চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. নাজমুল (২১) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। নাজমুল চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাজী মুসলিমপাড়ার মিলন মিয়ার ছেলে।
জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি সবজিবোঝাই ট্রাক (ঝিনাইদহ-ট ১১-১১২৭) চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলকায় লাকি হোটেলের সামনে পৌঁছলে ঘুমের ঘোরে অজ্ঞাতনামা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নাজমুল নিহত হন। এ ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার এসআই আইয়ুব আলী জানান, ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা করা হয়েছে।
এমএসএম / জামান