ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ৪:৪০

নওগাঁর মান্দায় পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একই প্রতিষ্ঠানের সহকারি তিন শিক্ষক।সহকারি তিন শিক্ষকরা হলেন, পরানপুর উচ্চ বিদ্যালয়ের কর্মরত মোতাসন বিল্লাহ বুলু, জিয়াউর রহমান ও আব্দুর রহমান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পরানপুর উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

সংবাদ সম্মেলনে তিন সহকারি শিক্ষক অভিযোগ করে বলেন, সম্প্রতি সময়ে প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ ছাত্রজনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন। পদত্যাগের পর থেকে তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে মানহানি করছেন। আমরা এমন মানহানি ও মিথ্যা সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরো জানান, প্রধান শিক্ষক ৫ই আগস্টের পর থেকে ক্ষমতা দেখিয়ে বিভিন্ন বিল ভাউচারে স্বাক্ষর করতে বাধ্য করেন। তার কথা মত ভাউচারে স্বাক্ষর না করাই তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা কোচিং বানিজ্যের কথা বলে অপপ্রচার চালাচ্ছেন। কোচিং বাণিজ্য বন্ধের নোটিশ দেওয়ার কারণে নাকি আমরা ক্ষিপ্ত হয়ে ছাত্রজনতার মুখে তাকে পদত্যাগ করিয়েছি এমন অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছেন তিনি। এটা সম্পূর্ন ভুল। আমরা তার পদত্যাগ করানোর বিষয়ে সম্পৃক্ত নয়। বরং তিনিই অতিরিক্ত ক্লাস করার নামে শিক্ষার্থীদের নিকট থেকে টাকা আদায় করেন।

যা কোন শিক্ষক ও জানেন না। এছাড়াও করোনা কালীন সময়ে স্বাধীনতা দিবসের নামে টাকা আদায় করে পকেটস্থ করেছেন। শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড দেওয়ার নামে টাকা আদায় করলেও কার্ড দেওয়া হয়নি। মাহফুজুর রহমান উজ্জ্বল নামে এক সহকারি শিক্ষক ১৩ মাস ক্লাস না করে বেতন উত্তোলন করে যাচ্ছেন তার যোগসাজসে। এগুলো বিষয়ে কথা বললে তিনি আমাদের উপর ক্ষীপ্ত হয়ে বকা দেন। এছাড়াও তিনি শিক্ষক কর্মচারি নিয়োগের নামে প্রায় কোটি টাকা বানিজ্য করেছেন। এসব অনিয়মের প্রতিবাদ করাই আমাদের নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ। সংবাদ সম্মেলনে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ ও সঠিক বিচারের দাবী জানিয়েছেন তিন সহকারি শিক্ষক।

এমএসএম / এমএসএম

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা