ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া, ঘুষ ছাড়া নড়েনা ফাইল


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ১:৩৬

আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সেবা পেতে ভোগান্তির শেষ নেই বলে অভিযোগ করেছেন আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির একাধিক সদস্য। এই ভোগান্তি থেকে রক্ষা পেতে এবং জনগণের স্বার্থে গত ১৭ জুন থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের পর সাব-রেজিস্ট্রারের দুর্নীতি থেকে পরিত্রাণ পেতে কলম বিরতি চলমান রয়েছে বলে একাধিক দায়িত্বশীল দলিল লেখক তাদের অভিমত জানিয়েছেন।

এদিকে, ঘটনার সূত্র অনুসন্ধানে জানা যায়, গত ২৩ মার্চ ২০২৫ তারিখে আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে যোগদান করেন খায়রুল বাশার ভূঁইয়া। যোগদানের পর সরকার নির্ধারিত দলিল নিবন্ধনের ফি আদায় করতে গেলে কয়েকজন দলিল লেখকের সঙ্গে তার মতের পার্থক্য দেখা দেয়। কর্মকর্তাদের ভাষ্যমতে, সেই মতের পার্থক্য থেকেই আন্দোলনের সূত্রপাত ঘটে। তবে আশুলিয়ায় স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাব-রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে দলিল লেখকদের কর্মবিরতিতে সেবাগ্রহীতাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

দীর্ঘ এক মাস ধরে এমন অচলাবস্থা চললেও সমাধানের উদ্যোগ নেননি কেউ। এই বিষয়ে দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন বলেন, "সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া এর অনিয়ম, দুর্নীতি, ফাইল আটকে রেখে সরকারি ফিস ছাড়াও নিজের চাহিদা মোতাবেক টাকা আদায় করাসহ অন্যায় কাজের প্রতিবাদে জনস্বার্থে ভূমিকা চলমান।" তিনি আরও বলেন, "সাব-রেজিস্ট্রার আমাদের সঙ্গে তুচ্ছতাচ্ছিল্য ও অসম্মান করে কথা বলেন। তিনি ঘুষ ছাড়া কোনো দলিল করতে চান না। সে কারণে আমরা তার পদত্যাগের দাবি জানিয়েছি। এছাড়া জেলা সাব-রেজিস্ট্রারের অফিসসহ বিভিন্নস্থানে স্মারকলিপি দিয়েছি।" আলমগীর হোসেন আরও জানান, তার অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করাতে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার স্বার্থে তিনি বিভিন্ন ট্যাগ লাগানোর অপচেষ্টাও চালিয়ে যাচ্ছেন দলিল লেখক কল্যাণ সমিতির অনেকের বিরুদ্ধে।

দলিল লেখক সমিতির সাবেক সহ-সভাপতি মোঃ মোতালেব হোসেন বলেন, "সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া সরকারি রাজস্ব আদায়ের পাশাপাশি নিজের রাজস্বটুকু বুঝে নেন সেবা গ্রহীতাদের কাছ থেকে।" তিনি আরও বলেন, "দলিল প্রতি ২, ৫, ১০ এমনকি ২৩ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগও আছে।" তার নিজের দলিলের ঘোষণাপত্র সংশোধনের জন্য আড়াই লক্ষ টাকা দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি।

দলিল লেখক কল্যাণ কমিটির সদস্য আনোয়ার হোসেন জসিম বলেন, "আমার দলিল লেখক জীবনের বিগত ৩৩ বছরে এমন দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার পাইনি।" দলিল লেখক কল্যাণ সমিতির সদস্য মোবারক হোসেন এবং দিলবার হোসেন সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিষয়ে অভিযোগ করেন এবং দ্রুত তাকে এই কর্মস্থল থেকে অপসারণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে অভিমত প্রকাশ করেন।

এ বিষয়ে সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়াকে জানতে চাইলে তিনি বলেন, "একটি পক্ষ, অর্থাৎ দলিল লেখকদের একটি অংশ, অনৈতিক সুবিধা না দেওয়ায় আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে আন্দোলন করছে।"

ভুক্তভোগী ও সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা বলেন, দলিল লেখকরা সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়ার পদত্যাগের দাবিতে গত ১৭ জুন থেকে কর্মবিরতি পালন করছেন। কেউ যদি দলিল নিবন্ধন করতে আসেন, আন্দোলনকারীরা কার্যক্রম বন্ধ রয়েছে বলে তাদের ফিরিয়ে দেন। তবে কেউ যদি অন্য স্থান থেকে দলিল লিখে নিয়ে আসেন, এতে আন্দোলনকারীরা তাদের ওপর চড়াও হন এবং বাধা দেন।

ভুক্তভোগী কলেজ শিক্ষক আলতাব হোসেন ঢাকা বলেন, সাভার সেন্ট্রাল মডেল কলেজের নামে হোসেন আলী নামে অপর এক ব্যক্তি ১০ শতাংশ জমি দান করবেন। সেই জমির দলিল করার জন্য সপ্তাহখানেক আগে আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে গিয়েছিলাম। তখন দলিল লেখকরা বলেন কার্যক্রম বন্ধ আছে। পরে সাব-রেজিস্ট্রারের সঙ্গে দেখা করলে তিনি অন্যস্থান থেকে দলিল লিখে নিয়ে আসতে বলেন। এরপর সাভার থেকে দলিল লিখে এনে নিবন্ধনের কাজ সম্পূর্ণ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে গত ২৩ জুন আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে বন্ধকী দলিল করতে এসে আন্দোলনকারীদের মারধরের শিকার হয়েছেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আমির হোসেন।

তবে আন্দোলনকারীদের দাবি, আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসের সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়ার স্বেচ্ছাচারিতা, অসম্মান করে কথা বলা এবং তুচ্ছতাচ্ছিল্য করাসহ দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা কর্মবিরতি পালন করছেন।

এ বিষয়ে সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া বলেন, "আমি সরকার নির্ধারিত ফি আদায়সহ নিয়মের মধ্যেই সবকিছু করছি। যারা আন্দোলন করছে, তাদের কাছে আমি অনুরোধ করে বলেছি আমার বিরুদ্ধে অন্তত একটি অভিযোগ প্রমাণ করুক। অনেকেই ভুল বুঝতে পেরে আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে। এছাড়া কেউ দলিল লিখে নিয়ে আসলে তার দলিল নিবন্ধন করা হচ্ছে।"

এমএসএম / এমএসএম

বছরের শেষের সাপ্তাহে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে, হোটেল-মোটেল প্রায় পূর্ণ

রায়পুরে অবৈধ ভাবে রায়পুরে অবৈধ ভাবে মাটি কাটায় অর্থদন্ড

রাবিতে মৎস্য শিক্ষায় উদ্ভাবন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, রায়গঞ্জে জনগণের আস্থায় এসিল্যান্ড মাসুদ রানা

দীপু দাসকে হত্যা ও আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জ বিআরটিএ যেন ঘুষ-দুর্নীতির আখড়া!

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক

আত্রাইয়ের শুঁটকি বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়

অভয়নগরে নির্জন মাঠে মৎস্য ঘেরের পাড় থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

দারুস সুন্নাহ মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ইটভাটা উচ্ছেদ