ফরিদপুর-১ আসনে তারেক রহমানের পক্ষে ৩২৫ মন্দিরে আর্থিক সহায়তা দিচ্ছেন নাসিরুল ইসলাম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর-১ আসন তথা বোয়ালমারী,আলফাডাঙ্গা ও মধুখালি উপজেলায় প্রতিটি মন্দিরে আর্থিক সহায়তা দিচ্ছেন এলাকার সাবেক সাংসদ, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি, ফরিদপুর জেলা বি এন পির ১ নং সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে শারদ উপহার তুলে দিচ্ছেন তিনি। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় মধুখালিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিশাল মতবিনিময় সভা করে ১৫৬ মন্দিরে অর্থ সহায়তা দেন নাসিরুল ইসলাম। একই দিন বিকালে বোয়ালমারীতে একই ভাবে ১২২ মন্দিরে অনুদান দেওয়া হয়। এ উপজেলা সদরের জর্জ একাডেমি স্কুলের দরবার হলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন,এদেশে মুক্তিযুদ্ধ ও সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক পণ্য বানিয়ে ব্যবসা করেছে আওয়ামীলীগ। প্রকৃত অর্থে ঐ দলের কোন নেতা মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। তারা ভারতে বসে ভিসিআর দেখছেন আর ফুর্তি করছেন। একই ভাবে তারা কোন দিন হিন্দুর কল্যাণ চায়নি। যদি চাইতো তবে আওয়ামীলীগ আমলে এত মসজিদ হলো,কোথাও একটা মন্দির হলোনা কেন? সংখ্যালঘুদের জমি,ঘরবাড়ি দখল করেছে আওয়ামীলীগ। কৌশলে সেই দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে মায়াকান্না করে রাজনৈতিক ফায়দা লুটেছে তারা। তিনি আরো বলেন, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই। মুসলমানদের মসজিদ কাউকে পাহারা দিতে হয় না। তাহলে মন্দির কেনো পাহারা দিতে হবে? এদেশে আমি যেমন একজন নাগরিক আপনি ও একজন নাগরিক। সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই, নিজেদের দুর্বল ভাবলে হবে না। নিজেদের প্রতিরোধ নিজেদেরই গড়ে তুলতে হবে। প্রয়োজনে আমরা আপনাদের পাশে থেকে সর্বপ্রকার সহায়তা দেবো। বোয়ালমারী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু সঞ্জয় কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আঃ কুদ্দুস শেখ, সদস্য খান আতাউর রহমান, আকরাম হোসেন মিয়া, জেলা যুবদলের সহসম্পাদক ও পৌর সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ইমরান হুসাইন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বোয়ালমারী পৌর শাখার সভাপতি স্বপন কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র দাস, পৌর সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র চক্রবর্তী, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কান্তি বিশ্বাস, পৌর সাংগঠনিক সম্পাদক পুলক সাহা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে উপজেলার ১২২ মন্দিরে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করেন নাসিরুল ইসলাম। সোমবার (২২ সেপ্টেম্বর) একই ভাবে আলফাডাঙ্গা উপজেলায় ৪৭ পূজা মন্ডপে অর্থ সহায়তা দেয়া হবে বলে উপজেলা বি এন পির সূত্রে জানাগেছে।
এমএসএম / এমএসএম
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ