ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

বি এন পি ক্ষমতায় এলে পল্লী চিকিৎসকদের কল্যাণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ঘোষণা দিয়েছেন তারেক রহমানঃ ইউসুফ খান বাদল


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৩-১১-২০২৫ দুপুর ৪:১৪

 ফরিদপুরের বোয়ালমারীতে পল্লী চিকিৎসক সমিতির এক মতবিনিময় সভা সোমবার (৩ নভেম্বর) স্থানীয় মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি পল্লী চিকিৎসক  মোহাম্মদ সোলাইমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি খ্যাতিমান পল্লী চিকিৎসক আবু ইউসুফ খান বাদল। এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের ফরিদপুর জেলা সভাপতি মোঃ আফজাল হোসেন। সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও  বাংলাদেশ রোগী কল্যাণ সমিতির কেন্দ্রীয় মহাসচিব মোঃ আবুল কাউসার,বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কুরবান আলী ও সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান মোল্লা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ।বোয়ালমারী পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মুরাদ হাসানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের আরো অনেক পল্লী চিকিৎসক তাদের দুঃখ-কষ্ট,মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,পল্লী চিকিৎসকদের মূল্যায়ন ও পুনর্বাসনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পল্লী চিকিৎসক সমিতি প্রতিষ্ঠা করেন। আগামীতে তার দল বি এন পি ক্ষমতায় এলে পল্লী চিকিৎসকদের পুনর্বাসন ও তাদের পেশাগত মান উন্নয়নে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়  বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি আরো বলেন,পল্লী চিকিৎসকদের কল্যাণে বিগত সরকারগুলো কিছুই করেনি। বরং নানা অজুহাতে আমাদের পদ-পদবী,পরিচয় কেড়ে নেয়া হয়েছে। আমাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের কোন বিকল্প নেই। যে কোনো মূল্যে আমাদের নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। মানুষকে মানসম্পন্ন চিকিৎসা সেবা দিয়ে তাদের হৃদয়ে জায়গা করে নিতে হবে। মানুষের ভালোবাসা থাকলে বাইরের কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। প্রধান অতিথি বলেন,একজন পল্লী চিকিৎসকই একজন পল্লী রোগীর জীবনে প্রথমে আলো জ্বালাবার চেষ্টা করেন।    গভীর রাতে ছুটে গিয়ে গ্রামীণ রোগীর পাশে দাঁড়ান।পল্লী চিকিৎসা ব্যবস্থা আছে বলেই গ্রামের মানুষের কাছে এখনো চিকিৎসা সহজলভ্য। অতএব এ পেশাকে খাটো করে দেখার কোন সুযোগ নেই।

এমএসএম / এমএসএম

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক

সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা