ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজপথে সাংবাদিক সমাজ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ২:১০

ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বিপুল সম্ভাবনার এই নোয়াখালীকে সমৃদ্ধির উচ্চ শিখরে নিয়ে যেতে বিভাগ বাস্তবায়নের দাবিতে এবার রাজপথে নেমে এলো জেলার সাংবাদিক সমাজ। "নোয়াখালী বিভাগ ঘোষণা এখন সময়ের দাবি" এমন দাবিতে সোচ্চার নোয়াখালীর সাংবাদিক সমাজ, রাজনীতিবিদসহ সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১ টার ঘটিকায় নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে নোয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধনে মিলিত হয় জেলায় কর্মরত সাংবাদিক সমাজ। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টার বরাবর নোয়াখালী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাৎ বাবুর সঞ্চালনায়, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খানের সভাপতিত্বে, মানববন্ধন চলাকালীন সময়ে বিভাগ বাস্তবায়নের যৌক্তিক দাবিতে সংহতি জানাতে মানববন্ধনে অংশগ্রহণ করেন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির শিক্ষাবিদ ইসহাক খন্দকার,  এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিভাগ বাস্তবায়নে জোরালো দাবি উপস্থাপন করেন। বক্তারা জানায়, নোয়াখালী ২ শত বছরের পুরনো জেলা, বিগত সরকার ও তাদের কিছু আমলা কামলারা বৃহত্তর এই জেলাকে পরিকল্পিতভাবে উন্নয়ন বঞ্চিত করে রেখেছে। আজ এই অঞ্চলের মানুষ সেটা বুঝতে পারছে। যে কারণে বিভাগের যৌক্তিক দাবি আজ সরকারের ভীত কাঁপিয়ে তুলছে। উন্নয়ন বঞ্চিত এই অঞ্চলের মানুষ চায় বিভাগ বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করতে। বিভাগ বাস্তবায়নের মাধ্যমে এখানকার দুর্গম জনপদের আর্থ সামাজিক উন্নয়ন, বিমানবন্দর স্থাপন, নৌবন্দর স্থাপন, শিক্ষা বোর্ড স্থাপন, সিটি কর্পোরেশন, ক্যাডেট কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, সুবর্ণচর রেলস্টেশন, পর্যটন নগরী নিঝুম দ্বীপের উন্নয়নসহ সকল দপ্তরের বিভাগীয় কার্যালয় ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নের মহাসড়কে উঠে আসুক বৃহত্তর নোয়াখালী।

দেশের প্রখ্যাত রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সরকারি আমলা, রেমিটেন্স যোদ্ধা, মৎস্যজীবী, কৃষিজীবী মানুষের হাত ধরে দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। এই অঞ্চলের প্রতি ইঞ্চি মাটিতে সম্ভাবনার হাতছানি। বিপুল সম্ভাবনার এই বৃহত্তম অঞ্চলের সম্ভাবনাকে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের মাধ্যমে কাজে লাগানোর সুযোগ পেলে নোয়াখালী বিভাগ হবে দেশের মধ্যে অন্যতম মডেল বিভাগ।

বক্তারা আরো বলেন, কুমিল্লার কিছু বিপথগামী যুবক ঢাকা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক আটকাতে চায়, তারা জানেনা নোয়াখালীর মানুষ সারা দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে অবস্থান করছে। নোয়াখালীর মানুষ চাইলে সারাদেশ অচল করে দিতে পারে। এই অঞ্চলের শান্তিপ্রিয় মানুষ ততক্ষণ পর্যন্ত ভদ্রতা দেখায় যতক্ষণ পর্যন্ত  সীমালংঘন করা না হয়। তাই কেউ আমাদের পায়ে পা রেখে ঝগড়া করতে আসবেন না। নোয়াখালী বিভাগ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার, নোয়াখালীকে বিভাগ করার পরে আরো পাঁচটা বিভাগ করা হোক তাতে আমাদের কোন আপত্তি নাই তবে নোয়াখালী বিভাগ ঘোষণার আগে অন্য কোন বিভাগের ঘোষণা আমরা মানবো না।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডা. বোরহান উদ্দিন, সাপ্তাহিক চলতি ধারা সম্পাদক এমবি আলম, দৈনিক আমার দেশ প্রতিনিধি আজাদ ভূঁইয়া, এনটিভি নোয়াখালী প্রতিনিধি মাসুদ পারভেজ, এসএ টিভি নোয়াখালী প্রতিনিধি আব্দুর রহিম বাবুল, যমুনা টিভি জেলা প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ, দৈনিক ইনকিলাব নোয়াখালী প্রতিনিধি খসরু, নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি আকবর হোসেন, ৭১ টিভি জেলা প্রতিনিধি মিজানুর রহমান, সাপ্তাহিক আজকাল পত্রের সম্পাদক সাজ্জাদ হোসেন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সোহেল বাদশা, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ, দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন, একুশে টিভির নোয়াখালী প্রতিনিধি আরিফিন শাকিল প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বৃহত্তর নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণীর পেশার সাধারণ মানুষ।

Aminur / Aminur

বাঁশখালীতে ৫ মাস বয়সী শিশু অপহরণ, ১৬ ঘন্টার পুলিশি অভিযানে উদ্ধার, গ্রেফতার-১

কুমিল্লা নামেই বিভাগ হবে, লাকসাম হবে জেলা: আবুল কালাম

ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নারী নির্যাতন ও নাশকতা মামলায় তাঁতীলীগ নেতা রিয়াদ আটক

আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মতি গুরুতর আহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩ দফা দাবী বাস্তবায়ন ও শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুড়িগ্রামে বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৫ পালিত

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণ

বাংলাদেশের ৩য় শহর হিসেবে জয়পুরহাটে স্টারলিংক ইন্টারনেট এর উদ্বোধন

মাদারীপুরে পিআরসহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ১৩ বিডিআর জোয়ান

মানিকগঞ্জে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন

গোদাগাড়ীতে বাড়ী দখল করে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি