ঢাকা বৃহষ্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

কৃষকের পাশে নেই কৃষি অফিস, আমন ধানে মাজরা পোকার উৎপাত


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ৩:১০

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় আমন ধানের ক্ষেতে ব্যাপকভাবে মাজরা পোকা আক্রমণ করেছে। এই পোকা দমনে ব্যর্থ হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। শীষ খেয়ে ফেলায় ধানগাছ মরে যাচ্ছে। বারবার কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না। পাশাপাশি ইদুঁরের উৎপাতে অতিষ্ঠ কৃষকরা। তাদের অভিযোগ, পরামর্শের জন্য কৃষি বিভাগের কোনও কর্মকর্তার দেখা মিলছে না। পোকা দমন বা ইদুঁর নিধনে কৃষি অফিসের কোনও ধরনের সহায়তা কিংবা পরামর্শ পাচ্ছেন না তারা।

কৃষকরা জানিয়েছেন, ভালো ফলনের আশায় স্বপ্ন বুনে ছিলেন উপজেলার আমন চাষিরা। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে মাজরা পোকা ও ইদুঁরের উৎপাত।

 আক্রমণে ধানগাছ মরে যাওযায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। পৌর শহরের পুকুরিয়া গ্রামের রমিজ আলী চলতি মৌসুমে ৭০ শতক জমিতে হাইব্রিড ৪৯ জাতের আমন আবাদ করেছেন। ক্ষেতে ধানের শীষ বের হতে শুরু করেছে। এরই মধ্যে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। ফলে শীষ শুকিয়ে ধানগাছ মরে যাচ্ছে। পোকা দমন করা না গেলে ধানের ফলনে বড় ধরনের প্রভাব পড়বে জানিয়ে  বলেন,আমনের আবাদ গত ১০ বছরের মধ্যে সবচেয়ে এবার ভালো  হয়েছে। 

এখন শীষ বের হতে শুরু করার সঙ্গে সঙ্গে পোকার আক্রমণ দেখা দিল। পোকারা কচি শীষ খেয়ে ফেলার কয়েকদিন পর ধানগাছ মরে যাচ্ছে। প্রতিদিনই আক্রমণ বেড়েই চলছে। দুইবার কীটনাশক ছিটিয়েও কোনও কাজ হচ্ছে না। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

তারপর এখন শুরু হয়েছে ইদুঁরের উৎপাত। এতে ধান ঘরে তোলাই কঠিন  হয়ে পড়বে।
শুধু রমিজ আলী নন, উপজেলার অনেক কৃষকের ক্ষেতেই পোকা আক্রমণ করেছে। বারবার কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না। কৃষি বিভাগের কোনও কর্মকর্তার পরামর্শ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
উপজেলার বাহাম কৃষক শামছু মিয়া (৬২)৩৬কাঠা জমিতে ধান আবাদ করেছি।সেই আমন ক্ষেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। বারবার কীটনাশক দিয়েও কোনও কাজ হচ্ছে না। পরামর্শ নিতে কৃষি বিভাগের কাউকে পাচ্ছি না।একই কথা জানান পুকুরিয়া গ্রামের কৃষক মিরাজ আলী (৪২) জানান, ৬০ শতক জমিতে আমন ধান নিয়ে চিন্তিত। ইদুঁরের আক্রমণে ধান ঘরে তোলা মুশকিল হয়ে যাবে।

কৃষকদের অভিযোগ, পরামর্শের জন্য কৃষি বিভাগের কোনও কর্মকর্তার দেখা মিলছে না। উপজেলার কানুহারি গ্রামের আরেক কৃষক আঙ্গুর মিয়া বলেন,এক ক্ষেতে আক্রমণের সপ্তাহখানেক পরে পাশের ক্ষেতে ছড়িয়ে পড়ছে পোকা। কীটনাশকেও এসব পোকা মরে না। আমরা এবার ক্ষতির মুখে পড়বো।
পোকা দমনে কৃষকরা বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কোনও ধরনের সুফল পাচ্ছেন না বলে জানালেন করাচাপুর গ্রামের আরেক কৃষক ওয়াসিদ মিয়া। তিনি বলেন,পোকা আক্রমণের কয়েকদিন পরই ধানগাছ শুকিয়ে খড়ে পরিণত হচ্ছে। পাশাপাশি ইদুঁরের উৎপাত রয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে সঠিক কোনও পরামর্শ পাচ্ছি না। পেলে হয়তো কিছুটা রক্ষা পেতাম। কিন্তু মাঠে কৃষি কর্মকর্তাদের দেখা মিলছে না।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ১৫০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ৯৮০ মেট্রিক টন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস শাকুর সাদি বলেন, আমন ক্ষেতে পোকা দমনে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠে থেকে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। যেসব এলাকায় পোকার আক্রমণ ও ইদুঁরের উৎপাত রয়েছে। তা দমনে কৃষি অফিস কৃষকদের সবরকম সহযোগিতা করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১

নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩

মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে

গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম

সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন

আদমদীঘিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে লুম উপ-প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা

জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান

শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা

ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত

নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ

ঈশ্বরদীতে নেসকো ঈশ্বরদী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদসভা ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত