ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

প্রধানমন্ত্রীর তহবিলের ৫ লাখ টাকা পেলেন কয়রার প্রবীণ আওয়ামী লীগ নেতা বারী সানা


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৬-৯-২০২১ রাত ৮:৫৩

চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতার ৫ ল‍াখ টাকার চেক পেলেন খুলনার কয়রার প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আ. বারী সানা। গত মঙ্গলবার দুপুরে কয়রা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থি‍তিতে অসুস্থ প্রবীণ আওয়ামী লীগ নেতা রারী সানার হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু।

দীর্ঘদিন অসুস্থ প্রবীণ আওয়ামী লীগ নেতা বারী সানার অসুস্থতার বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে অবগত করায় তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার আবেদন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু। তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বারী সানার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রথমে ছাত্রলীগ ও যুবলীগ ‍এবং বর্তমানে মহারাজপুরের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে বারী সানা দীর্ঘ ৪০ বছর দায়িত্ব পালন করছেন। গত কয়েক বছর ধরে অসুস্থ তিনি। অর্থ সঙ্কট ‍আর অবহেলা-অনাদরেই দিনাতিপাত করছিলেন। তিনি লিভার জটিলতাসহ অন্যান্য রোগে আক্রান্ত হন।

এক সময়ে অনর্গল যিনি বক্তব্য দিতেন এখন তিনি অসুস্থতার কারণে স্পষ্টভাবে কথা বলতে পারেন না। হুইলচেয়ার ছাড়া চলাফেরাও করতে পারেন না। তারপরও হুইলচেয়ারে করে একটু সুস্থ হলেই চলে যান আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে। তার অসুস্থতার কেউ খোঁজ রাখেননি। অবশেষে একসময়কার অসম সাহসী বঙ্গবন্ধু পরিবারের জন্য আন্দোলন সংগ্রাম করা প্রবীণ রাজনৈতিক নেতার পাশে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বারী সানার মতো সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী নেতার পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অনেকে এই খবরে চতুর্থবারের মতো দায়িত্ব নেয়া সরকারপ্রধানকে সাধুবাদ জানিয়েছেন।

অসুস্থ আওয়ামী লীগের প্রবীণ নেতা আ. বারী সানা অনুদানর চেক গ্রহণের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে খুশিতে আপ্লুত হয়ে বলেন, জীবনের শেষ প্রান্তে এসে প্রধানমন্ত্রীর অনুদান স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে পেয়ে আমি আনন্দিত। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি যেন তার সেবার মাধ্যমে বাংলার প্রতিটি ঘরকে সুখ ও সমৃদ্ধিতে ভরে তুলতে পারেন আল্লাহর কাছে সেই কামনা করছি।

চেক বিতরণকালে কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসিন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুর রহমান রিপন, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরফুদ্দিন আহমেদ বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. কেরামত আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. শেখ শহীদুল্লাহ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খায়রুল ইসলাম ও জেলা আওয়ামী লীগ নেতা মো. মনিরুল ইসলাম, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাত, জেলা ছাত্রলীগ সভাপতি মো. পারভেজ হাওলাদার।

বক্তব্য রাখেন- কয়রা  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পার, যুগ্ম-সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রনেতা এসএম বাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক  মহারাজপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ আব্দুল্লাহ আল মাহমুদ, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ কবি শামসুর রহমান, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ সরদার নুরুল ইসলাম, বাগালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ আব্দুস সামাদ গাজী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আমাদী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো. জিয়াউর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও মহেশ্বরীপুর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী প্রভাষক শাহনেওয়াজ শিকারি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক বাদল প্রমুখ।

এমএসএম / জামান

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা