ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

দেশে ফিরলেন সৌদি আরবে নির্যাতিত সেই লিপি


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ১:৩

সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে আট মাস ধরে দুর্দশায় থাকা কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বাউরা গ্রামের নারী সাহের বানু লিপি অবশেষে দেশে ফিরে এসেছেন। জেলা প্রশাসক নুসরাত সুলতানা তাঁর দাপ্তরিক দায়িত্বের বাইরে গিয়ে মানবিক সহায়তার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাতে পুরো গ্রামে খুশির বন্যা বইছে।

জানা যায়, অভাবের তাড়নায় নিজের শিশু কন্যাকে নানীর কাছে রেখে গত ৮-৯ মাস আগে লিপি সৌদি আরবের রিয়াদে আহমেদ নামের এক পুলিশের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে যান। সেখানে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন এবং তাঁর জীবননাশেরও আশঙ্কা ছিল। মোবাইল ফোনে পরিবারের কাছে এই খবর জানানোর পর তাঁর মা কোহিনুর বেগম এবং পরিবারের অন্য সদস্যরা দিশেহারা হয়ে পড়েন। ঠিক সেই মুহূর্তে লিপির ছোট বোন, কলেজ ছাত্রী মারুফা রুমী হোয়াটসঅ্যাপের মাধ্যমে কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার কাছে একটি করুণ আকুতি জানান।

মানবিক জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেন। তিনি অবিলম্বে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ওই নারীকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি চিঠি পাঠান। এখানেই থেমে না থেকে তিনি ভিন্ন উপায়েও সমাধানের চেষ্টা করতে থাকেন। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, কুড়িগ্রামের সাবেক জেলা বিএনপি সহ-সভাপতি জনাব লুৎফর রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ভালো পরিচিত।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা গত ১৯ মে, ২০২৫ তারিখে রুমীর পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তাটি জনাব লুৎফর রহমানকে ফরোয়ার্ড করে তাঁর সহযোগিতা কামনা করেন। এরপর লুৎফর রহমান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সিনিয়র সচিব ড. নেয়ামতউল্লাহ ভূঁইয়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের জন্য কাজ শুরু করেন। একই সাথে তিনি রিক্রুটিং এজেন্সির নাম ও জড়িত লোকজনকে খুঁজে বের করে জেলা প্রশাসকের মাধ্যমে উদ্ধার কার্যক্রমে সরকারি ফলোআপ দিতে থাকেন।

অবশেষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার ঐকান্তিক প্রচেষ্টা এবং লুৎফর রহমানের সহযোগিতায় গত ১৫ আগস্ট, ২০২৫ তারিখে সাহের বানু লিপি নিজ গ্রামে, নিজের শিশু কন্যার কাছে ফিরে আসেন। দেশে ফিরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, লুৎফর রহমান এবং সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি। তিনি দাবি জানান, যেন কোনো নারীকে আর সৌদির মতো দেশে পাঠানো না হয়।

নির্যাতিত নারীকে ফিরিয়ে আনার এই মানবিক কাজে সহযোগিতা করতে পেরে কেমন লাগছে—এমন অনুভূতির কথা বলতে গিয়ে জনাব লুৎফর রহমান বলেন, “এ ধরনের মানবিক কাজে ভালো লাগার অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। আমি একজন রাজনৈতিক মানুষ হলেও নির্যাতিত ওই নারীকে নিজ দেশে ফিরিয়ে আনার মতো ভালো কাজ আমার জীবনে অদ্বিতীয়।” তিনি জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, “যদি সেদিন তিনি রুমীর হোয়াটসঅ্যাপ বার্তাটি এড়িয়ে যেতেন, তাহলে আজকের গল্পটা হয়তো অন্যরকম হতে পারতো। মানবিক জেলা প্রশাসক সেটি করেননি বলেই আমিও ওই মানবিক কাজের অংশ হতে পারলাম।”

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি

রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন

বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা

দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন

কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ

জনজীবন চরম দুর্ভোগ: তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে

তাড়াশে বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা

তারাগঞ্জে আলহাজ্ব আতিয়ার রহমানের জানাজা অনুষ্ঠিত

‎কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম নাগিব হোসেন

ভূরুঙ্গামারীতে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সপ্তাহব্যাপী কর্মসূচি

তানোর ও গোদাগাড়ীতে টমেটোর ফলন বিপর্যয়, কৃষকের মাথায় হাত

ধোপাছড়িতে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত