ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

রেলের চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৫-৮-২০২৫ দুপুর ৩:২৫

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অবৈধ দখলদারের স্থাপনা উচ্ছেদের জন্য ৮০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ ওঠেছে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যার বিরুদ্ধে। এবিষয়ে সম্প্রতি পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ও প্রধান ভূসম্পত্তি কর্মকর্তার (সিইও) বরাবরে লিখিত অভিযোগ করেছেন রেলের পরিচ্ছন্নতাকর্মী সুশীল দেবনাথ।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, রেলের পরিচ্ছন্নতাকর্মী সুশীল দেবনাথ ওর্য়ালেস কলোনীর ৭ নং লেইনে তার সরকারী বরাদ্দের বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন। কতিপয় অবৈধ দখলদার ওই এলাকার বিভিন্ন জায়গা দখল করে অবৈধ স্থাপণা নির্মাণের পাশাপাশি তার বাসার লাগোয় জায়গাটি দখল করে নেয়। এমনকি বাসার দরজা পর্যন্ত ব্লক করে দেয়। এতে করে তার চলাচলে নানা অসুবিধা সৃষ্টি হয়।  ফলে অবৈধ বাসার সাথে লাগোয়া ঘরটি উচ্ছেদের জন্য বিগদ ২০২১ লালে তৎকালীন বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুব করিমের (বর্তমানে প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা/পূর্ব) কাছে একাধিকবার ধর্ণা দেন। ওই সময়ে উচ্ছেদের নোটিশ জারী হলেও ডিইও’র বদলীজনিত কারনে আর উচ্ছেদ করা হয়নি। 
দীর্ঘদিন ম্যাজিস্ট্রেট সংকটের পর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) হিসেবে যোগ দেন দীপংকর তঞ্চঙ্গ্যা। উচ্ছেদের বিষয়ে আবারো তিনি যোগাযোগ করেন ডিইও’র সাথে। এক আদেশে জমিটি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিতে দপ্তরের আমীন আব্দুস সালাম ও কানুনগো মানিরুল ইসলামকে নির্দেশ দেন বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা। গতবছরের ১৩ মে আমীন ও কানুনগো তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে উচ্ছেদের বিষয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খরচাপাতির জন্য টাকা দাবী করেন। টাকা না দেয়ার কারনে আগে উচ্ছেদ হয়নি জানিয়ে এবারও পারবে না বলে জানিয়ে দেন। 
পরে উচ্ছেদের জন্য লেবার, পুলিশ, আরএনবি ও অন্যান্য কর্মচারীদের দিতে হবে বলে ৫০ হাজার টাকা দাবি করেন। প্রথম দফায় ৫০ হাজার টাকা নিয়ে গতবছরের ২৮ মে অবৈধ দখলদার ও বাদীকে শুনানির নোটিশ দেন ডিইও। যথাসময়ে বাদী উপস্থিত হলেও আসেনি দখলদার শাবানা আক্তার। পরে একই বছরের ২৪ সেপ্টেম্বর উচ্ছেদ প্রোগ্রাম বাস্তবায়নের জন্য নোটিশ দিয়েও আর উচ্ছেদ না করে আবারো টাকা দাবী করে। উচ্ছেদ চালানোর খরচ বাবদ আবারো ৩০ হাজার টাকা ঘুষ নেন ডিইও।  এরপর একই বছরের ৪ ডিসেম্বর উচ্ছেদ চালানোর জন্য নোটিশ দিয়ে ঘটনাস্থলে গিয়েও উচ্ছেদ না করে ফেরত আসেন এই বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা।
এবিষয়ে অভিযোগকারী সুশীল দেব নাথ বলেন, ”অবৈধ দখলদাররা আমার বাসার দরজা পর্যন্ত দখল করে রেখেছে। আমি এই বাসায় আসার পর থেকে ভূসম্পত্তি অফিসের মাধ্যমে অনেকবার চেষ্টা করেছি উচ্ছেদ করার জন্য। বর্তমান চিফ এস্টেট অফিসার (সিইও) মাহবুব উল করিম স্যার যখন ডিইও ছিল তখনও চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ফলে অনেক কষ্ট হলেও ঘুষ দিতে বাধ্য হয়েছি। কিন্তু ঘুষ নিয়ে কাজ না করার বিষয়টি মেনে নিতে পারছিনা। আমি ডিইও স্যারকে কল দিলে ফোন ধরেনা, কোন কথা বলেনা। কাজ না করলে টাকাগুলোতো ফেরত দিবে, তাও দিচ্ছে না। তাই বাধ্য হয়েই লিখিত অভিযোগ দিয়েছি। ”
এব্যপারে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) ও সিনিয়র সহকারী সচিব দীপংকর তঞ্চঙ্গ্যা কোন মন্তব্য করেননি।
এব্যপারে জানতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা (সিইও) মাহবুবউল করিমের মোবাইলে একাধিকবার কল দিলেও রসিভি না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

বছরের শেষের সাপ্তাহে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে, হোটেল-মোটেল প্রায় পূর্ণ

রায়পুরে অবৈধ ভাবে রায়পুরে অবৈধ ভাবে মাটি কাটায় অর্থদন্ড

রাবিতে মৎস্য শিক্ষায় উদ্ভাবন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, রায়গঞ্জে জনগণের আস্থায় এসিল্যান্ড মাসুদ রানা

দীপু দাসকে হত্যা ও আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জ বিআরটিএ যেন ঘুষ-দুর্নীতির আখড়া!

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক

আত্রাইয়ের শুঁটকি বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়

অভয়নগরে নির্জন মাঠে মৎস্য ঘেরের পাড় থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

দারুস সুন্নাহ মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ইটভাটা উচ্ছেদ