সিলেট শাবি (শাকসু) নির্বাচন নভেম্বরে
ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নিষেধাজ্ঞা স্থগিত

ডাকুস, রাকসু, জাকসু, ছাত্র সংসদ নির্বাচনের পর এখন রাজনৈতিক দলগুলোর নজর আধ্যাত্বিক নগরীতে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে। যদি এ বিশ্ব বিদ্যালয়ে দীর্ঘ ২৮ বছর থেকে কোনে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্টিত হয়নি। এ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তবে বর্তমান সরকার ক্ষমতায় বসার পর থেকে ছাত্ররা দাবী তুলে। এর ধারাবাহিকতায় গতকাল সোমবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা জারি আরোপ করা প্রজ্ঞাপনটি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টরের অনুমোদনক্রমে এখন থেকে করা যাবে বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড। সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রক্টরিয় কমিটির সাথে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে ছাত্র রাজনীতির উপর আরোপিত নিষেধাজ্ঞা জারিকৃত প্রজ্ঞাপনটি স্থগিত করা হয়েছে। তবে সকল একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক হলসমূহে পূর্বের ন্যায় মিটিং ও মিছিল নিষিদ্ধ থাকবে। শাকসু নির্বাচনে প্যানেল গঠন ও প্যানেল পরিচিতিমূলক অনুষ্ঠানসমূহ হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে করা যাবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রায় ১০ মাস ধরে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন সামনে রেখে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতির চালুর বিষয়ে গত সপ্তাহে সুপারিশ করে প্রক্টরিয়াল বডি। এর আগে গত বছরের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। তবে দীর্ঘ ২৮ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের ঘোষণা আশার আলো জাগালেও নির্বাচন নিয়ে আশংকা যেন কাটছেই না। নির্বাচনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। শাকসু ও হল সংসদের গঠনতন্ত্রের খসড়া এখনো অনুমোদন হয়নি। প্রস্তুত হয়নি ভোটার তালিকাও। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াও অনেক দূর।
শিক্ষার্থীরা বলছেন, ছাত্র সংসদ শিক্ষার্থীদের গণতন্ত্র ও অধিকার চর্চার আতুরে ঘর। সেখানে কোনো অজুহাত দিয়ে নির্বাচন বিলম্ব করার অধিকার কোনো ছাত্র সংগঠনের নেই। ছাত্র সংসদ সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। এখানে সরাসরি দলীয় ব্যানারে নির্বাচন হয় না। তাই কোনো টালবাহানা না করে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। যদিও ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরাই বেশি ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের বলা হলেও বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ছাত্র সংগঠনগুলো বলছে, তাদেরকে সময় দিতে হবে। যেহেতু ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিলো, তাই নির্বাচন করতে হলে তাদেরও প্রস্তুতির বিষয় রয়েছে। কর্তৃপক্ষ সেটা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেবে। প্রশাসন চায় সকলের একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হোক।
তথ্য বলছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ৬ বার শাকসু নির্বাচন হয়েছে। প্রথম নির্বাচন ১৯৯১ সালে এবং সর্বশেষ ১৯৯৭ সালে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। দলীয় লেজুড়ভিত্তি ও ছাত্র সংগঠনগুলোর হানাহানির কারণেই মূলত দীর্ঘ ২৮ বছর ধরে শাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
যদিও শিক্ষার্থীদের অভিযোগ, শাকসু নির্বাচন হলে প্রশাসন তাদের একচ্ছত্র আধিপত্য হারাবে। এই আশঙ্কায় নানা কৌশলে নির্বাচন না দেওয়ার চেষ্টা করছে। অনেকের মতে, শাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের সদিচ্ছার অভাব রয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এম, সরওয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, অক্টোবর নাগাদ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সেমিস্টার পরীক্ষা শেষ হবে। ফলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচনের আয়োজন করা হবে। ভিসি শাকসু নির্বাচনের ঘোষণা দিলেও নির্বাচনের কোনো রোডম্যাপ দেননি।
শাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, নির্বাচনের বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফিজিবিলিটি স্টাডি চলছে। সেটা শেষ হলে নির্বাচনের বিষয়টি পুরোপুরি পরিস্কার হবে।
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি যৌক্তিকতা দিয়ে শাকসু নির্বাচন আয়োজনের দাবি নিয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে নির্বাচনে যৌক্তিক সময় দেওয়ার দাবি জানিয়ে ছাত্রদল বলছে, নির্বাচনের আগে অন্তত কিছুদিন কার্যক্রম চালানোর সুযোগ প্রয়োজন। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার পর কোনো সাংগঠনিক কাপর্যক্রম চালাতে পারেনি ছাত্রদল। যেহেতু ছাত্র সংসদ নির্বাচনে দলীয়ভাবে প্যানেল দেওয়া হয়, তাই শাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালু করা হয়েছে। আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ দিতে হবে। তারপরই নির্বাচনের আয়োজন করলে ছাত্রদলের কোনো আপত্তি থাকবে না। ছাত্রদলের যৌক্তিক সময়ের জন্য শাকসুর নির্বাচন শঙ্কার মধ্যে পড়তে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রদল নির্বাচনমুখী দল। গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের বহু নেতাকর্মী সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। অনেকে শহীদ হয়েছে। তাই ছাত্রদল নির্বাচনকে ভয় পায় না। কিন্তু আমাদেরকে কার্যক্রম চালানোর জন্য যৌক্তিক সময় দিতে হবে।
ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি বলছে, গত বছরের ৫ আগস্টের পর থেকেই সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে আমরা কাজ করছি। পটপরিবর্তনের পর থেকেই শাকসু নির্বাচনের দাবি নিয়ে সোচ্চার ছিলাম। প্রশাসন শুরু থেকেই নড়েবড়ে ছিলো। প্রশাসন শুধু কালক্ষেপণ করেগেছে। এখানে কোনো ছাত্র সংগঠন যদি শাকসু নিয়ে কালক্ষেপণের জন্য চাপ সৃষ্টি করে, সেটা প্রশাসনের বড় ব্যর্থতা। বিশ্ববিদ্যালয় প্রশাসন শাকসুর গঠনতন্ত্র পুনঃপ্রণয়নের জন্য প্রস্তাবনার নোটিশ দিয়েছিল। আমরা যথাসময়ে প্রস্তাবনা দিয়েছি। আমরা চাই অতি দ্রুত শাকসুর নির্বাচনী তফসিল ঘোষণা হোক। আমরা আশাবাদি, সঠিক সময়ে শাকসু নির্বাচন হবে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করবে। যদি সঠিক সময়ে নির্বাচন না হয়, তার দায়ভার প্রশাসনের উপর বর্তাবে।
শাবিপ্রবির ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, শাকসু গঠনতন্ত্র পুনঃপ্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। তারা কাজ করছে। গঠনতন্ত্রের চূড়ান্ত খসড়া জমা দিলেই আমরা সিন্ডিকেটে উত্থাপন করে চূড়ান্ত করব। আমরা দ্রুত শাকসু আয়োজন করতে চাই। আমরা সোমবার থেকে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি করার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পেলে আগামী নভেম্বর মাসে শাকসুর নির্বাচন অনুষ্টিত হবে। এ লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।
এমএসএম / এমএসএম

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক

মোরেলগঞ্জে ৩ সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়ের
