ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ছুটির দিনেও চড়া মোহনগঞ্জে সবজির বাজার


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১০-২০২৫ দুপুর ২:৫৬

নেত্রকোণার মোহনগঞ্জ বাজারে আগাম শীতকালীন সবজি আসতে শুরু করলেও এখনো চড়া বেশিরভাগ সবজির দাম। সপ্তাহের ব্যবধানেও বাজারে দামের তেমন কোন তারতম্য হয়নি।

সাপ্তাহিক ছুটির দিনে আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল থেকে নেত্রকোণার সবজির অন্যতম বড় পাইকারি বাজার মেছুয়া বাজার থেকে সবজি নিয়ে আসতে শুরু করেন বিক্রেতারা। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা মধ্যেই। স্থানীয় চাহিদা পূরণে বেশিরভাগ সবজি আসছে কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে।

আজকের পাইকারি বাজারে কেজি প্রতি বেগুন বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকায়, পটল বিক্রি হচ্ছে ৪০-৫০, কাঁকরোল ৪০-৫০ টাকা, মুলা ২৫ থেকে ৩০ টাকা, কাঁচা পেঁপে ১০-২০ টাকা, প্রকারভেদে বিভিন্ন কচুমুখি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত।

আর আগাম শীতকালীন সবজির মধ্যে স্থানীয় টমেটো ১২০ থেকে ১৫০ টাকা, আমদানিকৃত টমেটো ১০০ টাকা, শিম ১৪০ টাকা, ফুলকপি ৯০-১৬০ ও ধনিয়া পাতা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।

তবে বাজারে এখনো রয়েছে কাঁচামরিচ ঝাঁজ। গেল সপ্তাহে বাজারে ৩৫০ টাকার উপরে কেজিপ্রতি কাঁচামরিচ বিক্রি হলেও এ সপ্তাহে তা কমেছে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে। আর খুচরা পর্যায়ে এখনো বিক্রি হচ্ছে ১৭০ টাকার মধ্যে। 

বিক্রেতারা বলছেন বাজারে এখনও স্থানীয় সবজি না আসায় বাজার এখনো ঊর্ধ্বমুখী। স্থানীয়ভাবে উৎপাদন বাড়লে কমে আসবে দাম বলেও জানান তারা।

স্থানীয় ক্রেতা ব্রজেন্দ্র চন্দ্র সরকার জানান, এখনো শাকসবজির চড়া দাম। এই বাজার নিয়ন্ত্রণ আছে মনে হয় আরও সময় লাগবে। আর যদি নিয়ন্ত্রণ না আসে তাহলে হয় আমাদের অনেক কষ্ট হচ্ছে। এই যে শীতকালীন আগাম সবজি সিম টমেটোসহ যতগুলো ভালো ভালো সবজি আছে সবগুলোর অনেক চড়া দর। এসবগুলো আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে। কাঁচামরিচেও অনেক দাম। এখনো কাঁচা মরিচের দাম কমে নাই। যতটুকু কমছে সেটাও সামান্য। যদি দাম কমে তাহলে আমরা সামান্য হলেও কিনতে পারবো এবং সুস্থভাবে চলতে পারবো।

স্থানীয় ক্রেতা মো. আফজাল হোসেন উজ্জ্বল জানান, বাজারে শীতকালীন আগাম সবজিগুলো আসছে এগুলো চাহিদা বেশি দামও অনেক বেশি। এখন তুলনামূলক মানুষের যেখানে দুই কেজির প্রয়োজন সেখানে হাফ কেজি বা তারও কম নিয়ে চলছে। বাজারে ৮০ টাকা নিচে কোন সবজি নাই। যেহেতু উৎপাদন কম যার কারণে দাম বেশি। এর ফলে সাধারণ মানুষের সবজি কিনে খাওয়াটা অনেক কষ্টের ব্যাপার।

পাইকারি সবজি বিক্রেতা জিকেন্দ্র সরকার জানান, এখন সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আছে। কিছুদিন আগে কাঁচা মরিচের দাম ছিল ৪০০ টাকা ৩০০ কেজি। এখন কাঁচা মরিচের দাম আছে ১৫০ টাকা কেজি। আগে বেগুনের বাজার ছিল ১০০ থেকে ৮০ টাকা। এখন বেগুন খুচরা বিক্রি হচ্ছে ৬০ টাকা পাইকারি বিক্রি হচ্ছে ৫০ টাকা।

এমন অনেক সবজি দাম একটু একটু করে কমে আসছে। কাঁচা বাজারের দামও নিয়ন্ত্রণ আছে। সবজির দাম কমছে এখনো ১৫ থেকে ১০ দিনের মতো সময় লাগতে পারে। স্থানীয়ভাবে উৎপাদন বাড়লে স্থানীয় সবজি বাজারে আসবে পরে বাহিরের সবজির চাহিদা কমে যাবে এবং দামও অনেকটাই কমতে শুরু করবে। এখন বাজারে স্থানীয়ভাবে টমেটো আসছে ধীরে ধীরে সব সবজি আসতে শুরু করবে তখন দামও দেখা যাবে ৩০ থেকে ৪০ টাকার মধ্যেই থাকবে।

নেত্রকোণা মেছুয়া বাজারে পাইকারি সবজি শহরের আশপাশের স্থানীয় বাজারসহ মোহনগঞ্জ, বারহাট্টা, আটপাড়া জেলার বেশ কয়েকটি উপজেলা ও পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগরেও সবজি সরবরাহ করেন বিক্রেতারা। প্রতিদিনই গড়ে এই বাজারে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার কেনা বেচা হয় না। মৌসুমে যা ছাড়ায় কোটি টাকায়।

এমএসএম / এমএসএম

লালমাই শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষা: শেরপুরের দুই কলেজে শতভাগ ফেল, পাসের হার কমেছে ১০ শতাংশ

রায়পুরা উপজেলা বিএনপির আব্দুর রহমান খোকনই একমাত্র ঐক্যের প্রতীক

জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে পাবনা জেলার ১৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় হারিয়েছে প্যাডেল চালিত রিকশাঃ ভরসা এখন ব্যাটারি চালিত অটোরিকশা

বীর মুক্তিযোদ্ধা হুমায়ন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজস্থলীতে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, আহত ১

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী জিহাদ হোসেন এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

আদমদীঘিতে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

বাউফলের জেলেদের চাল বিতরণে অনিয়ম: ইউপি সচিবকে শোকজ

লাকসাম ও মনোহরগঞ্জে কোন বৈষম্য রাখবো নাঃ আবুল কালাম

হাটহাজারীতে সরকারি পথে সেমিপাকা ঘর নির্মাণ করে প্রতিবন্ধকতা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ

বালিয়াকান্দিতে ৩১ দফা বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত