ঢাকা শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৫ বিকাল ৫:১৯

নেত্রকোণার মোহনগঞ্জ ও জারিয়া রুটে লোকাল ট্রেনের চলাচল বন্ধ রয়েছে কয়েক মাস ধরে। বিভাগীয় শহর ময়মনসিংহ-মোহনগঞ্জ আসা যাওয়া স্বল্প ভাড়ায় এসব ট্রেন বন্ধ থাকায় চাকরিজীবী, ব্যবসায়ী,শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। ট্রেন চালুর দাবিতে মোহনগঞ্জে যাত্রীরা ইতিমধ্যে মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। রেল কতৃপক্ষ বলছে, ইঞ্জিন সংকটের কারণে ট্রেন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। 

নেত্রকোণা রেলস্টেশন সূত্রে জানা গেছে, গত বছরের ৯ ডিসেম্বর থেকে  ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে চলাচলকারী লোকাল ট্রেনটি পুরোপুরি বন্ধ রয়েছে। মোহনগঞ্জ উপজেলা থেকে ঢাকা রুটে ২১০ কিলোমিটার রেলপথ আছে। এর মধ্যে মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের দূরত্ব ৬৮ দশমিক ৫ কিলোমিটার। ওই পথে হাওর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস নামের দুটি আন্তনগর ট্রেন চলাচল করে । এ ছাড়া একটি লোকাল ডাউন ট্রেনটি প্রতিদিন ময়মনসিংহ স্টেশন থেকে যথাক্রমে ভোর ৫টা এবং বেলা ২টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনের উদ্দেশ্য ছেড়ে যায়। অন্যদিকে ময়মনসিংহের উদ্দেশ্য প্রতিদিন সকাল সাড়ে ৮টা ও বিকেল সাড়ে ৫টায় মোহনগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যায় এটি।

স্থানীয় বাসিন্দারা জানান,লোকাল ট্রেনটিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ যাতায়াত করেন। গত ১১ মাস থেকে ট্রেনটির চলাচল বন্ধ আছে।

সরকারি চাকরিজীবী সাদিয়া রহমান বলেন, ময়মনসিংহ শহর থেকে লোকাল ট্রেনে করে নিয়মিত মোহনগঞ্জে যাতায়াত করি। এই ট্রেনে কম খরচ ও সময়ের মধ্যে সহজে কর্মস্থলে যাওয়া-আসা করা যায়। কিন্তু ৫ মাস ধরে ট্রেনটি বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। 

মোহনগঞ্জের একটি সরকারি অফিসের দফতরি পদে কর্মরত পরিমল চন্দ্র সরকার বলেন, নেত্রকোণা থেকে কম খরচে লোকাল ট্রেনে করে গিয়ে অফিস করছি দীর্ঘ বছর ধরে। কয়েকমাস ধরে ট্রেন বন্ধ হওয়ায় বাস-সিনএনজিতে চড়ে অফিসে যেতে হচ্ছে। অতিরিক্ত টাকা ব্যয় ও জ্যামে সময় নষ্ট দুটোই হচ্ছে। আমার মতো কম বেতনে চাকরি করে এমন শত শত চাকরিজীবী লোকাল ট্রেনে চড়ে গিয়ে চাকরি করে। 

স্কুলশিক্ষক তরিকুল ইসলাম বলেন, অনেকেই ময়মনসিংহ স্টেশন থেকে পর্যায়ক্রমে শম্ভুগঞ্জ,বিশকা,গৌরীপুর, শ্যামগঞ্জ,হিরণপুর, চল্লিশা,নেত্রকোণার বড় স্টেশন, কোর্ট স্টেশন, ঠাকুরাকোনা, বারহাট্টা, অতিথপুর ও মোহনগঞ্জে সুবিধামত যাওয়া-আসা করতে পারেন। ট্রেনটি বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। 

মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোঃ আরিফুর ইসলাম বলেন, ট্রেনটিতে মোহনগঞ্জ থেকে আমরা ময়মনসিংহ গিয়ে ক্লাস করে আবার চলে আসতাম। ট্রেন বন্ধ থাকায় এখন সময় ও অর্থ দুটোই বেশি লাগছে। আমরা ট্রেনটি নিয়মিত চালুন দাবি জানাই।

মোহনগঞ্জ পৌরশহরের বাসিন্দা সোহেল মিয়া বলেন, হাওরের রাজধানী খ্যাত মোহনগঞ্জ দেশী মাছের জন্য বিখ্যাত। এক সময় ব্যাপক পাট উৎপাদন হতো। ফলে ১৯২৭ সালে ব্রিটিশ সরকার মাছ ও পাট পরিবহনের জন্য ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেললাইন  নির্মাণ করে। বর্তমানে মোহনগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত দুটি আন্তঃনগর ট্রেন ও একটি কমিউটার ট্রেন চলাচল করে। স্থানীয় শিক্ষার্থী, চাকরিজীবী, আদালতে সেবা প্রার্থী রোগীদের নিরাপদে চলালচলে লোকাল ট্রেনটি ব্যাপক সহায়ক ভূমিকা পালন করে আসছে। এই ট্রেনটি চালু হলে অন্য ট্রেনের ওপর চাপ কমবে। পাশাপাশি কম খরচে নির্বিঘ্নে জেলা ও বিভাগে সাধারণ মানুষ যাতায়াত করতে পারবে

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো.জহিরুল ইসলাম বলেন, “আমি নতুন এসেছি। আমার আসার অনেক আগে থেকেই ট্রেনটি বন্ধ রয়েছে। লোকাল ট্রেনটির ইঞ্জিন সল্পতার কারণে ট্রেনটি চলাচল বন্ধ আছে। তবে কখন ট্রেনটি চালু হবে, তা নিদিষ্টভাবে বলা যাচ্ছে না।”

নেত্রকোণার রেলওয়ে স্টেশনের (বড় স্টেশন) স্টেশন মাস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, গত বছরের আগস্টের আগে ওই লোকাল ট্রেনটি নিয়মিত চলাচল করত। আগস্টের পর থেকে ডিসেম্বর পর্যন্ত সপ্তাহে ৩-৪ দিন চলাচল করেছে। ডিসেম্বরের ৯ তারিখ থেকে ট্রেনটি পুরোপুরি বন্ধ রয়েছে। মূলত লোকাল ট্রেনটির ইঞ্জিনে সমস্যা হওয়ায় চলাচল বন্ধ আছে। ইঞ্জিনটি মেরামতের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। ইঞ্জিন মেরামত হলে আবার চালু করা হবে। তবে কবে নাগাদ ইঞ্জিন মেরামত শেষ হবে, তা তিনি জানেন না।

এ ব্যাপারে ময়মনসিংহ স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট আবদুল্লাহ আল হারুন বলেন, মোহনগঞ্জ ও জারিয়া দুটি লোকাল ট্রেনই ইঞ্জিন সংকটের কারণে বন্ধ আছে। ইঞ্জিন পেলে আবার ট্রেনগুলো চালু করতে পারব।

এমএসএম / এমএসএম

দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, ‘সামনেও পালাবো না,বললেন, -- ডা. শফিকুর রহমান

শেরপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপির প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা: 'আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, জনগণের সেবক হিসেবে এমপি হতে চাই'

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটের রিকশা কার্যক্রম শুরু

সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার : প্রেস সচিব শফিকুল আলম

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায়, মিছিলে সয়লাভ

ময়মনসিংহে ২২ হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হীরা ও সহযোগী গ্রেফতার

ঠিকাদারের গাফিলতিতে ধ্বসে গেছে মাদ্রাসা ভবন

আত্রাইয়ে সেই কারামুক্ত অসহায় বৃদ্ধা রাহেলার পাশে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম

আত্রাইয়ে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর গণসংযোগে নেতাকর্মীদের ঢল

বেনাপোল বন্দরে শুল্কফাঁকির পার্টসের চালান জব্দ

রাজস্থলীতে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অনুষ্ঠিত