ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

মৃত ব্যক্তির সমালোচনা ও দোষচর্চা নয়


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫-১০-২০২৫ সকাল ৯:১৪

কোনো মানুষ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। জীবিতাবস্থায় ভালো-মন্দ কাজ সবারই হয়ে থাকে। কোনো মানুষ মারা গেলে তার ভুল নিয়ে সমালোচনা করা ঠিক না। মানুষের ভালো কাজ উল্লেখ করে তার জন্য দোয়া করা মুমিনের বৈশিষ্ট্য। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের মৃতদের ভালো কাজগুলোর আলোচনা করো এবং মন্দ কাজের আলোচনা থেকে বিরত থাকো’ (আবু দাউদ : ৪৯০০)। 
হজরত আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা মৃতদের গালি দিও না। যেহেতু তারা নিজেদের কৃতকর্মের পরিণতি পর্যন্ত পৌঁছে গেছেন’ (বুখারি : ৬৮৫৮)। 
মৃতের দোষ গোপন রাখার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। রাসুল (সা.) বলেছেন, ‘যে মৃতের গোসল দেয় ও তার দোষ-ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাকে ৪০ বার ক্ষমা করেন। আর যে ব্যক্তি মৃতকে কাফন পরায়, আল্লাহ তায়ালা তাকে জান্নাতের রেশমের কাপড় পরিধান করাবেন। যে ব্যক্তি মৃত ব্যক্তির জন্য কবর খনন করে তাতে কবর দেয়, আল্লাহ তায়ালা তাকে কেয়ামত পর্যন্ত মৃতের জন্য ঘরের বসবাসের ব্যবস্থা করে দেওয়ার প্রতিদান দেন।’ (মুসতাদরাকে হাকিম : ১/৫০৫)।  

Aminur / Aminur