ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৮-২০২৫ দুপুর ১১:৫৩

সিলেট ও চট্টগ্রামে পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকারের অবহেলার কারণে তা সঠিকভাবে বিকশিত হতে পারছে না। সরকার যদি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে আসে, তাহলে এই দুটি বিভাগকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলা সম্ভব। এমন মন্তব্য করেছেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 'কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ট্যুরিজম ও উদ্যোক্তা বিষয়ক' মতবিনিময় সভার বক্তারা। তারা মনে করেন, এই পর্যটন হাব বাস্তবায়িত হলে একদিকে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, অন্যদিকে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

২৮ আগস্ট, বৃহস্পতিবার বিকাল ৫টায় নগরের মোমিন রোডের চেরাগি গলির মুখে ব্র্যাক ব্যাংক ভবনের হায়দার আলী চৌধুরী হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবিক সংগঠক মো. শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ও বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক হাজী মো. একরাম হোসেন, গ্লোবাল মানবাধিকার সংগঠন বাংলাদেশের সাধারণ সম্পাদক মোস্তফা আলম মাসুম, এসোসিয়েশন অব অ্যালায়েন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান এস. এম. আজিজ, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের জিএম এম. এ. সবুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল সহ আরও অনেকে।

বক্তারা বলেন, সিলেট ও চট্টগ্রামকে কেন্দ্র করে সরকার সচেতন হলে এই দুই বিভাগের আয়ের উৎস দিয়ে দেশের অর্থনীতির ভিত আরও মজবুত হবে। নতুন নতুন সম্ভাবনা বাস্তবায়িত হলে নতুন উদ্যোক্তা তৈরি হবে, ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আগামী প্রজন্ম সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ও নারী উদ্যোক্তা ফারহানা আফরোজ খানম এবং প্রকাশনা সচিব ফিরোজ চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও ২০২২ সালে সিলেটের ভয়াবহ বন্যায় এগিয়ে আসায় চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান সীমা গ্রুপকে সিলেটবাসীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন