ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

মানিকগঞ্জে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গ্রামীণ ব্যাংকের স্টাফদের গণবদলি


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬-৯-২০২১ বিকাল ৫:৩৪

মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসের ম্যানেজার নুর মোহাম্মদের বিরুদ্ধে ওই অফিসের কাজের বুয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থেকে জোনাল ম্যানেজার নুর মোহাম্মদ অফিসের স্টাফদের মিথ্যা সাক্ষী ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বলেন। কিন্তু স্টাফরা মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় তাদের ওপর ক্ষিপ্ত হয়ে গণবদলি শুরু করেছেন ম্যানেজার নুর মোহাম্মদ। ঘটনার এক মাস পার হওয়ার আগেই ইতোমধ্যে জোনাল ম্যানেজারের গাড়িচালক শেখ আহম্মেদ আলী, পিয়ন জয়নুদ্দিন ও জোন প্রতিনিধি শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই অফিসের একাধিক স্টাফ জানান, গত ২০ আগস্ট গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসের কাজের বুয়াকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে জোনাল ম্যানেজার অফিসের প্রত্যেক স্টাফকে হুমকি দিয়ে বলেছেন, এ বিষয়ে আর কেউ টুশব্দ করলে সবাইকে বদলি করে খাগড়াছড়ি পাঠানো হবে। তাই অন্য স্টাফরাও বদলি আতঙ্কে রয়েছেন।

ওই জোনাল ম্যানেজারের বিষয়ে স্টাফরা আরো জানান, তিনি একজন নারীলোভী ও চরিত্রহীন লম্পট প্রকৃতির লোক। তার কাছে যুবতী আর বয়স্ক নারী নেই; সুযোগ পেলে বয়স্ক নারীরাও তার হাত থেকে রেহাই পায় না। তার পূর্বের কর্মস্থল সিরাজগঞ্জ সদর এরিয়ার এক নারী শাখা ব্যবস্থাপককে ধর্ষণচেষ্টার সময় জনগণের হাতে পাকড়াও হয়। এ ঘটনায় তাকে স্ট্যান্ড রিলিজ করে যশোর জোনে বদলি করা হয়। কিন্তু যশোরে গিয়েও সেই একই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। চৌগাছায় এক নারী সহকর্মীর সাথে অনৈতিক কাজের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ বিষয়ে জোনাল ম্যানেজারের সদ্য বদলিকৃত ড্রাইভার আহম্মেদ আলী শেখ বলেন, ঘটনাটি ঘটেছিল শুক্রবার। রোবার অফিসে আসার পর কাজের বুয়া হাউমাউ করে কান্না করতে করতে জানায় ম্যানেজার তাকে ধর্ষণ করেছে। তখন আমরা অফিসের বেশ কয়েকজন স্টাফ বিষয়টি জানতে পারি। এর আগে আমি ফরিদপুরে বদলি হওয়ার জন্য আবেদন করেছিলাম। কিন্ত আমাকে বদলি করা হয়েছে ঝিনাইদহে। এটা ম্যানেজারের ব্যক্তিগত আক্রোশ কি-না আমি জানি না। তবে ব্যক্তিগত আক্রোশ থাকতেও পারে।

গ্রামীণ ব্যাংকের জোন প্রতিনিধি শহিদুল ইসলাম বলেন, জোনাল ম্যানেজার নিজের অপকর্ম ঢাকতে আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে বদলি করছেন। অফিসের কাজের বুয়াকে ধর্ষণ করলে তা ভিন্নখাতে প্রবাহিত করতে আমাদের মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেন। আমরা মিথ্যা সাক্ষী না দেয়ার কারণে আমাদের অন্যায়ভাবে বদলি করছেন তিনি। আমি শুনেছি তিনি সিরাজগঞ্জে থাকাকালীন সেখানেও অফিসের এক নারী স্টাফের সাথে অনৈতিক কার্যকলাপ করেছিলেন। 

এ বিষয়ে অভিযুক্ত জোনাল ম্যানেজার নুর মোহাম্মদ জানান, অফিসের কিছু স্টাফ তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে কাজের বুয়াকে দিয়ে থানায় ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেছে। সিরাজগঞ্জের যে ঘটনা শুনছেন তা সম্পূর্ণ মিথ্যা। আর স্টাফ বদলির বিষয়েও তার কোনো হাত নেই। প্রধান কার্যালয়ের নির্দেশে স্টাফদের বদলি করা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোসলেম উদ্দিন বলেন, জোনাল ম্যানেজারের বদলি করার কোনো নিয়ম নেই। অফিসিয়াল সিস্টেম অনুযায়ী স্টাফদের বদলি করা হয়। গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি রয়েছে। এ কারণে তিন বছর পরপর সবাইকে নিয়ম অনুযায়ী বদলি করা হয়। নারী কেলেঙ্কারির ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো ঘটনা। ওই অফিসের একজন কর্মচারী ব্যক্তিস্বার্থে ওই মহিলাকে দিয়ে মিথ্যা ধর্ষণের নাটক সাজিয়েছে।

এমএসএম / জামান

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন

বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা

মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ

রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি

জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু