ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

কৃষকের পাশে নেই কৃষি অফিস, আমন ধানে মাজরা পোকার উৎপাত


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৫ দুপুর ৩:১০

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় আমন ধানের ক্ষেতে ব্যাপকভাবে মাজরা পোকা আক্রমণ করেছে। এই পোকা দমনে ব্যর্থ হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। শীষ খেয়ে ফেলায় ধানগাছ মরে যাচ্ছে। বারবার কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না। পাশাপাশি ইদুঁরের উৎপাতে অতিষ্ঠ কৃষকরা। তাদের অভিযোগ, পরামর্শের জন্য কৃষি বিভাগের কোনও কর্মকর্তার দেখা মিলছে না। পোকা দমন বা ইদুঁর নিধনে কৃষি অফিসের কোনও ধরনের সহায়তা কিংবা পরামর্শ পাচ্ছেন না তারা।

কৃষকরা জানিয়েছেন, ভালো ফলনের আশায় স্বপ্ন বুনে ছিলেন উপজেলার আমন চাষিরা। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে মাজরা পোকা ও ইদুঁরের উৎপাত।

 আক্রমণে ধানগাছ মরে যাওযায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। পৌর শহরের পুকুরিয়া গ্রামের রমিজ আলী চলতি মৌসুমে ৭০ শতক জমিতে হাইব্রিড ৪৯ জাতের আমন আবাদ করেছেন। ক্ষেতে ধানের শীষ বের হতে শুরু করেছে। এরই মধ্যে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। ফলে শীষ শুকিয়ে ধানগাছ মরে যাচ্ছে। পোকা দমন করা না গেলে ধানের ফলনে বড় ধরনের প্রভাব পড়বে জানিয়ে  বলেন,আমনের আবাদ গত ১০ বছরের মধ্যে সবচেয়ে এবার ভালো  হয়েছে। 

এখন শীষ বের হতে শুরু করার সঙ্গে সঙ্গে পোকার আক্রমণ দেখা দিল। পোকারা কচি শীষ খেয়ে ফেলার কয়েকদিন পর ধানগাছ মরে যাচ্ছে। প্রতিদিনই আক্রমণ বেড়েই চলছে। দুইবার কীটনাশক ছিটিয়েও কোনও কাজ হচ্ছে না। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

তারপর এখন শুরু হয়েছে ইদুঁরের উৎপাত। এতে ধান ঘরে তোলাই কঠিন  হয়ে পড়বে।
শুধু রমিজ আলী নন, উপজেলার অনেক কৃষকের ক্ষেতেই পোকা আক্রমণ করেছে। বারবার কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না। কৃষি বিভাগের কোনও কর্মকর্তার পরামর্শ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
উপজেলার বাহাম কৃষক শামছু মিয়া (৬২)৩৬কাঠা জমিতে ধান আবাদ করেছি।সেই আমন ক্ষেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। বারবার কীটনাশক দিয়েও কোনও কাজ হচ্ছে না। পরামর্শ নিতে কৃষি বিভাগের কাউকে পাচ্ছি না।একই কথা জানান পুকুরিয়া গ্রামের কৃষক মিরাজ আলী (৪২) জানান, ৬০ শতক জমিতে আমন ধান নিয়ে চিন্তিত। ইদুঁরের আক্রমণে ধান ঘরে তোলা মুশকিল হয়ে যাবে।

কৃষকদের অভিযোগ, পরামর্শের জন্য কৃষি বিভাগের কোনও কর্মকর্তার দেখা মিলছে না। উপজেলার কানুহারি গ্রামের আরেক কৃষক আঙ্গুর মিয়া বলেন,এক ক্ষেতে আক্রমণের সপ্তাহখানেক পরে পাশের ক্ষেতে ছড়িয়ে পড়ছে পোকা। কীটনাশকেও এসব পোকা মরে না। আমরা এবার ক্ষতির মুখে পড়বো।
পোকা দমনে কৃষকরা বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কোনও ধরনের সুফল পাচ্ছেন না বলে জানালেন করাচাপুর গ্রামের আরেক কৃষক ওয়াসিদ মিয়া। তিনি বলেন,পোকা আক্রমণের কয়েকদিন পরই ধানগাছ শুকিয়ে খড়ে পরিণত হচ্ছে। পাশাপাশি ইদুঁরের উৎপাত রয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে সঠিক কোনও পরামর্শ পাচ্ছি না। পেলে হয়তো কিছুটা রক্ষা পেতাম। কিন্তু মাঠে কৃষি কর্মকর্তাদের দেখা মিলছে না।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ১৫০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ৯৮০ মেট্রিক টন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস শাকুর সাদি বলেন, আমন ক্ষেতে পোকা দমনে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠে থেকে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। যেসব এলাকায় পোকার আক্রমণ ও ইদুঁরের উৎপাত রয়েছে। তা দমনে কৃষি অফিস কৃষকদের সবরকম সহযোগিতা করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত

কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ৪

ঠাকুরগাঁওয়ে এলজিইডির উদ্যোগে পিপিআর ২০২৫ অবহিতকরণ সভা অনুষ্ঠিত