সিলেটে প্রশাসন-নগরবাসী ও ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিকরা মুখোমুখী

সিলেটে এখন মুখোমুখী দু’পক্ষ। এক পক্ষে আছে ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক। অপর পক্ষে প্রশাসনসহ গোটা সিলেট সিলেটবাসী। সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলবে কি চলবেনা, নিয়ে অবস্থা এখন মারমুখী। সিলেট মহানগরীকে যানজট মুক্ত রাখতে এবং নাগরিক জীবন আরও সুন্দর এবং সুশৃঙ্খল করতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। গত ১৪ সেপ্টেম্বর সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম পরিবহন মালিক শ্রমিকদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ২২ সেপ্টেম্বর থেকে নগরীতে কোনো অবৈধ যানবাহন চলতে দেওয়া হবেনা। কঠোর অভিযান শুরু করবেন তারা। হয়েছেও তাই। গত ২২ সেপ্টেম্বর থেকে নগরীতে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। চলে টানা ৩দিন। এই ৩ দিনের অভিযানে মোট ২৬১টি অবৈধ যানবাহন আটক করা হয়। এর সিংহভাগই ব্যাটারিচালিত অটোরিকশা।শুধু রাজপথেই নয়, অভিযান শুরু হয় নগরীর বিভিন্ন অটোরিকশার গ্যারেজে। ১০টি মিটার, ১৪৫ ফুট বৈদ্যুতিক কেবল এবং ১৮০টির মতো চার্জিং পয়েন্টও ধ্বংস করা হয়। গত বৃহস্পতিবার কয়েক হাজার মানুষের বিশাল একটা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে স্মারকরিপি দেন। তবে পথিমধ্যে তারা চৌহাট্টা, বন্দরবাজারের কৌর্ট পয়েন্ট ও নগরভবনের সামনে সিএনজিচালিত অটোরিকশার উপর হামলা ও কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এমনকি কয়েকজন যাত্রী এবং চালকের উপরও হামলা করেন তারা। আগের দিন বুধবার উপশহরে মাইক্রোবাস স্ট্যাণ্ডেও হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে দুটি মামলা দায়ের করা হয়েছে। এ দুই মামলায় গত শনিবার বিকালে আম্বরখানা এলাকা থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সিলেট জেলা সভাপতি আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানাপুলিশ। তাদের দেখতে থানায় যাওয়া দুই অটোরিকশা চালককেও গ্রেপ্তার করা হয়েছে। এদিকে যানবাহন ভাঙচুর ও হামলার ঘটনা ক্ষোভ ছড়িয়ে পড়েছে সিলেটের পরিবহন নেতৃবৃন্দের মধ্যে। শুক্রবার ও শনিবার তারা নগরীতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সিলেট নগরীতে সিএনজিচালিত বৈধ অটোরিকশা আছে ১৯ হাজার। তবে অবৈধ অটোরিকশা আছে তারচেয়েও বেশি। এগুলোকে নগরে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। তিনি এলন, আমরা অবৈধ অটোরিকশা চালকদের ৭ দিনের সময় দিয়েছিলাম। ২২ সেপ্টেম্বরের মধ্যে যেসব সিএনজি শহরে চলাচলের লাইসেন্স নাই সেগুলো শহরের বাইরে সরিয়ে নিতে হবে। এগুলো বিভিন্ন উপজেলায় চলে যাবে। এই সময়ের মধ্যে না সরালে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জেল-জরিমানা করা হবে। প্রয়োজনে ডাম্পিং করা হবে। আমরা সেই সিদ্ধান্তে অটল আছি এবং এর ধারাবাহিকতায় অভিযান চলমান রয়েছে।
এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস বলেন, সিলেট নগরীকে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে প্রতিদিন বিশেষ অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ২-৩টি মোবাইল টিমও নিয়মিত কাজ করছে। প্রথম ধাপে নগরীর ৩৮টি অটোরিকশা গ্যারেজ ও চার্জিং পয়েন্টে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। তালিকার বাইরে গ্যারেজ থাকলে সেগুলোকেও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়া হবে না। “যতদিন না নগরী অবৈধ যানবাহন ও অবৈধ স্ট্যান্ডমুক্ত হচ্ছে, ততদিন পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন, "এই কয়েকদিনের অভিযানে আমরা নগরবাসীর ব্যাপক সাড়া পাচ্ছি, যা আমাদেরকে অনুপ্রাণিত করছে। নগরবাসীর এ ধরনের সমর্থন অব্যাহত থাকলে আমরা দ্রুত একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ নগর গড়ে তুলতে সক্ষম হবো।
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে সিলেটের মানুষকে নিয়ে এখন রাজপথে নেমেছি, সিলেট নগরবাসী আমাদের সাথে আছেন, এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, ‘গত শনিবার পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সিলেটের সর্বস্তরের জনগণ একমত পোষন করেছেন হকার ও ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের জন্য। তিনি বলেন, ব্যাটারি চালিত রিকশার কারণে যানজট সৃষ্টি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। তিনি বলেন, ‘পুলিশ কমিশনারও বলেছেন সিলেটে কোন অবৈধ কোন যানবাহন চলতে পারবে না। পাশাপাশি জেলা প্রশাসকও এ ব্যাপারে আন্তরিক। তারা সিলেটের বিভিন্ন মহল, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মতামত নিয়েছেন। আমরা সিলেটের সর্বস্তরের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে পুলিশ-প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।
এদিকে সিলেট জেলা বাস মিনি বাস কোচ ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম বলেছেন, আগামী ৭ তারিখের মধ্যে যদি ব্যাটারিচালিত গাড়ি রিকশা বা টমটম যদি বন্ধ না হয়, আর যারা ইন্ধন দিয়েছে, যারা আমাদের শ্রমিকের গায়ে হাত দিয়েছে, যারা আমাদের গাড়ি ভাংচুর করেছে, তাদেরকে যদি আইনের আওতায় না নেয়া হয়, তাহলে ৮ তারিখ থেকে আমরা রাজপথের সর্বস্তরের পরিবহণ বন্ধ করে দেবো। গত শনিবার দুপুরে নগরীর বন্দরবাজারে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে ও সিএনজি অটোরিকশা, ট্রাক লেগুনার উপর হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দিয়েছেন তিনি। প্রতিবাদ সমাবেশে সিলেটের পরিবহণ সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠন অংশ নেয়।
এদিকে চলমান অভিযানেও পুলিশ সবচেয়ে বেশি কঠোর অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার সিলেট নগরে ব্যাপক বিক্ষোভ করেন অটোরিকশা মালিক শ্রমিকরা। এদিন সড়ক অবরোধ, মিছিল, অবস্থান কর্মসূচী করনে তারা। পরে জেলা প্রশাসক বরাবরে স্মাকলিপি দিয়ে চার দফা দাবি জানান। সিলেটে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট প্রদানসহ ৬ দফা দাবিতে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। রিকশা মালিক শ্রমিকদের ছয় দফায় রয়েছে, ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার কররেত হবে। অবিলম্বে এসব রিকশাকে রোড পারমিট দিতে হবে। রেকার বিল ৫০০ টাকা করত হবে। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সা ধরা বন্ধ করতে হবে। হঠাৎ করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ না করে কমপক্ষে ৬ মাসের সময় দিতে হবে। ভিআইপি রোড বাদ দিয়ে নগরীর অন্যান্য রোডে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের ব্যবস্থা করতে হবে। সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়। সিলেট জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার। তিনি স্মারকলিপি গ্রহণ করে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের বিষয়টি জেলা প্রশাসকের সাথে আলোচনাক্রমে সমাধান করা হবে।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা
