ঢাকা বৃহষ্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৪-৯-২০২৫ বিকাল ৫:২২

রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা  মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহীর সাংবাদিকরা। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব'র আয়োজনে এ মানববন্ধনে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব'র ব্যাণার-সহ অন্যান্য বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও শতাধিক সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা সংবিধান প্রদত্ত অধিকার। অথচ পুলিশ সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে ভুক্তভোগীদের আসামি করেছে। এটি শুধু সাংবাদিকদের নয়, গণতন্ত্রকেও হুমকির মুখে ফেলছে। আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওসিকে অপসারণ দাবি করছি। অন্যথায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।” আগামী ২৪ ঘন্টার মধ্যে ওসিকে প্রত্যাহার পূর্বক  ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন তারা। এই মামলা ‘গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন’ ও মতপ্রকাশের স্বাধীনতাকে পদদলিত করেছে। তারা বলেন, এ ধরনের মামলা গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করে এবং সত্য প্রকাশের পথ রুদ্ধ করে দেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মীর তোফায়েল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাহিদ, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার লিয়াকত হোসেন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার মাখন প্রমূখ।

উল্লেখ্য, রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে জনৈক প্রতারক আক্তারুল ইসলাম ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়েছে। মিথ্যা মামলায় অভিযুক্ত সাংবাদিকরা এ ঘটনায় শাহ মখদুম থানার ওসি'র যোগসাজশে হয়েছে বলে অভিযোগ করেছেন৷ ২ সেপ্টেম্বর আরএমপি'র শাহমখদুম থানায় আখতারুল ইসলাম নামে এক ব্যক্তির করা চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হন ৬ সাংবাদিক। তারা হলেন ফটো সাংবাদিক ফায়সাল আহম্মেদ, দৈনিক গণমুক্তি'র ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপল, আরটিভি'র ক্যামেরাপার্সন আরিফুল হক রনি, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি নাঈম হোসেন, দৈনিক রাজশাহী'র আলোর সম্পাদক আজিবার রহমান ও আজকের প্রত্যাশা'র রাজশাহী প্রতিনিধি নাজমুল হক।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, গত ২৬ আগস্ট অগ্রণী ব্যাংক, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) শাখায় একটি জমি নিলামকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় পেশাগত দায়িত্ব পালনে সেখানে পৌঁছান সাংবাদিকরা। পরে প্রতারক আখতার'র সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আখতার একজন সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সাংবাদিকরা এ ঘটনায় মামলা করতে চাইলে শাহমুখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী মামলা না নিয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করেন। এতে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা প্রতারক আখতার'র বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে থাকেন। পরে ওসি'র বিরুদ্ধেও বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে প্রতারক আখতারুল ইসলামকে বাদী করে চাঁদাবাজি মিথ্যা মামলা নেয় ওসি।

এমএসএম / এমএসএম

মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ছাতকে ধর্ষন মামলার আসামী রুহুল গ্রেফতার

চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

প্রবাসে বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু

রৌমারীতে অসাধু সার ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল