দেশে ফিরলেন সৌদি আরবে নির্যাতিত সেই লিপি
সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে আট মাস ধরে দুর্দশায় থাকা কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বাউরা গ্রামের নারী সাহের বানু লিপি অবশেষে দেশে ফিরে এসেছেন। জেলা প্রশাসক নুসরাত সুলতানা তাঁর দাপ্তরিক দায়িত্বের বাইরে গিয়ে মানবিক সহায়তার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাতে পুরো গ্রামে খুশির বন্যা বইছে।
জানা যায়, অভাবের তাড়নায় নিজের শিশু কন্যাকে নানীর কাছে রেখে গত ৮-৯ মাস আগে লিপি সৌদি আরবের রিয়াদে আহমেদ নামের এক পুলিশের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে যান। সেখানে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন এবং তাঁর জীবননাশেরও আশঙ্কা ছিল। মোবাইল ফোনে পরিবারের কাছে এই খবর জানানোর পর তাঁর মা কোহিনুর বেগম এবং পরিবারের অন্য সদস্যরা দিশেহারা হয়ে পড়েন। ঠিক সেই মুহূর্তে লিপির ছোট বোন, কলেজ ছাত্রী মারুফা রুমী হোয়াটসঅ্যাপের মাধ্যমে কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার কাছে একটি করুণ আকুতি জানান।
মানবিক জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেন। তিনি অবিলম্বে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ওই নারীকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি চিঠি পাঠান। এখানেই থেমে না থেকে তিনি ভিন্ন উপায়েও সমাধানের চেষ্টা করতে থাকেন। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, কুড়িগ্রামের সাবেক জেলা বিএনপি সহ-সভাপতি জনাব লুৎফর রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ভালো পরিচিত।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা গত ১৯ মে, ২০২৫ তারিখে রুমীর পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তাটি জনাব লুৎফর রহমানকে ফরোয়ার্ড করে তাঁর সহযোগিতা কামনা করেন। এরপর লুৎফর রহমান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সিনিয়র সচিব ড. নেয়ামতউল্লাহ ভূঁইয়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের জন্য কাজ শুরু করেন। একই সাথে তিনি রিক্রুটিং এজেন্সির নাম ও জড়িত লোকজনকে খুঁজে বের করে জেলা প্রশাসকের মাধ্যমে উদ্ধার কার্যক্রমে সরকারি ফলোআপ দিতে থাকেন।
অবশেষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার ঐকান্তিক প্রচেষ্টা এবং লুৎফর রহমানের সহযোগিতায় গত ১৫ আগস্ট, ২০২৫ তারিখে সাহের বানু লিপি নিজ গ্রামে, নিজের শিশু কন্যার কাছে ফিরে আসেন। দেশে ফিরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, লুৎফর রহমান এবং সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি। তিনি দাবি জানান, যেন কোনো নারীকে আর সৌদির মতো দেশে পাঠানো না হয়।
নির্যাতিত নারীকে ফিরিয়ে আনার এই মানবিক কাজে সহযোগিতা করতে পেরে কেমন লাগছে—এমন অনুভূতির কথা বলতে গিয়ে জনাব লুৎফর রহমান বলেন, “এ ধরনের মানবিক কাজে ভালো লাগার অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। আমি একজন রাজনৈতিক মানুষ হলেও নির্যাতিত ওই নারীকে নিজ দেশে ফিরিয়ে আনার মতো ভালো কাজ আমার জীবনে অদ্বিতীয়।” তিনি জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, “যদি সেদিন তিনি রুমীর হোয়াটসঅ্যাপ বার্তাটি এড়িয়ে যেতেন, তাহলে আজকের গল্পটা হয়তো অন্যরকম হতে পারতো। মানবিক জেলা প্রশাসক সেটি করেননি বলেই আমিও ওই মানবিক কাজের অংশ হতে পারলাম।”
এমএসএম / এমএসএম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
চট্টগ্রামকে বিশ্বমানের স্মার্ট সিটি গড়ার স্বপ্ন ডা. শাহাদাতের
রাজশাহী-১ আসনে মনোনীত শরিফ, নেতাকর্মীদের উচ্ছ্বাস!
আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষিকাদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত
গাইবান্ধার ফুলছড়িতে দুর্বৃত্তের হামায় নিহত গরু ব্যবসায়ী
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
মানিকগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারি গ্রেফতার
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজন নিহত
আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু