চৌদ্দগ্রামে বিজনেস অ্যাডভাইজরি ও মাইগ্রেশন ফোরাম কমিটির সভা অনুষ্ঠিত
কুমিল্লার চৌদ্দগ্রামে ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা প্রকল্পের বিজনেস অ্যাডভাইজরি ও ফোরাম কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ হোটেল ভোজন বিলাসের হলরুমে এ উপলক্ষে আয়োজিত সভায় অতিথি ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাশা প্রকল্প কুমিল্লা জেলা আরএসসি কাউন্সিলর ওসমান গণি।
বিজনেস অ্যাডভাইজরি কমিটি চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মো. ইউসুফ হোসাইন সুমনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- প্রত্যাশা প্রকল্পের চৌদ্দগ্রাম উপজেলা ফিল্ড অর্গানাইজার মো. জসিম উদ্দীন, উপজেলা ফোরাম কমিটির সভাপতি উম্মে মাখতুম মাহরুজা সুলতানা, বিজনেস অ্যাডভাইজরি কমিটির প্রচার সম্পাদক আবু তৈয়ব রাহাত, ব্যবসায়ী উদ্যোক্তা রেজাউল করিম সবুজ শাহ্, সদস্য অলী আহমেদ মেম্বার, মোসা. ফিরোজা বেগম, মাস্টার মুজিবুল হক পাটোয়ারী, মো. বেলায়েত হোসেন তনু, মোহাম্মদ আলী, ডেন্টিস্ট মো. শাহিন আলম, সাংবাদিক মো. এমদাদ উল্যাহ্, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন প্রমুখ।
এ সময় সুনির্দিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডাসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্য ফেরত অভিবাসীদের সামাজিক, মনোসামাজিক এবং অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সেবা ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
এমএসএম / জামান