চলছে লড়াই, জমজমাট প্রচারণায় ব্যস্ত প্রার্থী-সমর্থকরা
আসন্ন আগামী ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনে জয়ের লড়াইয়ে প্রচারনায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকেরা।নির্বাচনের বাকি আর মাত্র দুই দিন। নির্বাচনী প্রচারণা এখন জমজমাট খুলনা কয়রা উপজেলা।উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন ভোট প্রার্থীরা।প্রার্থীরা ব্যাপক গণসংযোগ চালিয়ে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।বিগত নির্বাচনগুলোর চাইতে এবার একটু বেশিই বাজছে নির্বাচনের ঢোল। ভোটের মাঠে হরেক রকমের সুর। স্লোগানে মিলছে ছড়ার ছন্দ। পরিচিত গানের কলি কানে ভাসছে ‘নির্বাচনের সুরে’। বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত উপজেলার অলি-গলিতে মাইকে ভেসে আসছে ছন্দময় স্লোগান বিভিন্ন প্রার্থীর পক্ষে।
ভোট সংগ্রহে মাঠে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। প্রার্থীরা তাদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে আগামী নির্বাচনে জয়ের লড়াইয়ে মাঠে সকাল থেকে কাজ করে চলছে। চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা শেষবারের মতো ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।এক প্রার্থী অপর প্রার্থী বিভিন্ন সমালোচনা ও দোষ ট্রুটি বলে ভোটারের মন জয় করতে মাঠে রীতিমতো লড়াই করে চলেছেন নির্বাচনে জয়ী হওয়া লক্ষে। বিভিন্ন ইউনিয়নে প্রার্থীদের সমর্থিত লোকজন ও অপর প্রার্থীর লোকদের মধ্যে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাও ঘটেছে।
স্থানীয় ভোটার গণ জনপ্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বদ্ধি প্রার্থীদের নিয়ে চুলচেলা বিশ্লেষণ করছেন। সুষ্টু ভোট নিয়ে ও আছে ভোটারদের মাঝে নানা আলোচনা সমালোচনা। এদিকে প্রতিনিদি পাল্টা পাল্টি পাহাড় জমছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা রিটানিং কর্মকর্তার দফতরে।
সরেজমিন উপজেলা বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, রাস্তা-ঘাট, হাট-বাজারসহ বিভিন্ন স্থান পোস্টারে ছেয়ে গেছে। এবার কয়রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি কোন দলীয় দেইনি। তাই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী,সতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠে প্রচারণায় ব্যস্ত রয়েছেন। প্রত্যেক প্রার্থী নিজেকে সৎ, নিষ্ঠাবান, যোগ্য, দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে সামাজিক উন্নয়ন করে চলেছেন দাবি করে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা বিভিন্ন পথসভা,বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রার্থীরা বেশ কয়েকটি ঝুকিপূর্ণ কেন্দ্রে ভোটগ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
আওয়ামী লীগ মনোনীত কয়রা সদরের নৌকার চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম প্রচারণায় আওয়ামী লীগ সরকার আমলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন।ছাত্র রাজনীতি থেকে আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদের আসার দীর্ষ অভিজ্ঞতা কাজে লাগিয়ে সকলকে সাথে নিয়ে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছেন এবং তিনি আশা বাদি আগামী ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনে জনগণের ভোটে নৌকা প্রতীক বিজয়ী হবেন।
অন্যদিক কয়রা সদরে ইউপি নির্বাচনে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবিন তার পক্ষে তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
মহেশ্বরীর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদ্য বহিষ্কৃত উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিজয় কুমার সরদার বলেন, নির্বাচন সুষ্ঠু হলে তার আনারস প্রতীক জয়লাভ করবে। তিনি মনোয়নয়ন চেয়েছিলেন কিন্তু দল তাকে মনোনয়ন দেন নি।জনগণ চেয়েছে বলে তিনি নির্বাচন করছেন আর জনগণ তাকে ভোটে জয়ী করবেন বলে তিনি আশাবাদী।
আমাদী ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিয়ায়ুর রহমান জুয়েল বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা নৌকাকেই জয়ী করবেন।
দক্ষিণ বেদকাশি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছের আলী অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণা করতে গিয়ে প্রতিনিয়ত তার সমর্থক-কর্মীরা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কবি শামছুর রহমানের কর্মী-সমর্থকদের দ্বারা বাধা ও হামলার শিকার হচ্ছেন। ভোটাররা ভোট অধিকার প্রয়োগ করতে পারলে ও যদি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়,তবে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন এই প্রার্থী। এদিকে অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) ও বর্তমান চেয়ারম্যান কবি শামছুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী আছের আলীর কোনো সমর্থক-কর্মীদেরকে প্রচার-প্রচারণায় আমার সমর্থক-কর্মীরা বাধা দেয়নি।এসব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। তারাই বরং নৌকার প্রচারণায় বাধা দিচ্ছেন।আমি এ ব্যাপারে লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলন করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হযরত আলী জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১১ এপ্রিল ও ২১ জুন নির্বাচন স্থগিত করা হয়। উপজেলার ৭টি ইউনিয়নে ৬৩টি ওয়ার্ডের ৬৫টি ভোট কেন্দ্রে প্রথম ধাপে আগামী ২০ সেপ্টেম্বর (সোমবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১৬৩৩১৩। ভোট সুষ্টু, অবাধ ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)