শ্রীপুরে জোরপূর্বক বালু ফেলে জমি দখলের অভিযোগ

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর পশ্চিমপাড়া গ্রামে উপজেলা মডেল মসজিদের পাশে সালামসহ ৪-৫ জনের বিরুদ্ধে জোরপূর্বক জমিতে বালি ফেলে জমি দখলের অভিযোগ উঠেছে। সরজমিনে গিয়ে দেখা যায় জমিতে বালির স্তুপ রয়েছে।
শ্রীপুর থানার অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মোছাঃ রোকেয়া বেগম, স্বামী মোঃ সিরাজুল ইসলাম টোকন, সাং-শ্রীপুর, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা। অভিযোগে বিবাদী আব্দুস সালাম, পিং-মৃত বাদল শাহ, সাং- শ্রীপুর, থানা- শ্রীপুর, জেলা- মাগুরাসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। শ্রীপুর থানাধীন ১৯ নং শ্রীপুর মৌজার ১৬৬৫ নং খতিয়ানের ৫০৩৭ ও ৫০৪২ নং দাগে থাকা ১৫ শতাংশ জমি সিরাজুল ইসলাম টোকন ও তার ভাই মৃত হারুন আলী বিশ্বাসের নামীয় সম্পত্তি। সিরাজুল ইসলাম টোকন অসুস্থ থাকায় তার স্ত্রী চিকিৎসার জন্য প্রায়ই ঢাকাতে অবস্থান করছে। অপর বিবাদী সালাম উক্ত সম্পত্তি জোর পূর্বক দখল করবার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা ও সুযোগ খুঁজে আসছে। সিরাজুল ইসলাম টোকন ও রোকেয়া ঢাকাতে থাকার সুযোগে গত ১১/০৮/২০২৫ তারিখে তাদের নামীয় সম্পত্তির উপর জোর পূর্বক বালু ফেলে জায়গা দখলসহ ঘর নির্মাণ করবার জন্য বিবাদীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন অপচেষ্টা করতে থাকে। বিষয়টি জানতে পেরে ঘটনার দিন ১৪/০৮/২০২৫ তারিখ সকালে তাদের নামীয় সম্পত্তির উপর উপস্থিত হতেই সালাম সহ অজ্ঞাতনামা ৪-৫ জন রোকেয়াকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। রোকেয়া বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে সালাম সহ অজ্ঞাতনামা ৪-৫ জন তাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ খুন জখম করবার জন্য হুমকি প্রদর্শন করে। একপর্যায়ে বিবাদীদের মারমুখি অবস্থান বুঝতে পেরে রোকেয়া নিরবে ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে ফিরে আসে। সালাম সহ অজ্ঞাতনামা ৪-৫ জন এতটাই খারাপ প্রকৃতির লোক, যে কোন সময়ে রোকেয়া সহ তার পারিবারের অন্যান্য সদস্যদের বড় ধরণের ক্ষতি করতে পারে তাহার আশু সম্ভাবনা বিদ্যমান।
রোকেয়া বেগম জানান,আমাদের জমিতে জোরপূর্বক বালি ফেলে ভরাট করছে সালাম নামের একজন স্থানীয় লোক।তাদের পরিকল্পনা দ্রুত সময়ে বালু দিয়ে ভরাট করে ঘর নির্মাণ করা।আমি ঘটনাস্থলে গিলে আমাকে সালামসহ বেশ কয়েকজন লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ ও আক্রমণ করার চেষ্টা করে। ঘটনার বিষয় তদন্ত করে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আইনের সহায়তা কামনা করেন।
এ বিষয়ে ছালাম বিশ্বাস ও আলম বিশ্বাস দুই ভাই জানান, আমরা আপন দুই ভাই পরিবার পরিজন নিয়ে সরকারি খাস জমিতে বসবাস করি। আর বালি ফেলেছি ঘরের পিছনে এটাও সরকারি খাস জমি আর ঐ বালি দিয়ে ঘরের পিছনে ভরাট করবো কারণ বর্ষার পানিতে ঘরের ডোয়া ধসে পড়ে যাচ্ছে। এজন্য বালি দিয়ে নিচু জমি ভরাট করতেছি।
শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন জানান, আমাদের দলিলকৃত ১৫ শতাংশ জমির মধ্যে সালামসহ আরো ৪-৫ জন বালি ফেলে ঘর তোলার পায়তারা করছে। যেটা স্থানীয় সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলী বিশ্বাস (ইদু) আরও অনেক লোকজন জানে ও দেখেছে।তারা বিষয়টি নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে বালি ফেলতে নিষেধ করছে কিন্তু তাদের কথাও শোনেন নি ।আমি এই ঘটনার সঠিক বিচার চাই।
এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা
