ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ছুটির দিনেও চড়া মোহনগঞ্জে সবজির বাজার


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১০-২০২৫ দুপুর ২:৫৬

নেত্রকোণার মোহনগঞ্জ বাজারে আগাম শীতকালীন সবজি আসতে শুরু করলেও এখনো চড়া বেশিরভাগ সবজির দাম। সপ্তাহের ব্যবধানেও বাজারে দামের তেমন কোন তারতম্য হয়নি।

সাপ্তাহিক ছুটির দিনে আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল থেকে নেত্রকোণার সবজির অন্যতম বড় পাইকারি বাজার মেছুয়া বাজার থেকে সবজি নিয়ে আসতে শুরু করেন বিক্রেতারা। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা মধ্যেই। স্থানীয় চাহিদা পূরণে বেশিরভাগ সবজি আসছে কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে।

আজকের পাইকারি বাজারে কেজি প্রতি বেগুন বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকায়, পটল বিক্রি হচ্ছে ৪০-৫০, কাঁকরোল ৪০-৫০ টাকা, মুলা ২৫ থেকে ৩০ টাকা, কাঁচা পেঁপে ১০-২০ টাকা, প্রকারভেদে বিভিন্ন কচুমুখি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত।

আর আগাম শীতকালীন সবজির মধ্যে স্থানীয় টমেটো ১২০ থেকে ১৫০ টাকা, আমদানিকৃত টমেটো ১০০ টাকা, শিম ১৪০ টাকা, ফুলকপি ৯০-১৬০ ও ধনিয়া পাতা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।

তবে বাজারে এখনো রয়েছে কাঁচামরিচ ঝাঁজ। গেল সপ্তাহে বাজারে ৩৫০ টাকার উপরে কেজিপ্রতি কাঁচামরিচ বিক্রি হলেও এ সপ্তাহে তা কমেছে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে। আর খুচরা পর্যায়ে এখনো বিক্রি হচ্ছে ১৭০ টাকার মধ্যে। 

বিক্রেতারা বলছেন বাজারে এখনও স্থানীয় সবজি না আসায় বাজার এখনো ঊর্ধ্বমুখী। স্থানীয়ভাবে উৎপাদন বাড়লে কমে আসবে দাম বলেও জানান তারা।

স্থানীয় ক্রেতা ব্রজেন্দ্র চন্দ্র সরকার জানান, এখনো শাকসবজির চড়া দাম। এই বাজার নিয়ন্ত্রণ আছে মনে হয় আরও সময় লাগবে। আর যদি নিয়ন্ত্রণ না আসে তাহলে হয় আমাদের অনেক কষ্ট হচ্ছে। এই যে শীতকালীন আগাম সবজি সিম টমেটোসহ যতগুলো ভালো ভালো সবজি আছে সবগুলোর অনেক চড়া দর। এসবগুলো আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে। কাঁচামরিচেও অনেক দাম। এখনো কাঁচা মরিচের দাম কমে নাই। যতটুকু কমছে সেটাও সামান্য। যদি দাম কমে তাহলে আমরা সামান্য হলেও কিনতে পারবো এবং সুস্থভাবে চলতে পারবো।

স্থানীয় ক্রেতা মো. আফজাল হোসেন উজ্জ্বল জানান, বাজারে শীতকালীন আগাম সবজিগুলো আসছে এগুলো চাহিদা বেশি দামও অনেক বেশি। এখন তুলনামূলক মানুষের যেখানে দুই কেজির প্রয়োজন সেখানে হাফ কেজি বা তারও কম নিয়ে চলছে। বাজারে ৮০ টাকা নিচে কোন সবজি নাই। যেহেতু উৎপাদন কম যার কারণে দাম বেশি। এর ফলে সাধারণ মানুষের সবজি কিনে খাওয়াটা অনেক কষ্টের ব্যাপার।

পাইকারি সবজি বিক্রেতা জিকেন্দ্র সরকার জানান, এখন সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আছে। কিছুদিন আগে কাঁচা মরিচের দাম ছিল ৪০০ টাকা ৩০০ কেজি। এখন কাঁচা মরিচের দাম আছে ১৫০ টাকা কেজি। আগে বেগুনের বাজার ছিল ১০০ থেকে ৮০ টাকা। এখন বেগুন খুচরা বিক্রি হচ্ছে ৬০ টাকা পাইকারি বিক্রি হচ্ছে ৫০ টাকা।

এমন অনেক সবজি দাম একটু একটু করে কমে আসছে। কাঁচা বাজারের দামও নিয়ন্ত্রণ আছে। সবজির দাম কমছে এখনো ১৫ থেকে ১০ দিনের মতো সময় লাগতে পারে। স্থানীয়ভাবে উৎপাদন বাড়লে স্থানীয় সবজি বাজারে আসবে পরে বাহিরের সবজির চাহিদা কমে যাবে এবং দামও অনেকটাই কমতে শুরু করবে। এখন বাজারে স্থানীয়ভাবে টমেটো আসছে ধীরে ধীরে সব সবজি আসতে শুরু করবে তখন দামও দেখা যাবে ৩০ থেকে ৪০ টাকার মধ্যেই থাকবে।

নেত্রকোণা মেছুয়া বাজারে পাইকারি সবজি শহরের আশপাশের স্থানীয় বাজারসহ মোহনগঞ্জ, বারহাট্টা, আটপাড়া জেলার বেশ কয়েকটি উপজেলা ও পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগরেও সবজি সরবরাহ করেন বিক্রেতারা। প্রতিদিনই গড়ে এই বাজারে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার কেনা বেচা হয় না। মৌসুমে যা ছাড়ায় কোটি টাকায়।

এমএসএম / এমএসএম

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত

কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ৪

ঠাকুরগাঁওয়ে এলজিইডির উদ্যোগে পিপিআর ২০২৫ অবহিতকরণ সভা অনুষ্ঠিত