ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বি এন পি ক্ষমতায় এলে পল্লী চিকিৎসকদের কল্যাণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ঘোষণা দিয়েছেন তারেক রহমানঃ ইউসুফ খান বাদল


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৩-১১-২০২৫ দুপুর ৪:১৪

 ফরিদপুরের বোয়ালমারীতে পল্লী চিকিৎসক সমিতির এক মতবিনিময় সভা সোমবার (৩ নভেম্বর) স্থানীয় মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি পল্লী চিকিৎসক  মোহাম্মদ সোলাইমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি খ্যাতিমান পল্লী চিকিৎসক আবু ইউসুফ খান বাদল। এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের ফরিদপুর জেলা সভাপতি মোঃ আফজাল হোসেন। সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও  বাংলাদেশ রোগী কল্যাণ সমিতির কেন্দ্রীয় মহাসচিব মোঃ আবুল কাউসার,বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কুরবান আলী ও সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান মোল্লা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ।বোয়ালমারী পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মুরাদ হাসানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের আরো অনেক পল্লী চিকিৎসক তাদের দুঃখ-কষ্ট,মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,পল্লী চিকিৎসকদের মূল্যায়ন ও পুনর্বাসনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পল্লী চিকিৎসক সমিতি প্রতিষ্ঠা করেন। আগামীতে তার দল বি এন পি ক্ষমতায় এলে পল্লী চিকিৎসকদের পুনর্বাসন ও তাদের পেশাগত মান উন্নয়নে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়  বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি আরো বলেন,পল্লী চিকিৎসকদের কল্যাণে বিগত সরকারগুলো কিছুই করেনি। বরং নানা অজুহাতে আমাদের পদ-পদবী,পরিচয় কেড়ে নেয়া হয়েছে। আমাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের কোন বিকল্প নেই। যে কোনো মূল্যে আমাদের নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। মানুষকে মানসম্পন্ন চিকিৎসা সেবা দিয়ে তাদের হৃদয়ে জায়গা করে নিতে হবে। মানুষের ভালোবাসা থাকলে বাইরের কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। প্রধান অতিথি বলেন,একজন পল্লী চিকিৎসকই একজন পল্লী রোগীর জীবনে প্রথমে আলো জ্বালাবার চেষ্টা করেন।    গভীর রাতে ছুটে গিয়ে গ্রামীণ রোগীর পাশে দাঁড়ান।পল্লী চিকিৎসা ব্যবস্থা আছে বলেই গ্রামের মানুষের কাছে এখনো চিকিৎসা সহজলভ্য। অতএব এ পেশাকে খাটো করে দেখার কোন সুযোগ নেই।

এমএসএম / এমএসএম

মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর  সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু

শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা

গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা

চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী

শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম

প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন

মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু

টাঙ্গাইল- ৬ আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনীত হয়েছেন