মামলার একমাসেও আটক নেই, চেষ্টা করছে পুলিশ
চট্টগ্রামের সন্দ্বীপে চাঁদা না পেয়ে হত্যার উদ্দেশ্যে হামলা ও মামলার একমাস হলেও এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এই ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। সমোলোচনার মুখে পড়ছে আইন শৃঙ্খলাবাহিনী। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করছে নাকি সন্ত্রাসীদের পুষছে তা নিয়েও সন্দেহ করছেন স্থানীয়রা। তবে পুলিশ বলছে আসামী আটকের চেষ্টা অব্যাহত আছে।
এবিষয়ে স্বন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম শফিকুল আলম চৌধুরী বলেন, ঘটনার পরপর আসামীরা গা ঢাকা দিয়েছে, আটকের জন্য আমরা আমাদের মতো চেষ্টা করছি। আমাদের অভিযান অব্যাহত আছে, আসামীর লোকেশন পেলে যেকোন সময় আটক হতে পারে।
জানা যায়, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একজন ঠিকাদারকে অপহরণ, মারধর, চাঁদা দাবি এবং মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িতদের মধ্যে ৬ জনের নামসহ অজ্ঞাত ১৫-১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
ওই সময়ে ঘটনার নিন্দা জানান চট্টগ্রামের একাধিক সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি। গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি বলেন, মুন্না ঠিকাদারি ব্যবসার অনেক আগে থেকেই সাংবাদিকতার সাথে জড়িত, চট্টগ্রামে তার একটা নিউজ পোর্টাল ছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে তার পোর্টাল বন্ধ করে দেয়া হয়। তার উপর এ ধরনের ন্যক্কারজনক হামলা দুঃখজনক। যে সকল সন্ত্রাসী এ ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতে ইসলামী ‘ র আমির আলাউদ্দীন সিকদার বলেন, সন্দ্বীপে শুধু মাত্র মুন্না ‘ র হামলা ছাড়াও প্রতিদিন আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হচ্ছে। আইন শৃংখলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। প্রসাশন এর দায় এড়াতে পারে না। মুন্নার উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, মুছাপুর ধামে একজন তরুণ উদ্যোক্তা ও বিদ্যুৎ বিভাগের ঠিকাদার মিলাদ উদ্দিন মুন্নাকে আটকে রেখে তার উপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রশাসনের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি, এই ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।
সন্দ্বীপ থানার ওসি এ.কে.এম শফিকুল আলম চৌধুরীও তখন বলেছিলেন, “ঘটনার পরপরই মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মিলাদ উদ্দিন মুন্না একজন লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদার হিসেবে পিডিবির বিভিন্ন প্রকল্পে কাজ করছেন। তিনি গত ২৭ জুন চট্টগ্রাম থেকে সন্দ্বীপে এসে অফিসিয়াল কার্যক্রম শেষে বিকেল ৬টার দিকে সেনেরহাট তিন রাস্তার মোড়ে পৌঁছালে ১৫-২০টি মোটরসাইকেলযোগে একদল সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। অভিযুক্তরা হলেন যুবদল নেতা আবদুল করিম, মো. জুয়েল, দিদারুল আলম জিল্লু, মঈনুল শুভ, যুবলীগ নেতা শাহদাত হোসেন, আলতাফ।
দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার মোটরসাইকেল গতিরোধ করে এবং জোরপূর্বক তাকে অপহরণ করে মুছাপুর ধামের মাস্টারপাড়া স্কুলের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে নির্মমভাবে মারধর করা হয়। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর ২টি মোবাইল ফোন, নগদ ৮১ হাজার টাকা, ৭টি ব্যাংক কার্ড, “জেড.টি.আই কর্পোরেশন” এর ৬টি স্বাক্ষরবিহীন চেক, ৩টি ব্যবসায়িক চেক ও একটি হাতব্যাগসহ মূল্যবান জিনিষপত্র ছিনিয়ে নেয়। এই ঘটনায় ২৮ জুন স্বন্দ্বীপ থানায় মামলা রুজু হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন।
এমএসএম / এমএসএম
বছরের শেষের সাপ্তাহে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে, হোটেল-মোটেল প্রায় পূর্ণ
রায়পুরে অবৈধ ভাবে রায়পুরে অবৈধ ভাবে মাটি কাটায় অর্থদন্ড
রাবিতে মৎস্য শিক্ষায় উদ্ভাবন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, রায়গঞ্জে জনগণের আস্থায় এসিল্যান্ড মাসুদ রানা
দীপু দাসকে হত্যা ও আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মানিকগঞ্জ বিআরটিএ যেন ঘুষ-দুর্নীতির আখড়া!
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের মনোনয়নপত্র সংগ্রহ
বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক
আত্রাইয়ের শুঁটকি বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়
অভয়নগরে নির্জন মাঠে মৎস্য ঘেরের পাড় থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
দারুস সুন্নাহ মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ