রেলের চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অবৈধ দখলদারের স্থাপনা উচ্ছেদের জন্য ৮০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ ওঠেছে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যার বিরুদ্ধে। এবিষয়ে সম্প্রতি পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ও প্রধান ভূসম্পত্তি কর্মকর্তার (সিইও) বরাবরে লিখিত অভিযোগ করেছেন রেলের পরিচ্ছন্নতাকর্মী সুশীল দেবনাথ।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, রেলের পরিচ্ছন্নতাকর্মী সুশীল দেবনাথ ওর্য়ালেস কলোনীর ৭ নং লেইনে তার সরকারী বরাদ্দের বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন। কতিপয় অবৈধ দখলদার ওই এলাকার বিভিন্ন জায়গা দখল করে অবৈধ স্থাপণা নির্মাণের পাশাপাশি তার বাসার লাগোয় জায়গাটি দখল করে নেয়। এমনকি বাসার দরজা পর্যন্ত ব্লক করে দেয়। এতে করে তার চলাচলে নানা অসুবিধা সৃষ্টি হয়। ফলে অবৈধ বাসার সাথে লাগোয়া ঘরটি উচ্ছেদের জন্য বিগদ ২০২১ লালে তৎকালীন বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুব করিমের (বর্তমানে প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা/পূর্ব) কাছে একাধিকবার ধর্ণা দেন। ওই সময়ে উচ্ছেদের নোটিশ জারী হলেও ডিইও’র বদলীজনিত কারনে আর উচ্ছেদ করা হয়নি।
দীর্ঘদিন ম্যাজিস্ট্রেট সংকটের পর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) হিসেবে যোগ দেন দীপংকর তঞ্চঙ্গ্যা। উচ্ছেদের বিষয়ে আবারো তিনি যোগাযোগ করেন ডিইও’র সাথে। এক আদেশে জমিটি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিতে দপ্তরের আমীন আব্দুস সালাম ও কানুনগো মানিরুল ইসলামকে নির্দেশ দেন বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা। গতবছরের ১৩ মে আমীন ও কানুনগো তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে উচ্ছেদের বিষয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খরচাপাতির জন্য টাকা দাবী করেন। টাকা না দেয়ার কারনে আগে উচ্ছেদ হয়নি জানিয়ে এবারও পারবে না বলে জানিয়ে দেন।
পরে উচ্ছেদের জন্য লেবার, পুলিশ, আরএনবি ও অন্যান্য কর্মচারীদের দিতে হবে বলে ৫০ হাজার টাকা দাবি করেন। প্রথম দফায় ৫০ হাজার টাকা নিয়ে গতবছরের ২৮ মে অবৈধ দখলদার ও বাদীকে শুনানির নোটিশ দেন ডিইও। যথাসময়ে বাদী উপস্থিত হলেও আসেনি দখলদার শাবানা আক্তার। পরে একই বছরের ২৪ সেপ্টেম্বর উচ্ছেদ প্রোগ্রাম বাস্তবায়নের জন্য নোটিশ দিয়েও আর উচ্ছেদ না করে আবারো টাকা দাবী করে। উচ্ছেদ চালানোর খরচ বাবদ আবারো ৩০ হাজার টাকা ঘুষ নেন ডিইও। এরপর একই বছরের ৪ ডিসেম্বর উচ্ছেদ চালানোর জন্য নোটিশ দিয়ে ঘটনাস্থলে গিয়েও উচ্ছেদ না করে ফেরত আসেন এই বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা।
এবিষয়ে অভিযোগকারী সুশীল দেব নাথ বলেন, ”অবৈধ দখলদাররা আমার বাসার দরজা পর্যন্ত দখল করে রেখেছে। আমি এই বাসায় আসার পর থেকে ভূসম্পত্তি অফিসের মাধ্যমে অনেকবার চেষ্টা করেছি উচ্ছেদ করার জন্য। বর্তমান চিফ এস্টেট অফিসার (সিইও) মাহবুব উল করিম স্যার যখন ডিইও ছিল তখনও চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ফলে অনেক কষ্ট হলেও ঘুষ দিতে বাধ্য হয়েছি। কিন্তু ঘুষ নিয়ে কাজ না করার বিষয়টি মেনে নিতে পারছিনা। আমি ডিইও স্যারকে কল দিলে ফোন ধরেনা, কোন কথা বলেনা। কাজ না করলে টাকাগুলোতো ফেরত দিবে, তাও দিচ্ছে না। তাই বাধ্য হয়েই লিখিত অভিযোগ দিয়েছি। ”
এব্যপারে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) ও সিনিয়র সহকারী সচিব দীপংকর তঞ্চঙ্গ্যা কোন মন্তব্য করেননি।
এব্যপারে জানতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা (সিইও) মাহবুবউল করিমের মোবাইলে একাধিকবার কল দিলেও রসিভি না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম

নবীনগরে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল

বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি- শহিদুল ইসলাম বাবুল

জয়দেবপুর জংশনে শহীদ মুগ্ধর স্মরণে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন

ভূরুঙ্গামারীতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিজয় র্যালি

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল

রেলের চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে উলিপুরে বিএনপির বিজয় র্যালী ও সমাবেশ

র্যাবের অভিযানে রায়পুরায় ২ হাজার ৯শত ৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে

জেলা বিএনপির নির্দেশে বিজয় মিছিলে, দ্বন্দ ভুলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালী
