ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

কোটি টাকার বাজেট নিয়ে মাঠে

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিআরটিএ’র ৪ কর্মকর্তার সাজা মওকুফে তৎপরতা


আব্দুল লতিফ রানা photo আব্দুল লতিফ রানা
প্রকাশিত: ১৯-৯-২০২৫ রাত ৯:২১

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃফক্ষ (বিআরটিএ) ঢাকা জেলা সার্কেল (ইকুরিয়া) কেরানিগঞ্জের দুর্নীতি ও দালাল পোষার দায়ে শাস্তি পওয়া পরিদর্শসহ ৪জন সাজা মওকুফের জন্য কোটি টাকার বাজেট নিয়ে মাঠে নেমেছেন। 

জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃফক্ষ (বিআরটিএ) ঢাকা জেলা সার্কেল (ইকুরিয়া) কেরানিগঞ্জের ড্রাইভিং লাইসেন্স রোড পরীক্ষায় লাখ লাখ টাকা আদায় ও দালাল চক্র লালন-পালনসহ শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোটরযান পরিদর্শক ও সহকারী এবং একজন হিসাব রক্ষকসহ ৪জনকে বরখাস্ত করা হয়। এখন প্রায় কোটি টাকার বাজেট নিয়ে তাদের চাকরিতে পুর্ন:বহালের জন্য মাঠে নেমেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দুর্নীতি অনিয়মের দায়ে চাকুরী হতে সাময়িক বরখাস্তকৃতরা হলেন, মোহাম্মদ জমরি হোসেন, তার পরিচিতি নং (২০১৪২--৫১) মোটরযান পরিদর্শক, শাহারিয়ার হাসান শান্ত পরিচিতি নং (২০২৩৩---৬৭) মেকানিক্যাল এসিস্ট্যান্ট, মো. আরিফ হোসেন, পরিচিতি নং (২০০৪৪---০৮) ও মীর্জা মাহমুদুর রশিদ (পরিচিতি নং ২০১৬৩২০১১৩) মেকানিক্যাল এসিস্ট্যান্ট।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)এর এক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে ‘দুর্নীতিগ্রস্থ’ হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত ১৯ জুন বৃহস্পতিবার সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) এর ‘প্রাথমিক প্রতিবেদন ২০২৫’ এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর জরিপে বলা হয়েছে, দুর্নীতি ও অনিয়ম করলে পুরুষ্কার হিসেবে পাওয়ার কথা শাস্তি কিন্তু বিআরটিএ তে কি আদও শাস্তি হয়? বরং কিছু কিছু ক্ষেত্রে উল্টো প্রোমোশন পেতে দেখা যায়। গত ২৫ বিকালে বিআরটি’র নির্বাহী মেজিস্ট্রেট কর্তৃক বিআরটিএ ঢাকা জেলা সার্কেল (ইকুরিয়) ঢাকা জেলার কেরাণীগঞ্জ এর ড্রাইভিং লাইসেন্স বোর্ড পরীক্ষা কেন্দ্র গাবতলী বিআরটিসি বাস ডিপোতে অভিযান চালানো হয়। উক্ত অভিযানের সময় সেকানকার অফিস কক্ষ থেকে নগদ অর্থ সহ কয়েকজন দালাল আটক এবং তাদেরকে কারাদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য যে, গত ০২.০১.২০২৫ খ্রি: তারিখের ৩৫.০৩.০০০০.০০১.৩৩.০৪৬.২৩-১৯ নং স্মারক মোতাবেক বিআরটি’র সকল অফিস থেকে দালাল মুক্ত করণের জন্য পত্র দেওয়া হয়েছে। উক্ত পত্রের নির্দেশনা অমান্য করে দালাল প্রবেশে সহযোগিতা করা এবং তাদের সাথে সংশ্লিষ্ট থাকা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২(খ) অনুযায়ী অসদাচারণ এবং একই বিধিমালার ৩(খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে বিআরটিএর পক্ষ থেকে জানানো হয়। 
কিন্তু মোটরযান পরিদর্শক, মেকানিক্যাল এসিস্ট্যান্ট ও উচ্চমান সহকারীর দুর্নীতি এবং দালাল চক্রের সাথে সম্পৃক্ততার প্রমাণ হাতেনাতে পাওয়ায় চলতি বছরের ৪ মার্চ তাদেরকে সাময়িক বরখাস্তসহ বদলীর আদেশ দেওয়া হয়। আর একই তারিখে বদলি আদেশে- স্মারক নং ৩৫.০৩.০০০০.০০১.১৯.১৭৬.২৪-৪৪৬ এ মোহাম্মদ জমির হোসেন (পরিচিতি নং ২০১৪২০০০১৫) মোটরযান পরিদর্শক, বিআরটিএ ঢাকা জেলা সার্কেল থেকে বরিশাল বিভাগীয় অফিসে বদলি করা হয়। আবার স্মারক নং ৩৫.০৩.০০০০.০০১.১৯.১৭৬.২৪-৪৪৫ এ মো. আরিফ হোসেন (পরিচিতি নং ২০০৪৪১২০০৮) উচ্চমান সহকারী, ঢাকা জেলা সার্কেল থেকে দিনাজপুর সার্কেলে বদলি হন।

তাছাড়া, স্মারক নং ৩৫.০৩.০০০০.০০১.১৯.১৭৬.২৪-৪৪৪ এ মীর্জা মাহমুদুর রশিদ (পরিচিতি নং ২০১৬৩২০১১৩) মেকানিক্যাল এসিস্ট্যান্ট, বিআরটিএ ঢাকা জেলা সার্কেল থেকে বিআরটিএ রংপুর সার্কেলে বদলি করা হয়। আর স্মারক নং ৩৫.০৩.০০০০.০০১.১৯.১৭৬.২৪-৪৪৩ এ শাহরিয়ার হাসান শান্ত (পরিচিতি নং ২০২৩৩২০১৬৭) মেকানিক্যাল এসিস্ট্যান্ট, বিআরটিএ ঢাকা জেলা সার্কেল থেকে বিআরটিএ মাগুরা সার্কেলে বদলি হন। 

সূত্র জানায়, দুর্নীতি অনিয়ম ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের প্রভাবশালী সাজাপ্রাপ্ত এই চারজন কর্মকর্তা-কর্মচারী তাদের সাজা মোওকুফ করানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃফক্ষ (বিআরটিএ) সদর কার্যালয়ে জোর তৎপরতা চালাচ্ছে। বিআরটিএ এর কতিপয় দুর্নীতিবাজার অসাধু কর্মকর্তাদের যোগসাযসে লাখ লাখ টাকা নিয়ে তাদের বিরুদ্ধে দেওয়া সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮, এর ২(খ) অনুযায়ী দেওয়া শাস্তি থেকে পরিত্রান পেতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। এতে সাবেক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃফক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান মহোদয় মো. ইয়াসিন এর গাড়িচালকের নামও উঠে আসে। 
সংশ্লিষ্টরা বলছেন, হাসিনা সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের অন্যতম সহযোগি ঘুষের বিনিময়ে শাস্তি থেকে মুক্ত হলে আবারো দালাল ও ঘুষ বাণিজ্যের মোকামে পরিনত করবে বিআরটিএ। তাই তাদের বিরুদ্ধে সুষ্ঠূ তদন্ত পূর্বক কঠিন শাস্তির ব্যবস্থা করার দাবি করেছেন ভুক্তভোরিা। 

এমএসএম / এমএসএম

ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট

ভিন্ন মতের শিকার: জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যানের দীর্ঘ প্রশাসনিক দুর্ভোগ

রেলের “র” এর ষড়যন্তকারীরা আবারো সক্রিয়

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিআরটিএ’র ৪ কর্মকর্তার সাজা মওকুফে তৎপরতা

নির্বাচন সামনে রেখে সীমান্তে বেড়েছে অবৈধ অস্ত্রের চালান

ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট!

৯২৬ টন পণ্যের হদিস নেই কাস্টমসে

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিমের পাহাড় সমান দুর্নীতির তদন্ত হচ্ছে না কেন?

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পে অনিয়মের পাহাড়

সরকার উৎখাতে জড়িত এনবিআর কর্মকর্তাদের শাস্তির দাবি

সড়ক, জনপদ ও সেতু মন্ত্রণালয়ে মোটরযান পরিদর্শক রাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ

প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট