অফিস-মাঠ আছে, কমিটি ও খেলাধুলার আয়োজন নেই
নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে মাইলোড়া এলাকায় অবস্থিত বিশাল খেলার মাঠ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে রয়েছে ভবন, কিন্তু দীর্ঘ এক বছর ধরে ক্রীড়া সংস্থার কমিটি নেই। ফলে ঝিমিয়ে পড়েছে ক্রীড়াঙ্গন। নিয়মিত কোনো খেলাধুলার আয়োজন নেই। মাঠের এক পাশে উপজেলা ক্রীড়া সংস্থার ভবন থাকলেও সেখানে নেই কোনো কার্যক্রম। অযত্ন আর অবহেলায় বেহাল দশা ক্রীড়া সংস্থা থাকলেও কমিটি ও বাস্তবে খেলাধুলার আয়োজন না থাকায় স্থানীয় ক্রীড়াঙ্গন হয়ে পড়েছে প্রাণহীন।
কিশোর-তরুণদের একটি বড় অংশ সময় কাটাচ্ছে স্মার্টফোনে কিংবা জড়িয়ে পড়ছে মাদক ও নানা অপকর্মে। এ অবস্থার দায় নিচ্ছে না কেউ। তবে হতাশার মধ্যেও স্থানীয় পাড়া-মহল্লার ক্রীড়াপ্রেমী তরুণরা নিজেদের দেওয়া চাঁদার টাকায় ব্যাট-বল কিনে সামান্য কিছু খেলাধুলার আয়োজন করছে। উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম চালু না থাকায় খেলাধুলার আয়োজন নেই, ফলে মাঠটি ধীরে ধীরে খেলার অনুপযোগী হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। মাত্র ১০ ফুটের মতো গ্যালারি রয়েছে। বসার বেঞ্চগুলো ভেঙে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোহনগঞ্জ ক্রীড়া সংস্থা এই মাঠের কোন ধরনের উন্নয়ন বা সংস্কার বাবদ প্রকল্প গ্রহণ কিংবা বরাদ্দ পাওয়া যায়নি। ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামকরণ করে একটি দুই কক্ষবিশিষ্ট একতলা ভবন, একটি শৌচাগার ও স্টেডিয়ামের দুই পাশে বসার জন্য কয়েকটি বেঞ্চ স্থাপন করে জাতীয় ক্রীড়া পরিষদ।
সরজমিনে মিনি স্টেডিয়াম মাঠে গিয়ে দেখা যায়, আদর্শনগর রোডের পাশেই তাকালে নজরে পরবে কয়েক একর জমির ওপরে সুবিশাল মাঠ। দেখে বোঝার উপায় নেই যে, এটি আসলে একটি স্টেডিয়াম। মিনি স্টেডিয়াম দীর্ঘদিন থেকে সংস্কার ও অবহেলায় গরু-ছাগলের চারণভূমিতে পরিণত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার ভবন থাকলেও নেই কোন কার্যক্রম। জাতীয় ক্রীড়া পরিষদ ২০১৭ সালে ভবন দুটি নির্মাণ করলেও অরক্ষিত। ভবনের পাশে মাঠের মধ্যে পাথরের টাল, ভবনের ভিতরে ধুলাবালি, ময়লা এবং আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। জানালার থাইগ্লাস অফিস ভিতরে প্লাস্টিকের চেয়ারসহ সাপ্লাইয়ের পাইবগুলো ভাঙা অবস্থায় পরে আছে। মাঠে খেলতে আসা খেলোয়াড়দের জন্য বিশুদ্ধ পানির মটার চুরি, প্রায় দুই বছরে বিদ্যুৎ বিল বকেয়া (৪,৬৯২) চার হাজার ছয়শত বিরানব্বই টাকা। ভবনে শেওলা পড়েছে, ভবনের ভিতরের পরিবেশ দেখলে মনে হয় কয়েক বছর ধরে পরিত্যক্ত।
তথ্য মতে, ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে মোহনগঞ্জ ক্রীড়া সংস্থার কমিটি গঠন করা হয়েছিল। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুঞ্জি যার পদাধিকার বলে সভাপতি এবং এমদাদুল ইসলাম খোকনকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কিন্তু বিগত বছরে কমিটির কোনো সভা এবং কার্যক্রম হয়নি, কোনো খেলার সামগ্রী কিংবা হয়নি কোন টুর্নামেন্টের আয়োজন। ২০২৪ সালের ১২ এপ্রিল মোহনগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার প্রধান উপদেষ্টা নেত্রকোণা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এমপি উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছিলেন।
মাঠ সম্পর্কে তথ্য সংগ্রহের সময় জানা যায়, দীর্ঘদিন ধরে স্টেডিয়ামে খেলাধুলা না হওয়ায় কারণে মাঠের ঘাস অনেক বড় হয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থা নেই, যার জন্য পানি জমে থাকে এবং সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ঘাস বড় হয়ে তৈরি হচ্ছে খানা-কন্দর ও গর্তের সৃষ্টি হয়ে পুরো মাঠটা হয়ে উঠেছে খেলার অনুপযোগী। বাচ্চারা এসে যে খেলবে কিংবা কোন খেলার আয়োজন হবে সেই পরিস্থিতি নেই। কাগজে কলমে ক্রীড়া সংস্থাটির অস্তিত্ব থাকলেও বাস্তবে কোনো কার্যক্রম নেই। ৫ আগস্টের পর সব কমিটি বিলুপ্ত হয়ে গেলেও এর মধ্যে আর কোন কমিটি করা হয়নি।
প্রায়ই এলাকার তরুণদের নিয়ে খেলাধুলা আয়োজন করেন মো.কামরুল ইসলাম, আমিরুল ইসলাম মানিক ও আফজাল হোসেন উজ্জ্বল নামে তিন সাবেক খেলোয়াড়। তাদের দাবি ক্রীড়া সংস্থার কমিটি গঠন, ভবন দুটি, মাঠ দ্রুত সংস্কার করে ক্রিড়া কর্মকান্ডকে গতিশীল করা হোক।
স্থানীয় কয়েকজন তরুণ ফুটবলার ও ক্রিকেটার জানান, খেলাধুলার প্রতি তাদের প্রবল ভালোবাসা থাকলেও মাঠে নিয়মিত কোনো আয়োজন না থাকায় তারা হতাশ। এক তরুণ বলেন, ‘আমরা নিজেরা চাঁদা তুলে ব্যাট-বল কিনে, মাঝে মধ্যে খেলি। এতে অন্তত খেলার চর্চাটা বেঁচে থাকে। কিন্তু ক্রীড়া সংস্থা যদি একটু সহায়তা করতো, তাহলে নতুন প্রজন্ম আরও আগ্রহী হতো।’ মোহনগঞ্জে খেলার মাঠের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ দিতে হবে। অন্যথায় খেলাধুলার ঐতিহ্য হারানোর পাশাপাশি সমাজে মাদক ও অসামাজিক কার্যকলাপ আরও বেড়ে যাবে।
ফুটবলপ্রেমী ও খেলোয়াড় মোঃ আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের মোহনগঞ্জে মাঠ আছে, খেলোয়াড়ও আছে। কিন্তু উদ্যোগ নেই। তাই অনেক তরুণ খেলাধুলা থেকে দূরে গিয়ে স্মার্টফোন ও মাদকে আসক্ত হচ্ছে। এতে করে জাতির ভবিষ্যৎ বিপথে যাচ্ছে।’
স্থানীয় ক্রিকেটার আসিম আখইয়ার সাকিব বলেন, আমরা প্রতিদিন বিকালে ৫-৭ জন ছোট ভাইকে নিয়ে ক্রিকেট প্র্যাকটিস করি। কতৃপক্ষ সুদৃষ্টি দিলে খেলাধুলায় আমরা অনেক কিছু করতে পারব। নেট কংক্রিট পিচের পাশে পাথর রাখার কারণে প্র্যাকটিস করতে সমস্যা হয। এই পাথরগুলো সরিয়ে নিলে প্র্যাকটিস করতে আমাদের সুবিধা হয়।
সাবেক ফুটবলার আফজাল হোসেন উজ্জ্বল বলেন, মোহনগঞ্জে ফুটবলই ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা। অথচ এখন ফুটবলের কোনো লিগই হয় না। নেত্রকোণার অন্য উপজেলাগুলোতে নিয়মিত লিগ হয়, কিন্তু আমাদের মোহনগঞ্জে নেই। ফলে আজ দ্বিতীয় বা তৃতীয় বিভাগের মতো খেলোয়াড়ও পাওয়া যাচ্ছে না। এ দায় পুরোপুরি ক্রীড়া সংস্থার। এখানে সংশ্লিষ্ট কতৃপক্ষের কোনো সুদৃষ্টি নেই। সংশ্লিষ্ট কতৃপক্ষ নজর দিলে ক্রীড়া সংস্থাটি আবার প্রাণ ফিরে পাবে।
মোহনগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. এমদাদুল ইসলাম খোকন বলেন, ‘যখন আমি দায়িত্বে ছিলাম, তখন উদ্যোগ নিয়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করেছি। এতে শিক্ষার্থীরা খেলাধুলায় মনোযোগী হতো। তরুণদের খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে ক্রীড়া সংস্থা বা সরকারের উদ্যোগে নিয়মিত খেলার আয়োজনের কোনো বিকল্প নেই।’
মোহনগঞ্জ উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন জানান, দুই মাস আগে আমি এ উপজেলায় যোগদান করেছি। ক্রীড়া সংস্থার অফিস ও খেলার মাঠ পরিদর্শন করে দ্রুততম সময়ের মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার খেলাধুলার কার্যক্রম চালু করা হবে।
Aminur / Aminur
শার্শায় সরকারি জমি দখল করে মার্কেট নির্মানের অভিযোগ
বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত
রৌমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আবুল কালাম গনসংযোগ মাঠে ঘাটে নির্বাচনী আমেজ
গ্রাম আদালতের প্রতি আস্থা বাড়ছে- গোপালগঞ্জে ১৫ মাসে মামলা এক হাজার ছাড়াল
মধুখালীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কালিগঞ্জ কৃষ্ণনগর চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে ক্ষুব্ধ এলাকাবাসী
দল যাকে মনোনয়ন দিবে"তার পক্ষে কাজ করতে হবে: এস এম মামুন মিয়া
সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামী যুব সমাবেশ
যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ত্রিশালে বর্ণাঢ্য র্যালি
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফয প্রতিযোগিতা সম্পন্ন