ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

সাউন্ড বক্স না বাজানোয় পূজামণ্ডপে হামলা, আহত ৮


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২৫ বিকাল ৫:৬

সারা রাত সাউন্ড বক্সে গান বাজানোতে রাজি না হওয়ায় নেত্রকোণার মোহনগঞ্জে পূজামণ্ডপে হামলা করেছে একদল যুবক। এতে অন্তত আটজন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খুরশিমূল গ্রামে যুব সংঘের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা মণ্ডপে এ হামলার ঘটনা ঘটে।  

হামলার সময় আটজনকে পিটিয়ে জখমের পাশাপাশি পূজা মণ্ডপের ভেতরে থাকা আসবাবপত্রেরও ব্যাপক ক্ষতি করে হামলাকারীরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে অমিত চন্দ্র দাস (২০), অজয় চন্দ্র দাস (৪০) ও অনন্ত চন্দ্র দাস (১৮)-এই তিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর সৈকত চন্দ্র দাস (১৯) ও সুমন চন্দ্র দাসকে (২৪) স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকিরা অন্য জায়গায় চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় আহত অমিত চন্দ্র দাস থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯-১০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও পূজামণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টার পরে মণ্ডপে থাকা সাউন্ডবক্স বন্ধ করে দেওয়া হয়। এ সময় সময় পার্শ্ববর্তী গ্রাম থেকে ১৫-২০ জন নেশাগ্রস্ত যুবক এসে সাউন্ডবক্সে গান বাজাতে জোরাজুরি শুরু করে। তাদের কথায় ফের সাউন্ডবক্সে গান বাজাতে শুরু করে সংশ্লিষ্টরা।

ওই যুবকেরা হুমকি দিয়ে বলে সারারাত সাউন্ডবক্স চালু রাখতে হবে। এতে আপত্তি জানাতে ক্ষিপ্ত হয়ে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের ওপর হামলা চালায়। এতে পূজামণ্ডপের দায়িত্বে থাকা অন্তত আটজন জখম হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে রাতেই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। 

এ বিষয়ে পূজামণ্ডপের সভাপতি উৎপল কুমার সরকার বলেন, রাত ১টার পর সাউন্ডবক্সে গানবাজনা বন্ধ করা হয়। লোকজনও চলে যায়। মোটামুটি বাহ্যিক আয়োজন শেষ ওই সময়। পরে আমাদের একটি পূজা রয়েছে। ওই সময় পাশের গ্রামের ১৫-২০ জন পোলাপান এসে সাউন্ডবক্স চালু করতে বলে। তাদের কথায় দুটো গান বাজানো হয়। ওই যুবকেরা তখন নাচানাচি করে। 

পরে সাউন্ডবক্স বন্ধ করা হয়। এতে ওই যুবকেরা ক্ষিপ্ত হয়। তারা বলে- সারারাত গান বাজাতে হবে। এতে পূজামণ্ডপ সংশ্লিষ্টরা আপত্তি জানায়। আর তাতেই ওই যুবকেরা সংশ্লিষ্টদের ওপর হামলা চালায় ও একপর্যায়ে প্রতীমা ভাঙচুর করতে চেষ্টা চালায়। তাদের বাধা দিলে পিটিয়ে ও কুপিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আটজনকে জখম করে। তবে লোকজন আহত হলেও প্রতিমা ভাঙচুর করতে পারেনি। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়৷ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় আহত অমিত চন্দ্র দাস বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ফুটেজ দেখে অভিযুক্তদের ধরতে অভিযান চলমান রয়েছে। 

এমএসএম / এমএসএম

‎এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়

শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন

আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার

প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন

মোহনগঞ্জে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে নির্বাচনি অঙ্গীকারে মুখর সার্কিট হাউজ মাঠ

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চা -শিল্প রক্ষার দাবিতে শ্রীমঙ্গলে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন