উপকূলীয় কয়রায় চলতি বছরেই শুরু হবে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ : সাংসদ বাবু
খুলনা-৬ আসনের সাংসদ আলহাজ আক্তারুজ্জামান বাবু বলেছেন, জলবায়ুর পরিবর্তনজনিত বিরূপ প্রভাবে উপকুলীয় এলাকায় ৬০-এর দশকে নির্মিত ’পাউবো’র বেড়িবাঁধ ভারসাম্য হারিয়ে ফেলেছে। এজন্য ভবিষ্যতে এ অঞ্চলের মানুষের নিরাপদে বসবাসের জন্য মজবুত ও স্থায়ী বেড়িবাঁধের দাবিতে জাতীয় সংসদে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত টেকসহ বেড়িবাঁধ নির্মাণের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনামতে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার ৮ হাজার কোটি টাকার চারটি প্রকল্প হাতে নিয়েছে। এরমধ্যে খুলনা ও সাতক্ষীরা উপকূলে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চলতি বছরেই শুরু হবে এসব প্রকল্পের কাজ। শুক্রবার (৪ জুন) দুপুর ১২টায় পরিকল্পনা কমিশন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘূর্ণিঝড় ইয়াসে ভেঙে যাওয়া কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের গাতিরঘেরী ক্লোজার পরিদর্শনকালে উপকূলবাসীর উদ্দেশে তিনি (সাংসদ) এসব কথা বলেন।
তিনি বলেন, স্থানীয় জনগণ ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ করা হবে, যার নিচে ১০০ ফুট, উপরে ৩০ ফুট এবং উচ্চতা হবে ৩০ ফুট। এজন্য শুধুমাত্র ১৪নং পোল্ডারে ৯৫৭ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, শুধু বেড়িবাঁধ নয়, পুরো উপকূলের উন্নয়নে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে হাওর উন্নয়ন বোর্ডের ন্যায় উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের বিষয়ও সরকার বিবেচনা করছে। আগামীতে বাঁধের ওপর দিয়ে রাস্তা নির্মাণ ও বাঁধের দুপাশে বনায়ন করতে হবে বাঁধ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন প্রকল্প। এগুলো বাস্তবায়নে এলাকার জনগণ সরকারের সঙ্গে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, এজন্য ১০০ মিটারের মধ্যে চিংড়ি ঘের তৈরিতে সরকারের দেয়া নিষেধাজ্ঞা দ্রুত কার্যকর করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা কমিশনের সেচ অনুবিভাগের যুগ্ম-প্রধান মো. এনামুল হক, পরিকল্পনা কমিশনের উপ-সচিব (পানিসম্পদ) একেএম আবুল কালাম আজাদ, আইএমইডি পরিচালক উপ-সচিব মোহাম্মাদ শাহাদাত হোসাইন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ লুৎফর রহমান, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিক উল্লাহ, পাউবো খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হোসেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান, পাউবো কর্মকর্তা মশিউল আবেদীন, কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন, উপজেলা আওয়ামী লীলের সহ-সভাপতি একেএম ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, আ'লীগ সদস্য ও কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মণ্ডল, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, সাধারণ সম্পাদক গণেশ মণ্ডল, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার খয়রুল আলম, আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য হরষিত মণ্ডল, রমেশ চন্দ্র মণ্ডল, আছের আলী, মাছুদ রানা, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাছুম, উপজেলা যুবলীগ নেতা অ্যাড. আরাফাত হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাস টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফেরদাউস, মোক্তারুল প্রমুখ।
এমএসএম / জামান
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)
সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
Link Copied