা উচিত বলে মনে করেন সঞ্জয় ভক্তরা।
নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের একাধিক কর্মী-সমর্থক বলেন, সঞ্জয় সাহা একজন স্বচ্ছ রাজনীতিক ও সুদক্ষ সংগঠক। চৌকস ও সাহসী নেতৃত্বের কারণে তৃণমূল-বিএনপিতে তিনি বেশ জনপ্রিয়। সঞ্জয় সাহা বর্তমানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পালন করলেও মূল দল বিএনপির সমস্ত কর্মকাণ্ডের নেপথ্যের অন্যতম কারিগর তিনি। তার দিক-নির্দেশনা, শলা-পরামর্শ, কায়িকশ্রম আর আর্থিক সহায়তায় পালিত হয় বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির অধিকাংশ রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি। যে কোনো কর্মসূচি সামনে এলেই আগে ডাক পড়ে সঞ্জয় সাহার। আর তিনিও নিজের ব্যবসা-বাণিজ্য, সংসার, সর্বস্ব ত্যাগ করে হাজির হয়ে যান দলীয় হাইকমান্ডের আজ্ঞা বাস্তবায়নের জন্য। সঞ্জয়বিহীন দলীয় কর্মসূচি যেন অকল্পনীয় বিষয়। এ প্রেক্ষিতে সঞ্জয় অনুসারীরা ছাড়াও মাঠ পর্যায়ের নিবেদিতপ্রাণ অধিকাংশ নেতাকর্মীরা মনে করেন সঞ্জয় সাহাকে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক করা হলে তা যেমন হবে সময়োপযোগী সিদ্ধান্ত, তেমনি তার চৌকস নেতৃত্বে দলও হবে আরও অনেক শক্তিশালী।
জানতে চাইলে সঞ্জয় সাহা বলেন, "জীবন বাজি রেখে দলের জন্য কাজ করছি। দল যখন যা চেয়েছে তাই দেওয়ার চেষ্টা করেছি। এখন দলের কাছেও আমার চাওয়া-পাওয়ার কিছু থাকতে পারে। বোয়ালমারী উপজেলা বিএনপির আগামী কাউন্সিলে আমি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা পোষণ করছি। বাকিটা নেতাকর্মীদের আন্তরিকতা ও ভালোবাসার উপর নির্ভরশীল।" দৃষ্টি আকর্ষণ করা হলে এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, "দলের জন্য কী করেছি সেটা দলের লোকজনই ভালো বলতে পারবে। আমার মুখ থেকে বলার কিছু নেই। ভেবেছিলাম খন্দকার নাসির ভাই বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব নেবেন। কিন্তু তিনি অনুজদের জন্য ছাড় দিয়েছেন। তাই নেতাকর্মীদের অনুরোধে আমাকে সভাপতি প্রার্থী হতে হচ্ছে। আশা করছি দল আমাকে যথাযথ মূল্যায়ন দেবে।" ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এ বিষয়ে বলেন, "আমি রাজপথের নেতা। যুদ্ধ করতে করতেই আজ এ পর্যায়ে পৌঁছেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার প্রাণের সংগঠন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি দলের কাছে মনোনয়ন চেয়েছি। দল আমাকে আশ্বাসও দিয়েছে। সে কারণে উপজেলা পর্যায়ে দলীয় অনুজদের জন্য ছাড় দিয়েছি। এখন দলীয় নেতাকর্মীরা যাকে যোগ্য, উপযুক্ত মনে করেন তাকে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। এক্ষেত্রে জ্যেষ্ঠদের হস্তক্ষেপ করা উচিত হবে না বলে আমি মনে করি।"
এমএসএম / এমএসএম
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ