চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে হামলা
দাবিকৃত চাঁদা না পেয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামের মরহুম ছিদ্দিকুর রহমান পেশকারের বাড়িতে প্রবেশ করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার ছেলে মাঈন উদ্দীন খোকনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। গত বৃহস্পতিবার ভুক্তভোগীর ভাই আব্দুল আউয়াল বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি তদন্তাধীন আছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী, একাধিক মামলার পলাতক আসামি নাজিম উদ্দীন দীর্ঘদিন ধরে মাঈন উদ্দীনের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না পেয়ে নাজিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গত বুধবার বেলা সাড়ে ১১টায় মরহুম পেশকার ছিদ্দিকুর রহমানের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা মাঈন উদ্দীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। মাঈন উদ্দীনের পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মাঈন উদ্দীনের ভাই আব্দুল আউয়াল বাদী হয়ে স্থানীয় শামসুল আলমের ছেলে নাজিম উদ্দীন (২৭), সারোয়ার হোসেনসহ (৪৫) অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান